ইন্দোর, 29 এপ্রিল: সুরাতের পর কি এবার ইন্দোর ! ভোটের ফল প্রকাশের আগেই কি আরও একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ ইন্দোরের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘটনায় সেই পরিস্থিতিই তৈরি হয়েছে ৷
ওই প্রার্থীর নাম অক্ষয় বাম ৷ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া পর ইন্দোরে কংগ্রেসের কোনও প্রার্থী রইল না ৷ সুরাতের পর এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কংগ্রেসের কোনও প্রার্থীই থাকছে না ৷ তবে সুরাতে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৷ আর ইন্দোরের অক্ষয় বাম নিজেই সরে দাঁড়ালেন ৷
শুধু নির্বাচনী ময়দান থেকে সরে যাওয়াই নয়, তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন বলে খবর ৷ মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় তিনি মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলার সঙ্গে এসেছিলেন ৷ সেই থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয় ৷ আর সেই জল্পনা সত্যি হল, তা লোকসভা নির্বাচনের মধ্যে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হবে বলে মত রাজনৈতিক মহলের ৷
সোমবার সকালে ইন্দোরে জেলা নির্বাচন অফিসে যান অক্ষয় বাম ৷ সেখানে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ৷ তাঁর এই সিদ্ধান্তের জেরে রাজনৈতিক সংকটে পড়েছে কংগ্রেস ৷ কারণ, ওই আসনে মনোনয়নপত্র পেশ করার সময় পেরিয়ে গিয়েছে ৷ আজই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৷ শেষ মুহূর্তে অক্ষয় বাম সরে দাঁড়ানোয় আর প্রার্থী দেওয়ার সুযোগ নেই কংগ্রেসের কাছে ৷
ইন্দোর আসনটি 1989 সাল থেকে বিজেপির দখলে রয়েছে ৷ 1989 সাল থেকে 2014 সাল পর্যন্ত সেখানে জিতেছেন সুমিত্রা মহাজন ৷ তিনি 2014-2019 সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন ৷ 2019 সালে ওই আসন থেকে জয়ী হন শংকর লালওয়ানি ৷ তিনি এবারও প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে একাধিক নির্দল ও বিএসপি-সহ বেশ কয়েক ছোট দল প্রতিপক্ষ হিসেবে থাকলেও মূল লড়াই ছিল কংগ্রেসের বিরুদ্ধে ৷ কংগ্রেস প্রার্থীই ময়দান থেকে সরে যাওয়ায় তাঁর জয়ের পথ সুগম হল ৷
এদিকে অক্ষয় বাম মনোনয়ন পেশের পর থেকেই শিরোনামে ছিলেন ৷ মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন ৷ মনোনয়ন পেশের পর তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ তাঁর মনোনয়নপত্র বাতিল করার চক্রান্ত বিজেপি করছে বলে অভিযোগ উঠেছিল ৷ তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগের বিরুদ্ধে অক্ষয় আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন ৷
এই পরিস্থিতিতে তিনি যদি বিজেপিতে যোগ দেন, তাহলে রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই ৷
আরও পড়ুন: