ETV Bharat / bharat

গ্রামে 13 ফুটের কিং কোবরা ! পাকড়াও করতে গলদঘর্ম বন দফতর - King Kobra Rescue - KING KOBRA RESCUE

King Kobra seen in Dehradun: দিনকয়েক আগে পুলিশ পোস্টে ঢুকে গিয়েছিল ৷ এবার গ্রামে ঢুকে পড়ল প্রায় 13 ফুটের কিং কোবরা ৷ শেষ পর্যন্ত সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছে বন দফতর ৷

King Kobra
গ্রামে 13 ফুটের কিং কোবরা ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 8:45 PM IST

Updated : Aug 24, 2024, 9:22 PM IST

বিকাশনগর (দেরাদুন), 24 অগস্ট: গ্রামে ঢুকে পড়ল প্রায় 13 ফুটের কিং কোবরা ৷ বিশালাকায় সাপ দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে ৷ কালসি বন বিভাগের অন্তর্গত টিমলি রেঞ্জের মটক মাজরি গ্রামে ঢুকে পড়ে কিং কোবরাটি । শেষ পর্যন্ত বন দফতরের সর্প বিশেষজ্ঞরা সাপটিকে পাকড়াও করে ৷

বিশালাকায় সাপ দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে (ইটিভি ভারত)

কী হয়েছে ?

ঘটনাটি ঘটেছে বিকাশনগরের মটক মাজরি গ্রামে ৷ সাপটিকে দেখার পর আতঙ্ক শুরু হয় গ্রামবাসীদের মধ্যে । গ্রামবাসীরা বন বিভাগকে খবর দেয় । খবর পেয়ে বন দফতরের দল ঘটনাস্থলে পৌঁছে কিং কোবরাটিকে উদ্ধার করে ।

কিং কোবরাকে ভয় পায় বন দফতরও! : কিং কোবরার কাছে যেতে ভয় পায় বন দফতরের দলও । এদিন স্নেক ক্যাচার আদিল মির্জা ও বন বিভাগের দল ঘণ্টার পর ঘণ্টা উদ্ধারে ব্যস্ত থাকলেও বারবার পালাতে থাকে সাপটি । অবশেষে কয়েকঘণ্টা পরিশ্রমের পর সেটিকে উদ্ধার করে বন দফতরের দল ।

নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে: সাপটি উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীরা । টিমলি রেঞ্জের রেঞ্জ অফিসার মুকেশ কুমার জানান, বনের আশেপাশে এরকম কিং কোবরাদের দেখা মেলে । বৃষ্টির জেরে গ্রামের দিকে চলে এসেছিল কিং কোবরাটি । 12.5 ফুটের সাপটিকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ৷

সাবদারখাল পুলিশ পোস্টেও দেখা গিয়েছিল সাপটিকে: এর আগে সাপটিকে পাউরি গাড়ওয়ালের সাবদারখাল পুলিশ পোস্টে দেখা গিয়েছিল ৷ যার কারণে পুলিশ পোস্টে আতঙ্কের সৃষ্টি হয়েছিল ৷ সে সময় বহু চেষ্টার পর কিং কোবরাটিকে উদ্ধার করে নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়।

বিকাশনগর (দেরাদুন), 24 অগস্ট: গ্রামে ঢুকে পড়ল প্রায় 13 ফুটের কিং কোবরা ৷ বিশালাকায় সাপ দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে ৷ কালসি বন বিভাগের অন্তর্গত টিমলি রেঞ্জের মটক মাজরি গ্রামে ঢুকে পড়ে কিং কোবরাটি । শেষ পর্যন্ত বন দফতরের সর্প বিশেষজ্ঞরা সাপটিকে পাকড়াও করে ৷

বিশালাকায় সাপ দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে (ইটিভি ভারত)

কী হয়েছে ?

ঘটনাটি ঘটেছে বিকাশনগরের মটক মাজরি গ্রামে ৷ সাপটিকে দেখার পর আতঙ্ক শুরু হয় গ্রামবাসীদের মধ্যে । গ্রামবাসীরা বন বিভাগকে খবর দেয় । খবর পেয়ে বন দফতরের দল ঘটনাস্থলে পৌঁছে কিং কোবরাটিকে উদ্ধার করে ।

কিং কোবরাকে ভয় পায় বন দফতরও! : কিং কোবরার কাছে যেতে ভয় পায় বন দফতরের দলও । এদিন স্নেক ক্যাচার আদিল মির্জা ও বন বিভাগের দল ঘণ্টার পর ঘণ্টা উদ্ধারে ব্যস্ত থাকলেও বারবার পালাতে থাকে সাপটি । অবশেষে কয়েকঘণ্টা পরিশ্রমের পর সেটিকে উদ্ধার করে বন দফতরের দল ।

নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে: সাপটি উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীরা । টিমলি রেঞ্জের রেঞ্জ অফিসার মুকেশ কুমার জানান, বনের আশেপাশে এরকম কিং কোবরাদের দেখা মেলে । বৃষ্টির জেরে গ্রামের দিকে চলে এসেছিল কিং কোবরাটি । 12.5 ফুটের সাপটিকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ৷

সাবদারখাল পুলিশ পোস্টেও দেখা গিয়েছিল সাপটিকে: এর আগে সাপটিকে পাউরি গাড়ওয়ালের সাবদারখাল পুলিশ পোস্টে দেখা গিয়েছিল ৷ যার কারণে পুলিশ পোস্টে আতঙ্কের সৃষ্টি হয়েছিল ৷ সে সময় বহু চেষ্টার পর কিং কোবরাটিকে উদ্ধার করে নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়।

Last Updated : Aug 24, 2024, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.