আজকের মতো লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করলেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ আগামিকাল, 27 জুন সংসদের দুই কক্ষে যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
LIVE UPDATES From LOK SABHA on DAY 3: লোকসভা স্থগিত ঘোষণা করলেন অধ্যক্ষ ওম বিড়লা, আগামিকাল রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে যৌথ অধিবেশন - LOK SABHA SESSION 2024 - LOK SABHA SESSION 2024
Published : Jun 26, 2024, 10:12 AM IST
|Updated : Jun 26, 2024, 1:33 PM IST
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের তৃতীয়দিন আজ ৷ বুধবার ধ্বনিভোটে লোকসভার নিম্নকক্ষে অধ্যক্ষ নির্বাচন হয় ৷ দ্বিতীয়বার অধ্যক্ষ পদের নির্বাচিত হন বিজেপি সাংসদ ওম বিড়লা ৷ 1952, 1967 এবং 1976 সালের পর ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হলেন লোকসভার অধ্যক্ষ ৷ তাঁকে অধ্যক্ষের আসন পর্যন্ত এগিয়ে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা নরেন্দ্র মোদি ৷ এছাড়া সঙ্গে ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ৷ অধ্যক্ষ ওম বিড়লাকে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অন্যরা ৷
LIVE FEED
আজকের মতো লোকসভা মুলতুবি
জরুরি অবস্থার কড়া সমালোচনা করলেন অধ্যক্ষ
- 1975 সালের 25 জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়েছিল ৷ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের ইন্দিরা গান্ধি ৷ এই ঘটনার কড়া সমালোচনা করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ এই সময় লোকসভা কক্ষে বিরোধীরা স্লোগান দিতে থাকে ৷
তৃতীয় মোদি সরকারের মন্ত্রীদের সঙ্গে পরিচয় করালেন প্রধানমন্ত্রী মোদি
- মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
'আপনারা একটা আঙুল তুললে, আপনাদের দিকেও আঙুল উঠবে', বিরোধীদের খোঁচা চিরাগের
- বিগত পাঁচ বছর এবং আগামী পাঁচ বছরের জন্য অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন এলজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান ৷ পাশাপাশি বিরোধীদেরও কটাক্ষ করেন তিনি ৷ চিরাগ বলেন, "একাধিক রাজ্যে স্পিকার, ডেপুটি স্পিকারের পদ আপনাদের কাছেই রয়েছে ৷" তিনি এও জানান, যে বিরোধীরা একটি আঙুল ট্রেজারি বেঞ্চের তুললে, তারাও বিরোধীদের দিকে আঙুল তুলতে পারে ৷
'বিল আলোচনা করে পাশ করা হোক', তৃণমূল কংগ্রেসের পক্ষে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "বিরোধী দলনেতা না থাকলে হাউজ ঠিকমতো কাজ করে না ৷ এখন তা আছে ৷ ট্রেজারি বেঞ্চ যেন বিরোধীদের অবহেলা না করে ৷ 18 তম লোকসভায় ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঠিকমতো কাজ হয়, আপনি সেদিকে নজর রাখবেন বলে আশা করি ৷"
'আলোচনা করে বিল পাশ করা হোক', অধ্যক্ষ ওম বিড়লার কাছে আর্জি সুদীপের
'সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতা বজায় রেখে লোকসভা কাজ হবে', আশা করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়
অধ্যক্ষকে অভিনন্দন জানালেন এসপি সাংসদ অখিলেশ যাদব
- 'কোনও জনপ্রতিনিধির স্বরকে রুদ্ধ করা হবে না', আশা করেন এসপি সাংসদ অখিলেশ যাদব ৷
শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধি
- কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন ৷
ওম বিড়লাকে অভিবাদন মোদির
"আপনার মুখের স্মিত হাসিতে লোকসভা কক্ষে শান্তি বজায় থাকবে ৷" ওম বিড়লাকে অভিবাদন বার্তায় বললেন নরেন্দ্র মোদি ৷
স্পিকার পদে নির্বাচিত ওম বিড়লা
ওম বিড়লাকে স্পিকার হিসেবে ঘোষণা করলেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ৷ আসন গ্রহণ করলেন তিনি ৷
