বারাণসী, 6 সেপ্টেম্বর: এসি কাজ করছে না ৷ তখন যাত্রীবাহী বিমান উড়ছে আকাশে ৷ শুরু হয় তুমুল উত্তেজনা ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে একঘণ্টা এসি ছাড়াই কাটালেন যাত্রীরা ৷ প্রাণে বাঁচতে সিটের সামনে রাখা বই নিয়ে হাতপাখা করেন অনেকে ৷ এরমাঝেই তিন মহিলা যাত্রী জ্ঞান হারান ৷ সামনে এসেছে বিমান যাত্রীদের এই ভিডিয়ো। তবে ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷
জানা গিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের 6-E 2235 বিমানটি বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 35 মিনিটে নয়াদিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয় ৷ বিমান ছাড়তেই যাত্রীরা অভিযোগ করেন, এসি কাজ করছে না। ভীষণ গরম করছে ও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ৷ তাঁরা বিমানসেবিকাদের জানান, মনে হচ্ছে তাঁরা হার্টফেল করবেন ৷ এবিষয়ে ক্রু সদস্য দাবি করেন, শীঘ্রই এসি ঠিক করা হবে। তবে যাত্রীদের দাবি, এসি যে বিকল তা কর্তৃপক্ষ কেন জানত না ৷ আর যদি কাজ না-করে তাহলে কেন বিমানটি রওনা দিল ৷
রাত 8টা 40 মিনিট নাগাদ বারাণসীর বাবাপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু পুরো রাস্তায় হাতপাখা ব্যবহার করেছেন যাত্রীরা ৷ এদিকে বিমানের এসি বিকল হওয়ায় তিন মহিলা অচেতন হয়ে পড়েন ও বেশকিছু যাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ অন্যদিকে, বারাণসীতে নেমে নামার পর যাত্রীরা বিমানবন্দরের কর্মকর্তাদের কাছে এবিষয়ে অভিযোগ জানান। বারাণসীর এক বাসিন্দা অমিত সিং বলেন, "বিমানটি যখন ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন এসি কাজ করছিল না। তখনই আমরা এয়ারলাইন্সের কাছে অভিযোগ করেন। কিন্তু তাঁরা উত্তরে বলেন, বিমান উড়লেই সব ঠিক হয়ে যাবে ৷ কিন্তু পুরো যাত্রাপথে এসি কাজ করেনি। অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷"
এই ঘটনায় যাত্রীরা রেগে যান ৷ বিমানের ক্রু সদস্যরা জ্ঞান হারানো যাত্রীদের অক্সিজেন সাপোর্ট দেন ৷ তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসাও শুরু করেন ৷ এনিয়ে এয়ারলাইন্সের স্থানীয় ম্যানেজার অঙ্কুর বলেন, "এসি বিকলের বিষেয়ে আমি কিছুই জানি না ৷"