ETV Bharat / bharat

'আমার কথা ফিরিয়ে নিচ্ছি', চাপের মুখে নতি স্বীকার বিজেপি সাংসদ কঙ্গনার - Kangana Ranaut Apologizes

Kangana Ranaut On Farm Laws: কেন্দ্রীয় সরকারের প্রত্যাহার করা কৃষি আইন ফিরিয়ে আনা হোক ৷ অভিনেত্রী সাংসদ কঙ্গনার এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল ৷ এরপর বিজেপিতে দলের অভ্যন্তরে চাপের মুখে পড়েছিলেন তিনি ৷ নিজের অবস্থান থেকে পিছু হঠলেন বিজেপি সাংসদ ৷

BJP MP Kangana Ranaut on Farm Laws
কৃষি আইন নিয়ে মন্তব্যের জেরে বিপাকে কঙ্গনা রানাওয়াত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 2:14 PM IST

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: তিনি এখন অভিনেত্রী নন, বিজেপির একজন কার্যকর্তা ৷ দলের অবস্থান তাঁকে মেনে চলতে হবে ৷ তাই বাধ্য হয়ে চাপের মুখে কৃষি বিল সংক্রান্ত নিজের মন্তব্য ফিরিয়ে নিলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত ৷ বুধবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তিনি কৃষি আইন সম্পর্কিত তাঁর মন্তব্য প্রত্যাহারের কথা জানিয়েছেন ৷

'গ্যাংস্টার'-এর অভিনেত্রী বলেন, "আমাদের কার্যকর্তাদের কর্তব্য যে, আমরা যেন প্রধানমন্ত্রীর শব্দের গরিমা বজায় রাখি ৷ আমায় এটা খেয়াল রাখতে হবে যে, আমি একজন অভিনেত্রী নই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ৷ আমার মতামত আমার নিজস্ব হওয়া উচিত নয় ৷ দলের অবস্থানই আমার অবস্থান হওয়া উচিত ৷" নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে কঙ্গনা বলেন, "আমার শব্দ, মন্তব্যে আমি যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে আমি দুঃখিত ৷ আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি ৷"

এক বছর ধরে চলা কৃষক আন্দোলনের চাপের মুখে নতি স্বীকার করে কৃষি আইন প্রত্যাহার করে নেয় মোদি সরকার ৷ 2021 সালের নভেম্বরে সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয় ৷ তিনটি আইন প্রত্যাহার করে বিজেপি সরকার ৷

এই অবস্থায় দলের সাংসদ কঙ্গনার কৃষি আইন ফিরিয়ে আনা মন্তব্যে অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি সরকার ৷ তাঁর থেকে দূরত্ব বজায় রাখে ৷ এরপর বুধবার সকালে নিজের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় বিজেপি সাংসদ কঙ্গনা বলেন, "সাংবাদিকরা আমায় কৃষি আইন নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ তার উত্তরে আমি বলেছিলাম, কৃষকদের প্রধানমন্ত্রীর কাছে কৃষি আইন ফিরিয়ে আনার জন্য আবেদন করা উচিত ৷ আমার এই কথায় অনেকেই নিরাশ হয়েছেন ৷"

এরপর তিনি কৃষি আইন সমর্থনের প্রসঙ্গ টেনে বলেন, "কৃষি আইন অনেকেই সমর্থন করেছিলেন ৷ কিন্তু সংবেদনশীল ও সহানুভূতির দিক দিয়ে প্রধানমন্ত্রী এই আইন প্রত্যাহার করে নেন ৷" তিনি কৃষকদের বিরোধিতার কথা উল্লেখ করেননি ৷ পঞ্জাব, দিল্লি, হরিয়ানার বিশাল সংখ্যক কৃষক তিনটি কৃষি আইনের বিরোধিতা করেছিলেন ৷ পঞ্জাব ও কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যে মাঝেমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷

হিমাচলে নিজের লোকসভা কেন্দ্র মান্ডিতে কঙ্গনা বলেন, "কৃষকরা ভারতের উন্নয়নের শক্তিশালী স্তম্ভ ৷ কয়েকটা রাজ্যে তাঁরা কৃষি আইনের বিরোধিতা করেছেন ৷ আমি হাত জোড় করে অনুরোধ করছি, কৃষকদের স্বার্থেই কৃষি আইন ফিরিয়ে আনা হোক ৷" 'কুইন' অভিনেত্রীর যুক্তি, তিনটি কৃষক আইন কার্যকর হলে দেশে কৃষকদের আর্থিক উন্নতি হবে ৷ এগিয়ে যাবে কৃষি ক্ষেত্র ৷

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: তিনি এখন অভিনেত্রী নন, বিজেপির একজন কার্যকর্তা ৷ দলের অবস্থান তাঁকে মেনে চলতে হবে ৷ তাই বাধ্য হয়ে চাপের মুখে কৃষি বিল সংক্রান্ত নিজের মন্তব্য ফিরিয়ে নিলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত ৷ বুধবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তিনি কৃষি আইন সম্পর্কিত তাঁর মন্তব্য প্রত্যাহারের কথা জানিয়েছেন ৷

'গ্যাংস্টার'-এর অভিনেত্রী বলেন, "আমাদের কার্যকর্তাদের কর্তব্য যে, আমরা যেন প্রধানমন্ত্রীর শব্দের গরিমা বজায় রাখি ৷ আমায় এটা খেয়াল রাখতে হবে যে, আমি একজন অভিনেত্রী নই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ৷ আমার মতামত আমার নিজস্ব হওয়া উচিত নয় ৷ দলের অবস্থানই আমার অবস্থান হওয়া উচিত ৷" নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে কঙ্গনা বলেন, "আমার শব্দ, মন্তব্যে আমি যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে আমি দুঃখিত ৷ আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি ৷"

এক বছর ধরে চলা কৃষক আন্দোলনের চাপের মুখে নতি স্বীকার করে কৃষি আইন প্রত্যাহার করে নেয় মোদি সরকার ৷ 2021 সালের নভেম্বরে সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয় ৷ তিনটি আইন প্রত্যাহার করে বিজেপি সরকার ৷

এই অবস্থায় দলের সাংসদ কঙ্গনার কৃষি আইন ফিরিয়ে আনা মন্তব্যে অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি সরকার ৷ তাঁর থেকে দূরত্ব বজায় রাখে ৷ এরপর বুধবার সকালে নিজের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় বিজেপি সাংসদ কঙ্গনা বলেন, "সাংবাদিকরা আমায় কৃষি আইন নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ তার উত্তরে আমি বলেছিলাম, কৃষকদের প্রধানমন্ত্রীর কাছে কৃষি আইন ফিরিয়ে আনার জন্য আবেদন করা উচিত ৷ আমার এই কথায় অনেকেই নিরাশ হয়েছেন ৷"

এরপর তিনি কৃষি আইন সমর্থনের প্রসঙ্গ টেনে বলেন, "কৃষি আইন অনেকেই সমর্থন করেছিলেন ৷ কিন্তু সংবেদনশীল ও সহানুভূতির দিক দিয়ে প্রধানমন্ত্রী এই আইন প্রত্যাহার করে নেন ৷" তিনি কৃষকদের বিরোধিতার কথা উল্লেখ করেননি ৷ পঞ্জাব, দিল্লি, হরিয়ানার বিশাল সংখ্যক কৃষক তিনটি কৃষি আইনের বিরোধিতা করেছিলেন ৷ পঞ্জাব ও কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যে মাঝেমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷

হিমাচলে নিজের লোকসভা কেন্দ্র মান্ডিতে কঙ্গনা বলেন, "কৃষকরা ভারতের উন্নয়নের শক্তিশালী স্তম্ভ ৷ কয়েকটা রাজ্যে তাঁরা কৃষি আইনের বিরোধিতা করেছেন ৷ আমি হাত জোড় করে অনুরোধ করছি, কৃষকদের স্বার্থেই কৃষি আইন ফিরিয়ে আনা হোক ৷" 'কুইন' অভিনেত্রীর যুক্তি, তিনটি কৃষক আইন কার্যকর হলে দেশে কৃষকদের আর্থিক উন্নতি হবে ৷ এগিয়ে যাবে কৃষি ক্ষেত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.