ETV Bharat / bharat

বিমার টাকা হাতাতে 'হামসকল'কে ঠান্ডা মাথায় খুন! - Karnataka Lookalike Murder Case - KARNATAKA LOOKALIKE MURDER CASE

Karnataka Man Gets Lookalike Killed: ব্যবসা চালাতে গিয়ে বিপুল টাকা দেনা করেছিল এক ব্যক্তি ৷ তা থেকে রেহাই পেতে বিমার টাকা পাওয়ার কথা মাথায় আসে তার ৷ কিন্তু বেঁচে থাকতে তো সেই টাকা পাওয়া যাবে না ৷ তাহলে ? সে খুঁজে পেল তার মতো দেখতে আরেকজনকে ৷ রইল সেই রোমহর্ষক কাহিনি ৷

Karnataka Murder Case
কর্ণাটকে রোমহর্ষক হত্যা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 2:13 PM IST

Updated : Aug 25, 2024, 4:41 PM IST

হাসান (কর্ণাটক), 25 অগস্ট: টাকার জন্য় মানুষ কী না করতে পারে! এই প্রচলিত কথাটি সত্যি করে দেখালেন কর্ণাটকের মুনিস্বামী ৷ সিনেমাও হার মানবে এমন পরিকল্পনার কাছে ৷ দেনার দায়ে পা থেকে মাথা পর্যন্ত ডুবে গিয়েছিল তাঁর ৷ শেষে জীবন বিমার টাকা পেতে তাঁরই মতো এক ব্যক্তিকে খুন করে বসলেন মুনিস্বামী ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুন করতে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন ৷ এছাড়া এক ট্রাক ড্রাইভারের সঙ্গেও ছক কষেন, কখন কীভাবে ওই একই রকম দেখতে আরেক মুনিস্বামীকে চাপা দিয়ে হত্যা করতে হবে ৷ সেই নকল মুনিস্বামীকে মৃত দর্শিয়ে অভিযুক্তের স্ত্রী জীবনবিমার টাকা দাবি করতে পারবে ৷ তাতে ঋণের বোঝা ঘাড় থেকে নামবে ৷ জীবনে স্বস্তি ফিরবে ৷ কিন্তু বাস্তবে অন্য কিছুই অপেক্ষা করছিল ৷ ধরা পড়লেন মুনিস্বামী ও ট্রাক ড্রাইভার ৷ স্ত্রী পলাতক ৷

কীভাবে হত্যার ছক

ঘটনার সূত্রপাত একটি দুর্ঘটনা থেকে ৷ 13 অগস্ট রাত আনুমানিক 3.15 ৷ কর্ণাটকের হাসানের গোল্লারাহোসাল্লি গেটের কাছে এক মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ ৷ একটি ট্রাক একটি গাড়িকে ধাক্কা দিলে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানায় পুলিশ ৷ প্রায়শ যেমন পথ দুর্ঘটনা হয়, এটাও তেমন বলেই ধরেছিল পুলিশ ৷ লরি, গাড়ি- দু'টিই বাজেয়াপ্ত করে পুলিশ ৷ ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

শিল্পা রানি নামের এক মহিলা থানায় এসে ওই ব্যক্তির দেহ শনাক্ত করেন ৷ তিনি নিজেকে তাঁর স্ত্রী বলে দাবি করেন ৷ মৃত ব্যক্তি মুনিস্বামী গৌড়া বলে পুলিশকে জানান শিল্পা ৷ পুলিশ তাঁদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখেন এবং মৃতের শেষকৃত্য সম্পন্নের অনুমতি দেয় ৷ পুলিশের এসপি মহম্মদ সুজিতা বলেন, "শিল্পা রানি তাঁর মৃত স্বামীর দেহ শনাক্ত করেছেন ৷ এরপর আমরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দিয়েছি ৷"

প্রথম দিকে পুলিশের কোনও সন্দেহ হয়নি ৷ কিন্তু কাল হল মৃত মুনিস্বামীর ঘাড়ের কালশিটে দাগ ৷ ওই দাগে সন্দেহ জাগে পুলিশের ৷ ফের তদন্ত শুরু হয় ৷ তাতেই ধরা পড়ে আসল মুনিস্বামীর চক্রান্ত ৷ জানা যায়, সে ব্যবসার জন্য বিপুল টাকা দেনা করেছিলেন ৷ সেই ঋণ থেকে মুক্তি পেতে বিমার টাকা পাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই কারণে এই ছক ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুনিস্বামী ও তাঁর স্ত্রী তাঁরই মতো দেখতে এক ব্যক্তিকে খুঁজে বের করেন ৷ নকল মুনিস্বামীকে কীভাবে হত্যা করা যায়, তার চক্রান্তও করেন ৷ 12 তারিখ রাতে প্রায় একরকম দেখতে নকল মুনিস্বামী কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার সিদলাঘাট্টা এলাকায় আসছিলেন ৷ তাঁর সঙ্গে গাড়িতেই ছিলেন আসল মুনিস্বামী ও তাঁর স্ত্রী ৷ তখন পরিকল্পনামাফিক এক ট্রাক ড্রাইভার তাঁর পিছনে পিছনে আসছিল ৷ হঠাৎ গাড়ি থামিয়ে নেমে আসে আসল মুনিস্বামী ৷ গাড়ির চাকায় কিছু গোলমাল হয়েছে, চাকা পালটাতে হবে ৷ এই কথা বলে সে নকল মুনিস্বামীকে গাড়ি থেকে নেমে চাকাটা পালটানোয় সাহায্য় করতে বলেন ৷

এসপি মহম্মদ সুজিতা জানান, ট্রাকটা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মুনিস্বামী তাঁরই মতো দেখতে নিরপরাধ ব্যক্তিটিকে শ্বাসরোধ করে খুন করে ৷ তারপর ট্রাকের চাকার তলায় ঠেলে দেয় ৷ যাতে মনে হয় যে, ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এরপর মুনিস্বামী পালিয়ে যায় ৷ পুলিশ আধিকারিক বলেন, "আমরা অনেক গভীরে গিয়ে তদন্ত করেছি ৷ জানতে পেরেছি, এটা একটা ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, নিছক দুর্ঘটনা নয় ৷ মুনিস্বামী ও ট্রাক ড্রাইভার দেবেন্দ্র নায়েক ধরা পড়েছে ৷ শিল্পা রানির সন্ধান চলছে ৷ তাকেও খুব শীঘ্রই ধরে ফেলব ৷"

হাসান (কর্ণাটক), 25 অগস্ট: টাকার জন্য় মানুষ কী না করতে পারে! এই প্রচলিত কথাটি সত্যি করে দেখালেন কর্ণাটকের মুনিস্বামী ৷ সিনেমাও হার মানবে এমন পরিকল্পনার কাছে ৷ দেনার দায়ে পা থেকে মাথা পর্যন্ত ডুবে গিয়েছিল তাঁর ৷ শেষে জীবন বিমার টাকা পেতে তাঁরই মতো এক ব্যক্তিকে খুন করে বসলেন মুনিস্বামী ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুন করতে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন ৷ এছাড়া এক ট্রাক ড্রাইভারের সঙ্গেও ছক কষেন, কখন কীভাবে ওই একই রকম দেখতে আরেক মুনিস্বামীকে চাপা দিয়ে হত্যা করতে হবে ৷ সেই নকল মুনিস্বামীকে মৃত দর্শিয়ে অভিযুক্তের স্ত্রী জীবনবিমার টাকা দাবি করতে পারবে ৷ তাতে ঋণের বোঝা ঘাড় থেকে নামবে ৷ জীবনে স্বস্তি ফিরবে ৷ কিন্তু বাস্তবে অন্য কিছুই অপেক্ষা করছিল ৷ ধরা পড়লেন মুনিস্বামী ও ট্রাক ড্রাইভার ৷ স্ত্রী পলাতক ৷

কীভাবে হত্যার ছক

ঘটনার সূত্রপাত একটি দুর্ঘটনা থেকে ৷ 13 অগস্ট রাত আনুমানিক 3.15 ৷ কর্ণাটকের হাসানের গোল্লারাহোসাল্লি গেটের কাছে এক মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ ৷ একটি ট্রাক একটি গাড়িকে ধাক্কা দিলে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানায় পুলিশ ৷ প্রায়শ যেমন পথ দুর্ঘটনা হয়, এটাও তেমন বলেই ধরেছিল পুলিশ ৷ লরি, গাড়ি- দু'টিই বাজেয়াপ্ত করে পুলিশ ৷ ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

শিল্পা রানি নামের এক মহিলা থানায় এসে ওই ব্যক্তির দেহ শনাক্ত করেন ৷ তিনি নিজেকে তাঁর স্ত্রী বলে দাবি করেন ৷ মৃত ব্যক্তি মুনিস্বামী গৌড়া বলে পুলিশকে জানান শিল্পা ৷ পুলিশ তাঁদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখেন এবং মৃতের শেষকৃত্য সম্পন্নের অনুমতি দেয় ৷ পুলিশের এসপি মহম্মদ সুজিতা বলেন, "শিল্পা রানি তাঁর মৃত স্বামীর দেহ শনাক্ত করেছেন ৷ এরপর আমরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দিয়েছি ৷"

প্রথম দিকে পুলিশের কোনও সন্দেহ হয়নি ৷ কিন্তু কাল হল মৃত মুনিস্বামীর ঘাড়ের কালশিটে দাগ ৷ ওই দাগে সন্দেহ জাগে পুলিশের ৷ ফের তদন্ত শুরু হয় ৷ তাতেই ধরা পড়ে আসল মুনিস্বামীর চক্রান্ত ৷ জানা যায়, সে ব্যবসার জন্য বিপুল টাকা দেনা করেছিলেন ৷ সেই ঋণ থেকে মুক্তি পেতে বিমার টাকা পাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই কারণে এই ছক ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুনিস্বামী ও তাঁর স্ত্রী তাঁরই মতো দেখতে এক ব্যক্তিকে খুঁজে বের করেন ৷ নকল মুনিস্বামীকে কীভাবে হত্যা করা যায়, তার চক্রান্তও করেন ৷ 12 তারিখ রাতে প্রায় একরকম দেখতে নকল মুনিস্বামী কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার সিদলাঘাট্টা এলাকায় আসছিলেন ৷ তাঁর সঙ্গে গাড়িতেই ছিলেন আসল মুনিস্বামী ও তাঁর স্ত্রী ৷ তখন পরিকল্পনামাফিক এক ট্রাক ড্রাইভার তাঁর পিছনে পিছনে আসছিল ৷ হঠাৎ গাড়ি থামিয়ে নেমে আসে আসল মুনিস্বামী ৷ গাড়ির চাকায় কিছু গোলমাল হয়েছে, চাকা পালটাতে হবে ৷ এই কথা বলে সে নকল মুনিস্বামীকে গাড়ি থেকে নেমে চাকাটা পালটানোয় সাহায্য় করতে বলেন ৷

এসপি মহম্মদ সুজিতা জানান, ট্রাকটা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মুনিস্বামী তাঁরই মতো দেখতে নিরপরাধ ব্যক্তিটিকে শ্বাসরোধ করে খুন করে ৷ তারপর ট্রাকের চাকার তলায় ঠেলে দেয় ৷ যাতে মনে হয় যে, ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এরপর মুনিস্বামী পালিয়ে যায় ৷ পুলিশ আধিকারিক বলেন, "আমরা অনেক গভীরে গিয়ে তদন্ত করেছি ৷ জানতে পেরেছি, এটা একটা ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, নিছক দুর্ঘটনা নয় ৷ মুনিস্বামী ও ট্রাক ড্রাইভার দেবেন্দ্র নায়েক ধরা পড়েছে ৷ শিল্পা রানির সন্ধান চলছে ৷ তাকেও খুব শীঘ্রই ধরে ফেলব ৷"

Last Updated : Aug 25, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.