ETV Bharat / bharat

হাজারেরও বেশি গোলাপ-জলে শ্রীকৃষ্ণের অভিষেক, জন্মাষ্টমীতে সেজে উঠেছে মথুরা - Krishna Janmashtami 2024 - KRISHNA JANMASHTAMI 2024

Janmashtami Festival 2024 Celebration at Mathura: শ্রীকৃষ্ণের জন্মদিনে হাজার হাজার ফুল দিয়ে সেজে উঠেছে মথুরা ৷ রাত 12টা থেকে মন্দিরে শুরু হয় পুজো ৷ তারপর দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ মঙ্গলবার ভোরের আলো ফুটতেই ফের শুরু হয়েছে পুজো ৷

Janmashtami celebration at Mathura
জন্মাষ্টমীতে সেজে উঠেছে মথুরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 1:03 PM IST

মথুরা, 27 অগস্ট: নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির ৷ মন্দিরের বাইরে উপচে পড়ছে ভিড় ৷ শ্রীকৃষ্ণকে দর্শনের অপেক্ষার সময় যেন আর কাটছে না ৷ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার রাত থেকে এমন চিত্রই ধরা পড়ল মথুরার মন্দিরে ৷

ভক্তদের ভিড় উপচে পড়েছে মথুরায় (ইটিভি ভারত)

সোমবার রাত থেকেই একের পর এক আচার-অনুষ্ঠান শুরু হয়েছে মথুরার মন্দিরে ৷ তবে হাজার হাজার ভক্তরা শুভ মুহূর্তের প্রহর গুনছিলেন ৷ রাত গড়াতে ক্রমেই বেড়েছে ভক্তদের উচ্ছ্বাস ৷ রাত 12টা বাজতেই বাঁধন ছাড়া সেই উচ্ছ্বাস নজরে পড়ে সকলের ৷ এক কথায় রীতিমতো সাজ সাজ রব মথুরায় ৷

সোমবার রাত 12টায় শুরু হয় শ্রী গণেশ নবগ্রহ পুজো ৷ এরপর মন্দিরের গর্ভগৃহ থেকে আনা হয় শ্রীকৃষ্ণের মূর্তি ৷ এরপর রূপোর পদ্মের উপর শ্রীকৃষ্ণকে বসিয়ে 5 কুইন্টাল পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় তাঁর ৷ 1হাজার 8টি গোলাপ ফুল নিবেদন করা হয় তাঁর পায়ে ৷ রাত 12টা 10 মিনিটে শুরু হয় মহাআরতি ৷ 1000 কেজি গোলাপ ফুল এবং 10 লিটার গোলাপের জল ছেটানো হয় শ্রীকৃষ্ণের বিগ্রহে ৷

সোমবার এই শৃঙ্গার আরতির পর বন্ধ করে দেওয়া মন্দিরের দরজা ৷ মঙ্গলবার ভোর 5টায় মঙ্গল আরতির জন্য ফের খোলা হয় সেই দরজা ৷ কাঁসর-ঘণ্টা বাজিয়ে ফের শুরু হয় মহা জন্মাষ্টমীর পুজো ৷ জমকালো সাজে সাজানো হয়েছে জন্মভূমি কারাগার ৷ এদিন কৃষ্ণের পুজো করতে মন্দিরে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ভক্তদের জন্যও করা হয়েছে বিশেষ ব্যবস্থা ৷ এক কথায় শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মেতে উঠেছে মথুরাবাসী ৷

মথুরা, 27 অগস্ট: নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির ৷ মন্দিরের বাইরে উপচে পড়ছে ভিড় ৷ শ্রীকৃষ্ণকে দর্শনের অপেক্ষার সময় যেন আর কাটছে না ৷ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার রাত থেকে এমন চিত্রই ধরা পড়ল মথুরার মন্দিরে ৷

ভক্তদের ভিড় উপচে পড়েছে মথুরায় (ইটিভি ভারত)

সোমবার রাত থেকেই একের পর এক আচার-অনুষ্ঠান শুরু হয়েছে মথুরার মন্দিরে ৷ তবে হাজার হাজার ভক্তরা শুভ মুহূর্তের প্রহর গুনছিলেন ৷ রাত গড়াতে ক্রমেই বেড়েছে ভক্তদের উচ্ছ্বাস ৷ রাত 12টা বাজতেই বাঁধন ছাড়া সেই উচ্ছ্বাস নজরে পড়ে সকলের ৷ এক কথায় রীতিমতো সাজ সাজ রব মথুরায় ৷

সোমবার রাত 12টায় শুরু হয় শ্রী গণেশ নবগ্রহ পুজো ৷ এরপর মন্দিরের গর্ভগৃহ থেকে আনা হয় শ্রীকৃষ্ণের মূর্তি ৷ এরপর রূপোর পদ্মের উপর শ্রীকৃষ্ণকে বসিয়ে 5 কুইন্টাল পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় তাঁর ৷ 1হাজার 8টি গোলাপ ফুল নিবেদন করা হয় তাঁর পায়ে ৷ রাত 12টা 10 মিনিটে শুরু হয় মহাআরতি ৷ 1000 কেজি গোলাপ ফুল এবং 10 লিটার গোলাপের জল ছেটানো হয় শ্রীকৃষ্ণের বিগ্রহে ৷

সোমবার এই শৃঙ্গার আরতির পর বন্ধ করে দেওয়া মন্দিরের দরজা ৷ মঙ্গলবার ভোর 5টায় মঙ্গল আরতির জন্য ফের খোলা হয় সেই দরজা ৷ কাঁসর-ঘণ্টা বাজিয়ে ফের শুরু হয় মহা জন্মাষ্টমীর পুজো ৷ জমকালো সাজে সাজানো হয়েছে জন্মভূমি কারাগার ৷ এদিন কৃষ্ণের পুজো করতে মন্দিরে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ভক্তদের জন্যও করা হয়েছে বিশেষ ব্যবস্থা ৷ এক কথায় শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মেতে উঠেছে মথুরাবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.