বিজনৌর, 25 অগস্ট: ফের ট্রেন দুর্ঘটনা ৷ এবার মাঝপথেই খুলে গেল কিষাণ এক্সপ্রেসের কাপলিং ৷ ফলে ইঞ্জিন-সহ প্রায় 4 কিলোমিটার এগিয়ে গেল 13টি কামরা, পড়ে রইল 8টি কামরা ৷ রবিবার ভোর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চাকরমল গ্রামের কাছে । ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
কী হয়েছে ?
রবিবার ভোর 4টে নাগাদ বিজনৌরের সেওহারা রেলওয়ে স্টেশন দিয়ে যাচ্ছিল কিষাণ এক্সপ্রেস (13308) ৷ চাকরমল গ্রামের কাছে কাপলিং ভেঙে যায় ৷ যাত্রাপথের মাঝেই কাপলিং খুলে যাওয়ায় পঞ্জাবের ফিরোজপুর থেকে ধানবাদগামী কিষাণ এক্সপ্রেস দু’ভাগে 'ভাগ' হয়ে যায় ৷ S3 এবং S4 বগির মাঝে কাপলিং ভেঙে যায় । 13টি কামরা-সমেত ইঞ্জিনটি প্রায় 4 কিলোমিটার এগিয়ে যায়, 8টি কামরা রয়ে যায় মাঝপথে । যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় । পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া কয়েকশো চাকরিপ্রার্থীও ট্রেনে ছিলেন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে রেলের টিম । 4টি বাসে করে প্রার্থীদের বেরেলিতে পাঠানো হয় ৷
ট্রেনের গার্ড রেলওয়ের টিমকে এই তথ্য দেয় ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় মোরাদাবাদ রেলওয়ে বিভাগের দল ৷ ধামপুরের এসপি ইস্ট ধরম সিং মার্চাল সিওহারা রেলওয়ে স্টেশন পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন ৷ পরীক্ষার্থীদের 4টি বাসে করে বেরেলিতে পাঠানো হয় । এক ঘণ্টা পর কাপলিংটি লাগানো হয় ৷
তার খানিকক্ষণ পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয় ৷ ঘটনার জেরে খানিক ব্যহত হয় ওই রুটের পরিসেবা । হাবিবওয়ালায় জননায়ক এক্সপ্রেস এবং ধামপুরে পঞ্জাব মেল ট্রেন প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে ছিল । এসপি ইস্ট ধরম সিং মার্চাল জানিয়েছেন, ঘটনার সময় ট্রেনের বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ৷ পরীক্ষার্থীরা পরীক্ষাস্থলে সঠিক সময়ে পৌঁছতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় পড়েছিলেন ৷ যদিও তাঁদের সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ব্য়বস্থা করা হয়েছে ৷