সাংসদ হিসেবে শপথ নিলেন দেব
সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন তৃণমূলের দীপক অধিকারী ৷ ঘাটাল হিসেবে তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি ৷
বিড়লার সমর্থনে প্রস্তাব মোদির
তৃতীয়দিন অধিবেশনের শুরুতে স্পিকার পদে ওম বিড়লার সমর্থনে প্রস্তাব আনলেন নরেন্দ্র মোদি ৷
সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচনের পক্ষে সওয়াল রিজিজুর
সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচনের পক্ষে সওয়াল করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তিনি বলেন, "আমাদের এখনও সময় রয়েছে, আমরা কংগ্রেসকে ফের অনুরোধ জানাব ৷ কিন্তু শেযমেশ ভোটাভুটি হলেও তৈরি আমরা ৷"
একসঙ্গে সংসদে প্রবেশ চিরাগ-কঙ্গনার
স্পিকার নির্বাচন শুরু হওয়ার আগে খোশমেজাজে বিজেপি'র নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াত এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান ৷ একসঙ্গে সংসদে প্রবেশ করলেন দু'জনে ৷
'প্যালেস্তাইন' স্লোগানে অনড় ওয়েইসি
মঙ্গলবার শপথ গ্রহণের শেষে 'জয় প্যালেস্তাইন' স্লোগান দিয়ে বিতর্কে জড়ান অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি ৷ যদিও বুধবার তাঁর স্লোগানের সমর্থনে তিনি বলেন, "বিজেপি যা খুশি বলতে পারে ৷ কিন্তু সংবিধান সম্পর্কে আমিও একটু-আধটু জানি ৷ এইসব ফাঁকা আওয়াজে কোনও কাজ হবে না ৷"
পুজো-অর্চনা সারলেন ওম বিড়লা
স্পিকার পদে পুনর্নির্বাচন সময়ের অপেক্ষা ৷ সংসদ ভবনে রওনা হওয়ার আগে বাড়িতেই পুজো-অর্চনা সারলেন ওম বিড়লা ৷
প্রস্তাব আনবেন মোদি
তৃতীয়দিন অধিবেশনের শুরুতে বাকি সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ এরপর স্পিকার পদে ওম বিড়লার নাম প্রস্তাব করবেন নরেন্দ্র মোদি ৷ তাতে সমর্থন জানাবেন রাজনাথ সিং ৷ এরপর একে একে স্পিকার পদে বিড়লার নাম প্রস্তাব করবেন রাজীব রঞ্জন সিং, জিতনরাম মাঝি, অমিত শাহ, চিরাগ পাসোয়ান ও অন্যান্যরা ৷
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের তৃতীয়দিন আজ ৷ বুধবার ধ্বনিভোটে লোকসভার নিম্নকক্ষে অধ্যক্ষ নির্বাচন হয় ৷ দ্বিতীয়বার অধ্যক্ষ পদের নির্বাচিত হন বিজেপি সাংসদ ওম বিড়লা ৷ 1952, 1967 এবং 1976 সালের পর ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হলেন লোকসভার অধ্যক্ষ ৷ তাঁকে অধ্যক্ষের আসন পর্যন্ত এগিয়ে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা নরেন্দ্র মোদি ৷ এছাড়া সঙ্গে ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ৷ অধ্যক্ষ ওম বিড়লাকে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অন্যরা ৷
LIVE FEED
আজকের মতো লোকসভা মুলতুবি
আজকের মতো লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করলেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ আগামিকাল, 27 জুন সংসদের দুই কক্ষে যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
জরুরি অবস্থার কড়া সমালোচনা করলেন অধ্যক্ষ
- 1975 সালের 25 জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়েছিল ৷ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের ইন্দিরা গান্ধি ৷ এই ঘটনার কড়া সমালোচনা করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ এই সময় লোকসভা কক্ষে বিরোধীরা স্লোগান দিতে থাকে ৷
তৃতীয় মোদি সরকারের মন্ত্রীদের সঙ্গে পরিচয় করালেন প্রধানমন্ত্রী মোদি
- মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
'আপনারা একটা আঙুল তুললে, আপনাদের দিকেও আঙুল উঠবে', বিরোধীদের খোঁচা চিরাগের
