সাহারানপুর(উত্তরপ্রদেশ), 1 ফেব্রুয়ারি: নয় বছর আগে বিবাদের জেরে উত্তরপ্রদেশে দুই ভাইকে গুলি করে হত্যা করা হয় । এই মামলায় একই পরিবারের 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে ৷ এই ঘটনায় 12 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল । বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক ললিত নারায়ণ ঝা 10 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন । দোষীরা সকলে একই পরিবারের সদস্য এবং তারা সকলেই ভাই । দোষীদের জরিমানাও করেছে আদালত । দোষী সাব্যস্ত প্রত্যেককে দু'লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত ।
সহকারী সরকারি আইনজীবী সোনবীর সিং বলেছেন, "ঘটনাটি ঘটেছে দেওবন্দের থেটকি গ্রামে । এখানে বসবাসরত দুই ভাই সানোয়ার (35) ও আলমগীর (40) গুলিবিদ্ধ হয়েছিলেন। পৈতৃক বাড়ি নিয়ে বিরোধের জেরে 2014 সালের 28 নভেম্বর এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্য মোকাররম আলি এই ঘটনায় মোট 12 জনের বিরুদ্ধে মামলা করেন । এই মামলায় এক অভিযুক্ত নাবালক ছিল ৷ আর একজন অভিযুক্তের মৃত্যু হয়। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।"
এতদিন আদালতে মামলার শুনানি চলছিল । ঘটনার প্রায় ন'বছর পর বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চেম্বার নং-1 ললিত নারায়ণ ঝা ঘটনার সঙ্গে জড়িত 10 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন । সকলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে । ঘটনার সময় নাবালক থাকায় এক অভিযুক্তকে স্বস্তি দিয়েছে আদালত । অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে নিহতের পরিবার ।
আরও পড়ুন: