ETV Bharat / bharat

জেইই মেইন পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন জেনে নিন

JEE Main 2024 Result Declared: ন্যাশনাল টেস্টিং এজেন্সি JEE-Mains সেশন-1-এর ফলাফল প্রকাশ করল ৷ স্কোরকার্ড ডাউনলোড করতে, প্রার্থীদের তাদের আবেদন নম্বর এবং জন্ম তারিখের প্রয়োজন হবে। কোথায় দেখবেন, তা জানতে পড়ে নিন বিস্তারিত ৷

বেরোল জেইই-র মেইন্স সেশন-1-এর ফলাফল
JEE Main 2024 Result Declared
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 1:14 PM IST

Updated : Feb 13, 2024, 2:43 PM IST

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: মঙ্গলবার ঘোষিত হল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার মেইন সেশন-1 2024-এর ফলাফল ৷ এদিন সকালে জয়েন্ট এন্ট্রান্সের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে এই খবর প্রকাশ করা হয়েছে ৷ আপনি কীভাবে ফলাফল জানবেন তা জানতে এনটিএ জেইই মেইন-এর অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.ac)-এই লিঙ্কে ক্লিক করুন ৷ এরপর স্কোরবোর্ড দেখে ফলাফল ডাউনলোড করতে পারবেন ৷

প্রথম একশো জনের মধ্যে এনটিএ স্কোর করা প্রার্থীদের মধ্যে, সাত জন তেলেঙ্গানার, দু'জন হরিয়ানার, তিন জন করে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রের, দু'জন দিল্লির এবং একজন করে গুজরাত, কর্ণাটক এবং তামিলনাড়ুর। এনটিএ কর্মকর্তাদের মতে, তাকের স্কোর প্রাপ্ত নম্বরের শতাংশের সমান নয় কিন্তু স্বাভাবিক ৷ এ বছর মোট 12 লাখ, 31 হাজার 874 জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন ৷ তাঁদের মধ্যে 11 লক্ষ, 70 হাজার, 36 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদেরই ফল ঘোষণা হল ৷ জেইই মেইন্স 2024 সেশন 1 (B.Tech এবং BE) উত্তরগুলি এখন এনটিএ-এর nta.ac.in এবং jeemain.nta.ac.in-এর অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে উপলব্ধ।

এই পরীক্ষাটি অসমীয়া, বাংলা, ইংরেজি, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দুতে হয়েছিল। ভারতের বাইরে মানামা, দোহা, দুবাই, কাঠমাণ্ডু, মাস্কাটেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুর, কুয়েত সিটি, কুয়ালালামপুর, লাগোস/আবুজা, কলম্বো, জাকার্তা, মস্কো, অটোয়া, পোর্ট লুইস, ব্যাংকক এবং ওয়াশিংটন ডিসিতেও এই পরীক্ষা হয়েছিল ৷ সেইসঙ্গে এই প্রথমবারের মতো আবুধাবি, হংকং এবং অসলোতে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার মেইন্স সেশন-1-এর 2024-এর হয়েছিল।

পরীক্ষার প্রথম সংস্করণ জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরিচালিত হলেও দ্বিতীয় সংস্করণ এপ্রিলে নির্ধারিত রয়েছে। জেইই মেইন্স-এর সেশন 1 এবং পেপার 2-এর ফলাফলের উপর ভিত্তি করে, প্রার্থীদের JEE-Advanced পরীক্ষার জন্য বাছাই করা হবে ৷ সেখানে 23টি প্রিমিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (IITs) ভরতির জন্য একটি ওয়ান-স্টপ পরীক্ষা হবে।

আরও পড়ুন:

  1. চন্দ্রযান-3 মিশনের গবেষণাপত্র প্রকাশ ইসরোর, ডাউনলোড খরচে চটলেন নেটিজেনরা
  2. জুলাই থেকে শুরু কলেজে ছাত্র ভরতির প্রক্রিয়া, চলবে একমাস
  3. জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দশে কলকাতার দুই ছাত্র

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: মঙ্গলবার ঘোষিত হল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার মেইন সেশন-1 2024-এর ফলাফল ৷ এদিন সকালে জয়েন্ট এন্ট্রান্সের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে এই খবর প্রকাশ করা হয়েছে ৷ আপনি কীভাবে ফলাফল জানবেন তা জানতে এনটিএ জেইই মেইন-এর অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.ac)-এই লিঙ্কে ক্লিক করুন ৷ এরপর স্কোরবোর্ড দেখে ফলাফল ডাউনলোড করতে পারবেন ৷

প্রথম একশো জনের মধ্যে এনটিএ স্কোর করা প্রার্থীদের মধ্যে, সাত জন তেলেঙ্গানার, দু'জন হরিয়ানার, তিন জন করে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রের, দু'জন দিল্লির এবং একজন করে গুজরাত, কর্ণাটক এবং তামিলনাড়ুর। এনটিএ কর্মকর্তাদের মতে, তাকের স্কোর প্রাপ্ত নম্বরের শতাংশের সমান নয় কিন্তু স্বাভাবিক ৷ এ বছর মোট 12 লাখ, 31 হাজার 874 জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন ৷ তাঁদের মধ্যে 11 লক্ষ, 70 হাজার, 36 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদেরই ফল ঘোষণা হল ৷ জেইই মেইন্স 2024 সেশন 1 (B.Tech এবং BE) উত্তরগুলি এখন এনটিএ-এর nta.ac.in এবং jeemain.nta.ac.in-এর অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে উপলব্ধ।

এই পরীক্ষাটি অসমীয়া, বাংলা, ইংরেজি, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দুতে হয়েছিল। ভারতের বাইরে মানামা, দোহা, দুবাই, কাঠমাণ্ডু, মাস্কাটেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুর, কুয়েত সিটি, কুয়ালালামপুর, লাগোস/আবুজা, কলম্বো, জাকার্তা, মস্কো, অটোয়া, পোর্ট লুইস, ব্যাংকক এবং ওয়াশিংটন ডিসিতেও এই পরীক্ষা হয়েছিল ৷ সেইসঙ্গে এই প্রথমবারের মতো আবুধাবি, হংকং এবং অসলোতে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার মেইন্স সেশন-1-এর 2024-এর হয়েছিল।

পরীক্ষার প্রথম সংস্করণ জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরিচালিত হলেও দ্বিতীয় সংস্করণ এপ্রিলে নির্ধারিত রয়েছে। জেইই মেইন্স-এর সেশন 1 এবং পেপার 2-এর ফলাফলের উপর ভিত্তি করে, প্রার্থীদের JEE-Advanced পরীক্ষার জন্য বাছাই করা হবে ৷ সেখানে 23টি প্রিমিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (IITs) ভরতির জন্য একটি ওয়ান-স্টপ পরীক্ষা হবে।

আরও পড়ুন:

  1. চন্দ্রযান-3 মিশনের গবেষণাপত্র প্রকাশ ইসরোর, ডাউনলোড খরচে চটলেন নেটিজেনরা
  2. জুলাই থেকে শুরু কলেজে ছাত্র ভরতির প্রক্রিয়া, চলবে একমাস
  3. জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দশে কলকাতার দুই ছাত্র
Last Updated : Feb 13, 2024, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.