নয়াদিল্লি, 1 জুলাই: চোপড়ায় যুবক ও যুুবতীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল বিজেপি ৷ মুখ খুললেন খোদ সভাপতি জেপি নাড্ডা ৷ এমনকী চোপড়ার ঘটনা নিয়ে এদিন সংসদে সরব হয়েছেন বিজেপির নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াতও ৷ পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি জানিয়েছে বিজেপি ৷
রবিবার চোপড়ায় জনসমক্ষে যুগলকে নির্মমভাবে মারধর করার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ আর সেই ভিডিয়ো সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ আর তার জেরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের তীব্র নিন্দা করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ তিনি এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, "পশ্চিমবঙ্গ থেকে একটি ভয়ঙ্কর ভিডিয়ো সামনে এসেছে ৷ তা মৌলবাদীদের বর্বরতার কথা মনে করিয়ে দিচ্ছে ৷ দুর্ভাগ্য, তৃণমূলের ক্যাডার থেকে শুরু করে বিধায়করা এই বর্বরতাকে মান্যতা দিচ্ছেন।" নাড্ডা এর সঙ্গেই যোগ করেছেন, "সন্দেশখালি, উত্তর দিনাজপুর বা অন্য অনেক জায়গায় এমন ঘটনা ঘটছে ৷ আদতে দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়।"
জেপি নাড্ডার পাশাপাশি চোপড়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও ৷ এদিন লোকসভার বাইরে ইন্ডিয়া জোটকে খোঁচা দিয়ে কঙ্গনা বলেন, "এই ঘটনায় দেশে ক্ষোভ বাড়ছে। একজন মহিলাকে অভিযুক্ত করে শরিয়া আইন প্রয়োগ করা হয়েছে। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের অংশীদারদের কাছে এই ব্যাপারে জানতে চাই ৷ তাঁরা প্রতিদিন সংসদে সংবিধান হাতে নিয়ে প্রতিবাদ করছেন ৷ প্রতিদিন নাটক করছেন ৷ এবার তাঁরাই বলুন, সংবিধানে কী লেখা আছে যে আপনি কোনও রাজ্যে শরিয়া আইন নির্বিচারে প্রয়োগ করতে পারবেন ? এর উত্তর রাহুল গান্ধির দেওয়া উচিত ৷ কারণ তৃণমূলও ইন্ডিয়া জোটের একটি অংশ ৷"
অন্যদিকে, জেপি নাড্ডার পালটা দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ৷ নাড্ডার 'পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়'-এর পালটা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "বাংলা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য৷ হ্যাঁ, কিছু ঘটনা ঘটছে ৷ কিন্তু দল বা সরকার কেউই এগুলিকে সমর্থন করছে না ৷ জেপি নাড্ডাকে বলতে হবে মণিপুর মহিলাদের জন্য নিরাপদ কি নিরাপদ নয়?" অন্যদিকে, বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া চোপড়ায় যুগলকে মারধরের ঘটনাটি তুলে ধরে মুখ্যমন্ত্রীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিন গৌরব ভাটিয়া বলেন, "এটা লজ্জাজনক যে তিনি (মুখ্যমন্ত্রী) এই বিষয়ে একটি শব্দও বলেননি। একজন মহিলা এবং একজন মুখ্যমন্ত্রী হিসাবে, তাঁরই প্রথম মুখ খোলা উচিত ছিল এবং এই ঘটনার নিন্দা করা উচিত ছিল ৷ পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷ তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ ৷"
(তথ্যসূত্র: পিটিআই)