হায়দরাবাদ, 22 জানুয়ারি: ঠিক ছিল তিনি আসবেন। তারপরেও পেরে উঠলেন না। রাম মন্দির উদ্বোধনের উপস্থিত থাকতে পারছেন না লালকৃষ্ণ আদবানি। বয়স 96। শীতের অযোধ্যা তাঁর শরীরের পক্ষে বিপজ্জনক বলেই মনে করা হচ্ছে । তাই শেষ মুহূর্তেই অযোধ্যায় আজ না যাওয়ার সিদ্ধান্ত নিলেন আদবানি । সূত্র মারফত জানা গিয়েছে, অযোধ্যা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডাই তাঁর না আসার কারণ।
রাম মন্দির আন্দোলনের নেতৃত্বে থাকা লালকৃষ্ণ আদবানি, যিনি মন্দির তৈরির সংকল্প নিয়েই রথযাত্রা শুরু করেছিলেন । নব্বইয়ের ভারতে লালকৃষ্ণ আদবানি ছিলেন রাম মন্দির আন্দোলনের প্রধান মুখ । যাত্রার উদ্দেশ্য, অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় তৈরি হোক রাম মন্দির । সেই আন্দোলন থেকে চব্বিশের ভারত, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আজ। সবমিলিয় মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাওয়ার পরও আবেগে ভেসেছিলেন আদাবনি । বলেছিলেন, " এই দিনটিরই অপেক্ষা করেছিলাম "। সেই আদবানির মন্দির উদ্বোধনে না থাকা দুর্ভাগ্যজনক বলেই মনে করছে বিজেপি নের্তৃত্ব।
এর আগে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র বা রাম মন্দির ট্রাস্ট গত মাসে নিশ্চিত করে যে ঠান্ডা আবহাওয়ার কারণে রাম মন্দিরের উদ্বোধনে বর্ষীয়ান এই বিজেপি নেতা যোগ দেবেন না । পরে রিপোর্টে বলা হয়েছিল, ট্রাস্টের তরফ থেকে তাঁর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ সুতরাং, তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেন । তবে আজ নিশ্চিত করা হয়েছে যে, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি সোমবার 22 জানুয়ারি উদ্বোধনে আসতে পারবেন না। নরেন্দ্র মোদির হাত ধরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা । অযোধ্যা নগরী রঙিন । চারিদিকে উৎসব, উদযাপন । তবুও, আদবানিহীন মন্দির উদ্বোধনকে 'যন্ত্রণার' বলেই মনে করছে বিজেপি মহল ।
বিস্তারিত পড়ুন