- বিগত পাঁচ বছর এবং আগামী পাঁচ বছরের জন্য অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন এলজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান ৷ পাশাপাশি বিরোধীদেরও কটাক্ষ করেন তিনি ৷ চিরাগ বলেন, "একাধিক রাজ্যে স্পিকার, ডেপুটি স্পিকারের পদ আপনাদের কাছেই রয়েছে ৷" তিনি এও জানান, যে বিরোধীরা একটি আঙুল ট্রেজারি বেঞ্চের তুললে, তারাও বিরোধীদের দিকে আঙুল তুলতে পারে ৷
'বিল আলোচনা করে পাশ করা হোক', তৃণমূল কংগ্রেসের পক্ষে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "বিরোধী দলনেতা না থাকলে হাউজ ঠিকমতো কাজ করে না ৷ এখন তা আছে ৷ ট্রেজারি বেঞ্চ যেন বিরোধীদের অবহেলা না করে ৷ 18 তম লোকসভায় ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঠিকমতো কাজ হয়, আপনি সেদিকে নজর রাখবেন বলে আশা করি ৷"
'আলোচনা করে বিল পাশ করা হোক', অধ্যক্ষ ওম বিড়লার কাছে আর্জি সুদীপের
'সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতা বজায় রেখে লোকসভা কাজ হবে', আশা করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়
অধ্যক্ষকে অভিনন্দন জানালেন এসপি সাংসদ অখিলেশ যাদব
- 'কোনও জনপ্রতিনিধির স্বরকে রুদ্ধ করা হবে না', আশা করেন এসপি সাংসদ অখিলেশ যাদব ৷
শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধি
- কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন ৷
ওম বিড়লাকে অভিবাদন মোদির
"আপনার মুখের স্মিত হাসিতে লোকসভা কক্ষে শান্তি বজায় থাকবে ৷" ওম বিড়লাকে অভিবাদন বার্তায় বললেন নরেন্দ্র মোদি ৷
স্পিকার পদে নির্বাচিত ওম বিড়লা
ওম বিড়লাকে স্পিকার হিসেবে ঘোষণা করলেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ৷ আসন গ্রহণ করলেন তিনি ৷
সাংসদ হিসেবে শপথ নিলেন দেব
সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন তৃণমূলের দীপক অধিকারী ৷ ঘাটাল হিসেবে তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি ৷
বিড়লার সমর্থনে প্রস্তাব মোদির
তৃতীয়দিন অধিবেশনের শুরুতে স্পিকার পদে ওম বিড়লার সমর্থনে প্রস্তাব আনলেন নরেন্দ্র মোদি ৷
সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচনের পক্ষে সওয়াল রিজিজুর
সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচনের পক্ষে সওয়াল করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তিনি বলেন, "আমাদের এখনও সময় রয়েছে, আমরা কংগ্রেসকে ফের অনুরোধ জানাব ৷ কিন্তু শেযমেশ ভোটাভুটি হলেও তৈরি আমরা ৷"
একসঙ্গে সংসদে প্রবেশ চিরাগ-কঙ্গনার
স্পিকার নির্বাচন শুরু হওয়ার আগে খোশমেজাজে বিজেপি'র নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াত এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান ৷ একসঙ্গে সংসদে প্রবেশ করলেন দু'জনে ৷
'প্যালেস্তাইন' স্লোগানে অনড় ওয়েইসি
মঙ্গলবার শপথ গ্রহণের শেষে 'জয় প্যালেস্তাইন' স্লোগান দিয়ে বিতর্কে জড়ান অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি ৷ যদিও বুধবার তাঁর স্লোগানের সমর্থনে তিনি বলেন, "বিজেপি যা খুশি বলতে পারে ৷ কিন্তু সংবিধান সম্পর্কে আমিও একটু-আধটু জানি ৷ এইসব ফাঁকা আওয়াজে কোনও কাজ হবে না ৷"
পুজো-অর্চনা সারলেন ওম বিড়লা
স্পিকার পদে পুনর্নির্বাচন সময়ের অপেক্ষা ৷ সংসদ ভবনে রওনা হওয়ার আগে বাড়িতেই পুজো-অর্চনা সারলেন ওম বিড়লা ৷
প্রস্তাব আনবেন মোদি
তৃতীয়দিন অধিবেশনের শুরুতে বাকি সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ এরপর স্পিকার পদে ওম বিড়লার নাম প্রস্তাব করবেন নরেন্দ্র মোদি ৷ তাতে সমর্থন জানাবেন রাজনাথ সিং ৷ এরপর একে একে স্পিকার পদে বিড়লার নাম প্রস্তাব করবেন রাজীব রঞ্জন সিং, জিতনরাম মাঝি, অমিত শাহ, চিরাগ পাসোয়ান ও অন্যান্যরা ৷