নয়াদিল্লি, 16 মার্চ: বেআইনিভাবে আমায় গ্রেফতার করা হয়েছে ৷ আদালতে পেশের আগে শনিবার এমনটাই বললেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা বিআরএস নেত্রী কবিতা রাও ৷ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে শুক্রবার ইডির হাতে গ্রেফতার হন তিনি ৷ এরপর এ দিন তাঁকে স্পেশাল পিএমএলএ কোর্টে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
শুক্রবার সকাল থেকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) প্রধান এবং প্রাক্তন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতার হায়দরাবাদের বানজারা হিলসের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ এরপর বিকেলে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ গভীর রাতে হায়দরাবাদ থেকে দিল্লিতে আনা হয় বিআরএস নেত্রীকে । চিকিৎসকদের একটি দলকে শনিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির অফিসে প্রবেশ করতে দেখা গিয়েছিল ৷ সেখানেই কবিতাকে গ্রেফতার পর রাখা হয় । পরে রাউজ অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক এম কে নাগপালের এজলাসে হাজির করা হয় তাঁকে ।
কবিতাকে আদালতে পেশকে ঘিরে এপিজে আব্দুল কালাম রোডে ইডি অফিসের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে দিল্লি পুলিশের কর্মীরা ৷ অতিরিক্ত ব্যারিকেডেও দেখা গিয়েছে ৷
ইডি আর্থিক তছরুপের মামলায় গত বছর কবিতাকে তিনবার জিজ্ঞাসাবাদ করেছিল এবং এই বছর তাঁকে ফের তলব করা হয়েছিল ৷ তবে চলতি বছরের 28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট 13 মার্চ পর্যন্ত কেসিআর কন্যাকে রক্ষাকবচ দিয়েছিল ৷ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির বিষয়ে ইডি আর্থিক তছরুপ মামলায় কবিতার বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ সেই সুরক্ষার দিন পেরোয় বুধবার ৷ এরপরেই শুক্রবার কবিতার বাড়িতে হানা দেয় ইডি এবং তল্লাশি শেষে তাঁকে গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন: