ETV Bharat / bharat

কংগ্রেস প্রার্থীকে ব্যাগ গুছিয়ে পালাতে হবে, মান্ডিতে জয় নিশ্চিত হতেই হুঙ্কার 'কুইন' কঙ্গনার - Kangana Ranaut - KANGANA RANAUT

Lok Sabha Election Results 2024: মান্ডিতে জয় নিশ্চিত হতেই বিরোধীদের কটাক্ষের যোগ্য জবাব দিলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ তিনি নন, বরং কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে হেরে ব্যাগ ঘুছিয়ে চলে যেতে হবে ৷ এমনটাই দাবি হিমাচলের ভূমিকন্যার ৷

Kangana Ranaut
মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত (নিজস্ব ছবি)
author img

By ANI

Published : Jun 4, 2024, 4:31 PM IST

মান্ডি (হিমাচল প্রদেশ), 4 জুন: ট্রেন্ড বলছে, হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনই আসতে চলেছে বিজেপির ঝুলিতে ৷ এই আসনগুলির মধ্যে অন্যতম হল মান্ডি ৷ লোকসভা নির্বাচনে মান্ডির দিকে নজর ছিল সকলের ৷ কারণ, এই আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ গণনা অনুযায়ী, প্রতিপক্ষের থেকে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছেন এই তারকা প্রার্থী ৷ জয় একপ্রকার নিশ্চিত হতেই বিরোধী পক্ষকে হুঙ্কার ছাড়তে শুরু করেছেন হিমাচলের ভূমিকন্যা ৷ প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে কটাক্ষ করে তিনি বলেন, "তাঁকে এবার ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে ।"

ভোটের ময়দানে বিরোধী শিবির পক্ষ থেকে বারে বারে দাবি করা হচ্ছিল, কঙ্গনা মান্ডি আসনে হেরে যাবেন এবং তাঁকে ব্যাগ ঘুছিয়ে হিমাচল থেকে মুম্বইয়ে ফিরে আসতে হবে ৷ বিরোধীদের সেই কটাক্ষের এ দিন পালটা দিলেন অভিনেত্রীও ৷ সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় কঙ্গনা বলেন, " আমরা যেভাবে এগিয়ে রয়েছি তাতে এটি আজ স্পষ্ট হয়ে গিয়েছে যে, একজন মহিলাকে নিয়ে এত কটু কথা বলার ফল বিরোধীদের ভোগ করতে হবে । মান্ডির মহিলাদের অপমান করায় এখানকার মানুষ বিষয়টিকে ভালো ভাবে নেয়নি ।"

মান্ডি তুমি কার, রাজা বিক্রমাদিত্য না রানি কঙ্গনার?

তিনি আরও বলেন, "যতদূর আমার মুম্বই ফিরে যাওয়ার কথা, হিমাচল প্রদেশ আমার 'জন্মভূমি' এবং আমি সবসময় বলেছি যে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন সৈনিক হিসাবে কাজ করব ৷ মোদির লক্ষ্য 'সবকা সাথ, সবকা বিকাশ'কে এগিয়ে নিয়ে যাব । তাই আমি কোথাও যাচ্ছি না ৷ অন্য কাউকে তাদের ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে এবং আমি এখানেই থাকব ।" গণনার দিন সকাল সকাল নিজের বাসভবনে পুজো দিয়েছেন কঙ্গনা ৷ তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মায়ের সঙ্গে ছবিও পোস্ট করেছেন তিনি ৷ সঙ্গে লিখেছেন, "মা ঈশ্বরের রূপ ৷ আজ আমার মা আমাকে দই ও চিনি খাইয়ে দিয়েছেন ।"

নির্বাচনের আরও খবর পড়ুন

মান্ডি (হিমাচল প্রদেশ), 4 জুন: ট্রেন্ড বলছে, হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনই আসতে চলেছে বিজেপির ঝুলিতে ৷ এই আসনগুলির মধ্যে অন্যতম হল মান্ডি ৷ লোকসভা নির্বাচনে মান্ডির দিকে নজর ছিল সকলের ৷ কারণ, এই আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ গণনা অনুযায়ী, প্রতিপক্ষের থেকে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছেন এই তারকা প্রার্থী ৷ জয় একপ্রকার নিশ্চিত হতেই বিরোধী পক্ষকে হুঙ্কার ছাড়তে শুরু করেছেন হিমাচলের ভূমিকন্যা ৷ প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে কটাক্ষ করে তিনি বলেন, "তাঁকে এবার ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে ।"

ভোটের ময়দানে বিরোধী শিবির পক্ষ থেকে বারে বারে দাবি করা হচ্ছিল, কঙ্গনা মান্ডি আসনে হেরে যাবেন এবং তাঁকে ব্যাগ ঘুছিয়ে হিমাচল থেকে মুম্বইয়ে ফিরে আসতে হবে ৷ বিরোধীদের সেই কটাক্ষের এ দিন পালটা দিলেন অভিনেত্রীও ৷ সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় কঙ্গনা বলেন, " আমরা যেভাবে এগিয়ে রয়েছি তাতে এটি আজ স্পষ্ট হয়ে গিয়েছে যে, একজন মহিলাকে নিয়ে এত কটু কথা বলার ফল বিরোধীদের ভোগ করতে হবে । মান্ডির মহিলাদের অপমান করায় এখানকার মানুষ বিষয়টিকে ভালো ভাবে নেয়নি ।"

মান্ডি তুমি কার, রাজা বিক্রমাদিত্য না রানি কঙ্গনার?

তিনি আরও বলেন, "যতদূর আমার মুম্বই ফিরে যাওয়ার কথা, হিমাচল প্রদেশ আমার 'জন্মভূমি' এবং আমি সবসময় বলেছি যে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন সৈনিক হিসাবে কাজ করব ৷ মোদির লক্ষ্য 'সবকা সাথ, সবকা বিকাশ'কে এগিয়ে নিয়ে যাব । তাই আমি কোথাও যাচ্ছি না ৷ অন্য কাউকে তাদের ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে এবং আমি এখানেই থাকব ।" গণনার দিন সকাল সকাল নিজের বাসভবনে পুজো দিয়েছেন কঙ্গনা ৷ তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মায়ের সঙ্গে ছবিও পোস্ট করেছেন তিনি ৷ সঙ্গে লিখেছেন, "মা ঈশ্বরের রূপ ৷ আজ আমার মা আমাকে দই ও চিনি খাইয়ে দিয়েছেন ।"

নির্বাচনের আরও খবর পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.