ETV Bharat / bharat

দলের পুরুষ কর্মীকে যৌন হেনস্তা, প্রজ্জ্বলের পর একই অভিযোগে গ্রেফতার দাদা সূরজ রেভান্না - SURAJ REVANNA ARRESTED - SURAJ REVANNA ARRESTED

Suraj Revanna: যৌন হেনস্তার অভিযোগে শনিবার রাতে জনতা দল সেকুলারের বিধান পরিষদের সদস্য তথা এইচডি দেবেগৌড়ার নাতি সুরজ রেভান্নাকে গ্রেফতার করল পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 377 ধারা এবং 506 ধারায় একটি মামলা দায়ের করেছে হোলেনারাসিপুরার পুলিশ ৷

Suraj Revanna
সূরজ রেভান্না (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 10:01 AM IST

Updated : Jun 23, 2024, 10:40 AM IST

হাসন, 23 জুন: প্রজ্জ্বল রেভান্নার পর দাদা সূরজ রেভান্না ৷ যৌন হেনস্তার অভিযোগে শনিবার রাতে জনতা দল সেক্যুলারের বিধান পরিষদের সদস্য তথা এইচডি দেবেগৌড়ার আরেক নাতিকে গ্রেফতার করল পুলিশ ৷ সূত্রের খবর, তাঁকে হাসনের সিইএন থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ৷

সূরজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন আরাকালাগুরুর এক যুবক, যিনি দলের কর্মীও বটে ৷ তাঁর অভিযোগ. গত 16 জুন সন্ধ্যায় তালুকের ঘন্নিকাড়ায় ফার্মহাউসে তাঁকে যৌন হেনস্তা করেন সূরজ ৷ যুবকের সেই অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ভারতীয় দণ্ডবিধির 377 ধারা এবং 506 ধারায় একটি মামলা দায়ের করে হোলেনারাসিপুরার পুলিশ ৷

শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতারের পর তদন্তের জন্য হাসানের সিইএন থানায় নিয়ে আসা হয় ৷ নিজের গাড়ি করে ফার্মহাউস থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয় ৷ থানায় যাওয়ার সময় সাংবাদিকদের সূরজ বলেন, "আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভুয়ো ৷ দেশের আইন ব্যবস্থার উপর ভরসা আছে ৷ পুলিশি তদন্তে সত্যটা বেরিয়ে আসবে ৷" তিনি আরও বলেন, "রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই ধরনের অভিযোগ তোলা হয়েছে আমার বিরুদ্ধে ৷ মামলায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷"

এফআইআরে অভিযোগকারী জানিয়েছেন, লোকসভা নির্বাচনের সময় তাঁর কাজ দেখে ফোন নম্বর চান এবং দেখা করার জন্য ফার্মহাউসে ডেকে পাঠান সূরজ ৷ 16 জুন সন্ধ্যায় সেখানে পৌঁছনোর পর ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিতে বলেন জেডিএস নেতা ৷ এরপর সূরজ তাঁকে যৌন হেনস্তা করেন বলে দাবি অভিযোগকারীর ৷ তিনি জানান, রাজনীতিতে তাঁকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন সূরজ ৷ সেইসঙ্গে ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে তাঁর বড় ক্ষতি হয়ে যাবে বলে হুমকিও দেন ৷

অভিযোগকারী আরও জানান, গত 17 জুন সূরজের বিশ্বস্ত শিবুকে মেসেজ করে পুরো ঘটনাটি জানান তিনি ৷ কিন্তু তিনিও তাঁকে হুমকি দেন এবং 2 কোটি টাকা এবং চাকরি করে দেওয়ার কথা জানান ৷ 19 জুন প্রাণভয়ে বেঙ্গালুরু ছেড়ে পালিয়ে যান অভিযোগকারী ৷ এরপর তিনি ডিজি'র সঙ্গে দেখা করে একটি লিখিত অভিযোগ করেন ৷

