চণ্ডীগড়, 12 মার্চ: প্রয়াত জনপ্রিয় পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মা চরণ কৌর অন্তঃসত্ত্বা ৷ এমন খবরে সরগরম ছিল সংবাদ দুনিয়া ৷ তবে সেই খবর জল্পনা বলে ওড়ালেন মৃত শুভদীপ সিং সিধু তথা সিধুর বাবা বালকৌর সিং ৷ সকলের কাছে তিনি আবদেন করেছেন তাঁদের পরিবার নিয়ে ওঠা কোনও রকম গুজবে যেন কেউ কান না দেন ৷
আচমকাই সিধুর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন তাঁর বাবা-মা। বাবা-মায়ের কাছে সন্তানের মৃত্য়ুর চেয়ে খারাপ কিছু আর কী হতে পারে ৷ তারপরেই শোনা যায়, পুত্র শোকের মধ্যে পরিবারের আসছে খুশির বাতাস ৷ দ্বিতীয়বার মা হতে চলেছেন বিতর্কিত-নিহত গায়ক সিধুর মা ৷ জানা গিয়েছিল, আইভিএফ পদ্ধতিতে বালকৌর-চরণের জীবনে আসছে দ্বিতীয় সন্তান ৷ চলতি মার্চেই নাকি সেই সন্তান দেখবে পৃথিবীর আলো ৷ তবে এই খবর জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন সিং-পরিবার ৷ এখনও তাঁরা অফিসিয়ালি এখনও এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তিও প্রকাশ করেননি ৷
সূত্রের খবর, বিগত কয়েক মাস ধরে নিহত গায়কের মা চরণ কৌরকে বাড়ির বাইরে দেখা যায়নি ৷ শুধু তাই নয়, মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন চরণ কৌর ৷ নিহত শিল্পীর বাবা বালকৌর সিং সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমরা সকলের কাছে কৃতজ্ঞ আপনারা পাশে থেকেছেন ৷ আমাদের নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন ৷ তবে আমরা অনুরোধ করব, দয়া করে কোনও গুজবে কান দেবেন না ৷ যাই খবর হোক না কেন, আমাদের পরিবারের তরফে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হবে ৷" অন্যদিকে, ইতিমধ্যেই খবর ছড়িয়েছে যে নিহত শিল্পীর মায়ের যমজ সন্তান হয়েছে এবং তাঁদের বিশেষ যত্নের জন্য হাসপাতালে রাখা হয়েছে ৷ মা চরণের বয়স 58 বছর ও বাবা বালকৌর সিংয়ের বয়স 60 বছর ৷
উল্লেখ্য, 2022 সালের 29 মে পঞ্জাবের মানসা জেলায় নৃশংস ভাবে হত্য়া করা হয় গায়ক সিধুকে। জানা গিয়েছিল, তাঁর উপর প্রায় 30 রাউন্ড গুলি চালানো হয়েছিল। মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছিল আভ্যন্তরীন শত্রুতা ৷ সিধুর মৃত্যুকাণ্ডে উঠে আসে কানাডার গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোইয়ের নামও। অবশেষে পয়লা জুন তিহার জেলে বন্দি থাকা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই স্বীকার করেছিলেন যে তাঁর দলের লোকেরাই খুন করেছে সিধুকে। প্রকাশ্য দিবালোকেই খুন করা হয়েছিল সিধুকে।
আরও পড়ুন
1. স্কুলের ক্লাসরুম দখল করে বেডরুম বানিয়েছেন প্রধান শিক্ষিকা, তাজ্জব জেলাশাসক
2. অস্ট্রেলিয়ায় ডাস্টবিনে উদ্ধার ভারতীয় মহিলার দেহ, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
3. দিল্লিতে 40 ফুট গভীর বোরওয়েলের মধ্যে পড়ল শিশু, চলছে উদ্ধারকাজ