ETV Bharat / bharat

'এক্সিট পোল নয়, এগুলো মোদি মিডিয়া পোল'; বুথ ফেরত সমীক্ষাকে কটাক্ষ রাহুলের - Lok Sabha Election 2024 Exit Poll

Rahul Gandhi on Exit Poll: এক্সিট পোলকে উড়িয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ মোদি পোল বলে কটাক্ষ করে বেশি আসন পাওয়ার দাবিও করলেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 3:25 PM IST

Rahul Gandhi
রাহুল গান্ধি (সৌ: টুইটার)

নয়াদিল্লি, 2 জুন: লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ কংগ্রেস ৷ এক্সিট পোলকে সরাসরি আক্রমণ করে রবিবার রাহুল গান্ধি বলেন, "এর নাম এক্সিট পোল নয়, এর নাম মোদি মিডিয়া পোল।"

রবিবার বৈঠকে বসেছিল এআইসিসি নেতৃত্ব ৷ দলের সদর দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দলের লোকসভা প্রার্থী, বিধানসভায় দলের নেতা এবং রাজ্য সভাপতিদের সঙ্গে বৈঠক করেন ৷ একইসঙ্গে তাদের ভোট গণনার দিন সতর্ক থাকতে এবং কারচুপির যে কোনও প্রচেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান রাহুল। কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এবং কেসি ভেনুগোপাল-সহ অন্যান্য শীর্ষ নেতারা দলের লোকসভা প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন ৷ আগামী 4 জুন গণনার দিনের প্রস্তুতি পর্যালোচনাও করেছেন।

দেশের সবকটি সংবাদমাধ্যমের এক্সিট পোল প্রকাশ হওয়ার পরদিনই বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব ৷ প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন ৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ লোকসভা নির্বাচনে বড় সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করা হচ্ছে। এদিন সেই প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, "এটি মোদিজির ফ্যান্টাসি পোল। আপনি কী শুনেছেন সিধু মুসেওয়ালার গান ? আমরা 295 আসন পাব ৷" এআইসিসি সদর দফতরে দলীয় নেতাদের বৈঠকে যোগ দেওয়ার পর মিডিয়ার প্রশ্নের উত্তরে এমনটাই জানান রাহুল ৷

অন্যদিকে এই প্রসঙ্গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, "আমরা আমাদের রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী, পর্যবেক্ষক এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি ৷ তারা সবাই খুব আত্মবিশ্বাসী। এই এক্সিট পোল সরকারের জন্য একটি ভুয়ো পোল। ইন্ডিয়া জোট 295টি আসন পাবে এবং অবশ্যই কেন্দ্রে সরকার গঠন করবে।"

নয়াদিল্লি, 2 জুন: লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ কংগ্রেস ৷ এক্সিট পোলকে সরাসরি আক্রমণ করে রবিবার রাহুল গান্ধি বলেন, "এর নাম এক্সিট পোল নয়, এর নাম মোদি মিডিয়া পোল।"

রবিবার বৈঠকে বসেছিল এআইসিসি নেতৃত্ব ৷ দলের সদর দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দলের লোকসভা প্রার্থী, বিধানসভায় দলের নেতা এবং রাজ্য সভাপতিদের সঙ্গে বৈঠক করেন ৷ একইসঙ্গে তাদের ভোট গণনার দিন সতর্ক থাকতে এবং কারচুপির যে কোনও প্রচেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান রাহুল। কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এবং কেসি ভেনুগোপাল-সহ অন্যান্য শীর্ষ নেতারা দলের লোকসভা প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন ৷ আগামী 4 জুন গণনার দিনের প্রস্তুতি পর্যালোচনাও করেছেন।

দেশের সবকটি সংবাদমাধ্যমের এক্সিট পোল প্রকাশ হওয়ার পরদিনই বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব ৷ প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন ৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ লোকসভা নির্বাচনে বড় সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করা হচ্ছে। এদিন সেই প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, "এটি মোদিজির ফ্যান্টাসি পোল। আপনি কী শুনেছেন সিধু মুসেওয়ালার গান ? আমরা 295 আসন পাব ৷" এআইসিসি সদর দফতরে দলীয় নেতাদের বৈঠকে যোগ দেওয়ার পর মিডিয়ার প্রশ্নের উত্তরে এমনটাই জানান রাহুল ৷

অন্যদিকে এই প্রসঙ্গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, "আমরা আমাদের রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী, পর্যবেক্ষক এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি ৷ তারা সবাই খুব আত্মবিশ্বাসী। এই এক্সিট পোল সরকারের জন্য একটি ভুয়ো পোল। ইন্ডিয়া জোট 295টি আসন পাবে এবং অবশ্যই কেন্দ্রে সরকার গঠন করবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.