মুম্বই, 15 ডিসেম্বর: ভারতীয় পর্যটন শিল্পের জন্য আশার খবর শোনালো ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল ৷ আগামী 10 বছরে পর্যটন শিল্পে ভারতের আয় দ্বিগুণ হওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা ৷ যার পরিমাণ মার্কিন ডলারে 523 বিলিয়ন ৷ সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও জুলিয়া সিম্পসন একথা জানিয়েছেন ৷
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল ভারত সরকারের সঙ্গে কাজ করছে ৷ ভারতের পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যাগুলি চিহ্নিত করে, তার সমাধান বের করা সংস্থাটির প্রধান কাজ ৷ সেই সঙ্গে ভারতের পর্যটন ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক অবদান নিয়েও কাজ করছে আন্তর্জাতিক এই সংস্থা ৷
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার প্রেসিডেন্ট জুলিয়া সিম্পসন বলেন, "বর্তমানে ভারতে ভ্রমণ ও পর্যটনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন 45 মিলিয়ন মানুষ ৷ আর এটা ভবিষ্য়তে দ্বিগুণ হবে ৷ আগামী 10 বছরে এই ক্ষেত্রে ভারতের আয় হবে 523 বিলিয়ন মার্কিন ডলার ৷ যা বর্তমানে 256 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ, দ্বিগুণের বেশি হবে ৷"
সিম্পসনের দাবি অনুযায়ী, 10 বছরে ভারতের 63 মিলিয়ন নাগরিক পর্যটন ক্ষেত্রে জীবিকা নির্বাহ করবেন ৷ তাঁর কথায়, বিশ্বের সবচেয়ে সুন্দর এবং অসাধারণ দেশগুলির মধ্যে অন্যতম ভারত ৷ এর অসাধারণ সুন্দর শহর এবং তার ঐতিহ্যের টানে শতাব্দীর পর শতাব্দী বিশ্বের পর্যটকরা ভারতের প্রতি আকর্ষিত হয়েছেন ৷ আর এর জন্য ভারতীয় সংস্কৃতি এবং তাদের আতিথেয়তা অন্যতম কারণ বলে জানান তিনি ৷
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, "ভারতের মোট অর্থনীতির সাত শতাংশ পর্যটন থেকে আসে ৷ 2019 সালে তা ছিল 211 বিলিয়ন মার্কিন ডলার ৷ আর সেটা বর্তমানে 256 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে ৷"