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে যৌন হেনস্তার অভিযোগে সূরজের ভাই তথা হাসনের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বলকে গ্রেফতার করা হয় । এই মুহূর্তে জেলেই রয়েছেন তিনি । অন্যদিকে, এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় প্রজ্জ্বল এবং সূরজের বাবা তথা কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নাকেও । যদিও পরে জামিনে মুক্তি পান তিনি।

হাসন, 23 জুন: প্রজ্জ্বল রেভান্নার পর দাদা সূরজ রেভান্না ৷ যৌন হেনস্তার অভিযোগে শনিবার রাতে জনতা দল সেক্যুলারের বিধান পরিষদের সদস্য তথা এইচডি দেবেগৌড়ার আরেক নাতিকে গ্রেফতার করল পুলিশ ৷ সূত্রের খবর, তাঁকে হাসনের সিইএন থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ৷

সূরজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন আরাকালাগুরুর এক যুবক, যিনি দলের কর্মীও বটে ৷ তাঁর অভিযোগ. গত 16 জুন সন্ধ্যায় তালুকের ঘন্নিকাড়ায় ফার্মহাউসে তাঁকে যৌন হেনস্তা করেন সূরজ ৷ যুবকের সেই অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ভারতীয় দণ্ডবিধির 377 ধারা এবং 506 ধারায় একটি মামলা দায়ের করে হোলেনারাসিপুরার পুলিশ ৷

শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতারের পর তদন্তের জন্য হাসানের সিইএন থানায় নিয়ে আসা হয় ৷ নিজের গাড়ি করে ফার্মহাউস থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয় ৷ থানায় যাওয়ার সময় সাংবাদিকদের সূরজ বলেন, "আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভুয়ো ৷ দেশের আইন ব্যবস্থার উপর ভরসা আছে ৷ পুলিশি তদন্তে সত্যটা বেরিয়ে আসবে ৷" তিনি আরও বলেন, "রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই ধরনের অভিযোগ তোলা হয়েছে আমার বিরুদ্ধে ৷ মামলায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷"

এফআইআরে অভিযোগকারী জানিয়েছেন, লোকসভা নির্বাচনের সময় তাঁর কাজ দেখে ফোন নম্বর চান এবং দেখা করার জন্য ফার্মহাউসে ডেকে পাঠান সূরজ ৷ 16 জুন সন্ধ্যায় সেখানে পৌঁছনোর পর ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিতে বলেন জেডিএস নেতা ৷ এরপর সূরজ তাঁকে যৌন হেনস্তা করেন বলে দাবি অভিযোগকারীর ৷ তিনি জানান, রাজনীতিতে তাঁকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন সূরজ ৷ সেইসঙ্গে ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে তাঁর বড় ক্ষতি হয়ে যাবে বলে হুমকিও দেন ৷

অভিযোগকারী আরও জানান, গত 17 জুন সূরজের বিশ্বস্ত শিবুকে মেসেজ করে পুরো ঘটনাটি জানান তিনি ৷ কিন্তু তিনিও তাঁকে হুমকি দেন এবং 2 কোটি টাকা এবং চাকরি করে দেওয়ার কথা জানান ৷ 19 জুন প্রাণভয়ে বেঙ্গালুরু ছেড়ে পালিয়ে যান অভিযোগকারী ৷ এরপর তিনি ডিজি'র সঙ্গে দেখা করে একটি লিখিত অভিযোগ করেন ৷

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে যৌন হেনস্তার অভিযোগে সূরজের ভাই তথা হাসনের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বলকে গ্রেফতার করা হয় । এই মুহূর্তে জেলেই রয়েছেন তিনি । অন্যদিকে, এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় প্রজ্জ্বল এবং সূরজের বাবা তথা কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নাকেও । যদিও পরে জামিনে মুক্তি পান তিনি।

Last Updated : Jun 23, 2024, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.