ETV Bharat / bharat

আমি শোকস্তব্ধ! রতন টাটার মৃত্যুতে শোক বার্তা ইজরায়েলের প্রধানমন্ত্রীর - ISRAELI PM NETANYAHU ON RATAN TATA

শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ ইজরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল রতন টাটার ৷

Ratan Tata
রতন টাটা (ছবি সৌজন্য: টাটা গ্রুপের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 1:25 PM IST

Updated : Oct 13, 2024, 1:46 PM IST

জেরুসালেম, 13 অক্টোবর: শিল্পপতি রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার নেপথ্যে রতন টাটার গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করালেন তিনি ৷ শনিবার এক্স হ্যান্ডেলে তিনি একটি শোকবার্তা পোস্ট করেন ৷ সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করেছেন ৷

প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেখেন, "রতন নভল টাটার প্রয়াণে আমি এবং ইজরায়েলের আরও অনেকে শোকস্তব্ধ ৷ রতন টাটা ভারতের গর্বের সন্তান ৷ তিনি ভারত ও ইজরায়েল- দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চ্যাম্পিয়ন ছিলেন ৷" তিনি তাঁর এই শোকবার্তা রতন টাটার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৷

গত 9 অক্টোবর গভীর রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন এন টাটার ৷ তাঁর মৃত্যুতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা, বিশিষ্ট ব্যক্তিত্বরা শোক জ্ঞাপন করেন ৷ শোক বার্তা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই এবং আরও অনেকে ৷

1991 থেকে 2012 সাল পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন রতন টাটা ৷ এরপর থেকে তিনি টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস এবং টাটা স্টিলের চেয়ারম্যান ইমেরিটাস সম্মানীয় পদে ছিলেন ৷

1962 সালে টাটা স্টিল বিভাগে কর্মজীবন শুরু হয় নভল টাটা ও সুনি টাটার প্রথম সন্তানের ৷ 9 বছর পর তিনি ন্যাশনাল রেডিয়ো অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের ডিরেক্টর-ইন-চার্জ হিসেবে নিযুক্ত হন ৷ 1991 সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে জেআরডি টাটা পদত্যাগ করলে রতন টাটা তাঁর উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হন ৷ টাটা সন্স-এর চেয়ারম্যান পদে 75 বছর বয়সের ঊর্ধ্বে কেউ বসবেন না, এই নিয়ম রতন টাটাই চালু করেছিলেন এবং সেই নিয়ম অনুসরণ করেই তিনি 2012 সালে অবসর নেন ৷

জেরুসালেম, 13 অক্টোবর: শিল্পপতি রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার নেপথ্যে রতন টাটার গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করালেন তিনি ৷ শনিবার এক্স হ্যান্ডেলে তিনি একটি শোকবার্তা পোস্ট করেন ৷ সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করেছেন ৷

প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেখেন, "রতন নভল টাটার প্রয়াণে আমি এবং ইজরায়েলের আরও অনেকে শোকস্তব্ধ ৷ রতন টাটা ভারতের গর্বের সন্তান ৷ তিনি ভারত ও ইজরায়েল- দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চ্যাম্পিয়ন ছিলেন ৷" তিনি তাঁর এই শোকবার্তা রতন টাটার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৷

গত 9 অক্টোবর গভীর রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন এন টাটার ৷ তাঁর মৃত্যুতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা, বিশিষ্ট ব্যক্তিত্বরা শোক জ্ঞাপন করেন ৷ শোক বার্তা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই এবং আরও অনেকে ৷

1991 থেকে 2012 সাল পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন রতন টাটা ৷ এরপর থেকে তিনি টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস এবং টাটা স্টিলের চেয়ারম্যান ইমেরিটাস সম্মানীয় পদে ছিলেন ৷

1962 সালে টাটা স্টিল বিভাগে কর্মজীবন শুরু হয় নভল টাটা ও সুনি টাটার প্রথম সন্তানের ৷ 9 বছর পর তিনি ন্যাশনাল রেডিয়ো অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের ডিরেক্টর-ইন-চার্জ হিসেবে নিযুক্ত হন ৷ 1991 সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে জেআরডি টাটা পদত্যাগ করলে রতন টাটা তাঁর উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হন ৷ টাটা সন্স-এর চেয়ারম্যান পদে 75 বছর বয়সের ঊর্ধ্বে কেউ বসবেন না, এই নিয়ম রতন টাটাই চালু করেছিলেন এবং সেই নিয়ম অনুসরণ করেই তিনি 2012 সালে অবসর নেন ৷

Last Updated : Oct 13, 2024, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.