ETV Bharat / bharat

মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মনোনয়ন পত্র জমা দিলেন ৷ আগামী 13 নভেম্বর এবং 20 নভেম্বর দু'দফায় ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন ৷

Jharkhand Assembly Polls 2024
মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (ছবি সৌজন্য়: হেমন্ত সোরেনের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 10:41 PM IST

বারহাইট, 24 অক্টোবর: মনোনয়নপত্র জমা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ বারহাইট বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ৷ বৃহস্পতিবার তিনি কালেক্টর গৌতম কুমার ভগতের কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেন ৷

হেমন্ত জানান, এবার ঝাড়খণ্ডে 'ইন্ডিয়া' ক্ষমতায় আসতে চলেছে ৷ তিনি বলেন, "আমি মানুষের বিশ্বাস অর্জন করেছি ৷ সাহিবগঞ্জ, রাজমহল, বোরিও এবং বারহাইট বিধানসভা কেন্দ্রে আবারও জেএমএম-এর পতাকা উড়বে ৷ অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা এখানে আসছে বিজেপির হয়ে প্রচার করতে ৷ নির্বাচনের পর প্রত্যেকে তাঁদের কাজটাই দেখবে ৷"

এদিন প্রতিকূল আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার দুমকা থেকে রওনা দিতে পারেনি ৷ তাই তাঁকে সড়কপথেই সাহিবগঞ্জে পৌঁছতে হয় ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনটে জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল হেমন্ত সোরেনের ৷ কিন্তু দেরি হয়ে যাওয়ায় সোরেন শুধু বারহাইটের জনসভায় ভাষণ দেন ৷

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) তাদের প্রথম প্রার্থী তালিকাটি ঘোষণা করেছে ৷ দু'দফায় বিধানসভা ভোট হবে 13 নভেম্বর এবং 20 নভেম্বর ৷ ভোটের ফল ঘোষণা 23 নভেম্বর ৷ ঝাড়খণ্ডের অন্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রীর ভাই বসন্ত সোরেন ৷ তিনি দুমকা থেকে লড়ছেন ৷ এর আগের নির্বাচনে তিনি এই কেন্দ্রটি থেকে বিজেপি প্রার্থীকে 6 হাজার 842 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ৷ বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো নালা কেন্দ্র থেকে লড়বেন ৷ এই কেন্দ্রেই তিনি গত বিধানসভা নির্বাচনে 3 হাজার 520 ভোটে জয়ী হয়েছেন ৷ মন্ত্রী মিথিলেশ ঠাকুর গাঢ়ওয়া বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন ৷ অন্যদের মধ্যে সোনু সুদিব্য গিরিডি থেকে এবং বেবি দেবী ডুমরি থেকে লড়ছেন ৷

বারহাইট, 24 অক্টোবর: মনোনয়নপত্র জমা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ বারহাইট বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ৷ বৃহস্পতিবার তিনি কালেক্টর গৌতম কুমার ভগতের কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেন ৷

হেমন্ত জানান, এবার ঝাড়খণ্ডে 'ইন্ডিয়া' ক্ষমতায় আসতে চলেছে ৷ তিনি বলেন, "আমি মানুষের বিশ্বাস অর্জন করেছি ৷ সাহিবগঞ্জ, রাজমহল, বোরিও এবং বারহাইট বিধানসভা কেন্দ্রে আবারও জেএমএম-এর পতাকা উড়বে ৷ অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা এখানে আসছে বিজেপির হয়ে প্রচার করতে ৷ নির্বাচনের পর প্রত্যেকে তাঁদের কাজটাই দেখবে ৷"

এদিন প্রতিকূল আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার দুমকা থেকে রওনা দিতে পারেনি ৷ তাই তাঁকে সড়কপথেই সাহিবগঞ্জে পৌঁছতে হয় ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনটে জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল হেমন্ত সোরেনের ৷ কিন্তু দেরি হয়ে যাওয়ায় সোরেন শুধু বারহাইটের জনসভায় ভাষণ দেন ৷

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) তাদের প্রথম প্রার্থী তালিকাটি ঘোষণা করেছে ৷ দু'দফায় বিধানসভা ভোট হবে 13 নভেম্বর এবং 20 নভেম্বর ৷ ভোটের ফল ঘোষণা 23 নভেম্বর ৷ ঝাড়খণ্ডের অন্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রীর ভাই বসন্ত সোরেন ৷ তিনি দুমকা থেকে লড়ছেন ৷ এর আগের নির্বাচনে তিনি এই কেন্দ্রটি থেকে বিজেপি প্রার্থীকে 6 হাজার 842 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ৷ বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো নালা কেন্দ্র থেকে লড়বেন ৷ এই কেন্দ্রেই তিনি গত বিধানসভা নির্বাচনে 3 হাজার 520 ভোটে জয়ী হয়েছেন ৷ মন্ত্রী মিথিলেশ ঠাকুর গাঢ়ওয়া বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন ৷ অন্যদের মধ্যে সোনু সুদিব্য গিরিডি থেকে এবং বেবি দেবী ডুমরি থেকে লড়ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.