ETV Bharat / bharat

ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার বোঝাই জাহাজ ডুবি! উদ্ধার 8 ভারতীয় - 8 INDIANS RESCUED BY INDIAN NAVY - 8 INDIANS RESCUED BY INDIAN NAVY

Indians Rescued off Oman Coast: তেলের ট্যাঙ্কার বোঝাই জাহাজ এমভি প্রেস্টিজ ফ্যালকন ডুবে যায় উপসাগরীয় রাষ্ট্র ওমানের উপকূলে ৷ দুর্ঘটনার আগে 14 জুলাই ওই জাহাজ থেকে সাহায্য চেয়ে ফোন গিয়েছিল ওমান উপকূলে ৷ ওই জাহাজে ছিল 13 জন ভারতীয় ৷ উদ্ধারে নেমেছে ভারতীয় নৌসেনা ৷

Boat Capsized off Oman Coast
ওমান উপকূলে জাহাজ ডুবি (ছবি সৌজন্য: ভারতীয় নৌসেনার এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Jul 17, 2024, 10:46 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই: জাহাজডুবিতে নিখোঁজ ভারতীয়দের মধ্যে 8 জনকে উদ্ধার করল ভারতীয় নৌ সেনা এবং ওমানের সমুদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা ওএমএসসি ৷ তিন দিন আগে ওমান উপকূলে একটি তৈলবাহী জাহাজ ডুবে যায় ৷ জাহাজটিতে কমোরোসের পতাকা ছিল ৷ ওই জাহাজে 13 জন ভারতীয় ছিলেন, যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ বুধবার তাঁদের মধ্য়ে 8 জনকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা ৷ পাশাপাশি একজন শ্রীলঙ্কাবাসীকেও উদ্ধার করা হয়েছে ৷

নৌবাহিনীর মুখপাত্রের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, তৈলবাহী ট্যাঙ্কার এমভি প্রেস্টিজ ফ্যালকন জাহাজ ডুবে গিয়েছে ৷ ওই এমভি প্রেস্টিজ ফ্যালকন জাহাজটি ওমানের রাজ মাদরাকাহের 25 নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে গিয়েছিল ৷ উদ্ধারকাজ শুরু করতে 16 তারিখ ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ শুরু হয় উদ্ধারকার্য ৷ ওই জাহাজে মোট 16 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 13 জন ভারতীয় এবং 3 জন শ্রীলঙ্কার নাগরিক ৷

এই উদ্ধারকার্যে ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ আইএনএসতেগ-কে মোতায়েন করে ৷ তারা 8 জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিককে উদ্ধার করেছে ৷ তেলের ট্যাঙ্কার বোঝাই জাহাজটি ওমান উপকূলে 15 জুলাই ডুবে যায় ৷

প্রতিকূল আবহাওয়ায় ওমানের সহযোগিতায় সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতের নৌসেনা ৷ কারণ, ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতেই চলছে উদ্ধার অভিযান ৷ পি8I এয়ারক্রাফ্টও উদ্ধারে সাহায্য করছে, জানিয়েছে ভারতীয় নৌসেনার মুখপাত্র ৷

সূত্রে জানা গিয়েছে, বাকি ভারতীয়দের উদ্ধারে উপসাগরীয় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছে ওমানের ভারতীয় দূতাবাস ৷ 14 জুলাই রাত 10টা নাগাদ এমভি প্রেস্টিজ ফ্যালকন ওমান উপকূলে যোগাযোগের চেষ্টা করে ৷ ওই সূত্র জানিয়েছে, "ওমানে আমাদের দূতাবাস সবসময় ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বা ওএমএসসি এই তল্লাশি ও উদ্ধার অভিযানে কাজ করছে ৷ তাদের সঙ্গে রয়েছে ভারতীয় নৌসেনা ৷"

নয়াদিল্লি, 17 জুলাই: জাহাজডুবিতে নিখোঁজ ভারতীয়দের মধ্যে 8 জনকে উদ্ধার করল ভারতীয় নৌ সেনা এবং ওমানের সমুদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা ওএমএসসি ৷ তিন দিন আগে ওমান উপকূলে একটি তৈলবাহী জাহাজ ডুবে যায় ৷ জাহাজটিতে কমোরোসের পতাকা ছিল ৷ ওই জাহাজে 13 জন ভারতীয় ছিলেন, যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ বুধবার তাঁদের মধ্য়ে 8 জনকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা ৷ পাশাপাশি একজন শ্রীলঙ্কাবাসীকেও উদ্ধার করা হয়েছে ৷

নৌবাহিনীর মুখপাত্রের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, তৈলবাহী ট্যাঙ্কার এমভি প্রেস্টিজ ফ্যালকন জাহাজ ডুবে গিয়েছে ৷ ওই এমভি প্রেস্টিজ ফ্যালকন জাহাজটি ওমানের রাজ মাদরাকাহের 25 নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে গিয়েছিল ৷ উদ্ধারকাজ শুরু করতে 16 তারিখ ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ শুরু হয় উদ্ধারকার্য ৷ ওই জাহাজে মোট 16 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 13 জন ভারতীয় এবং 3 জন শ্রীলঙ্কার নাগরিক ৷

এই উদ্ধারকার্যে ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ আইএনএসতেগ-কে মোতায়েন করে ৷ তারা 8 জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিককে উদ্ধার করেছে ৷ তেলের ট্যাঙ্কার বোঝাই জাহাজটি ওমান উপকূলে 15 জুলাই ডুবে যায় ৷

প্রতিকূল আবহাওয়ায় ওমানের সহযোগিতায় সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতের নৌসেনা ৷ কারণ, ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতেই চলছে উদ্ধার অভিযান ৷ পি8I এয়ারক্রাফ্টও উদ্ধারে সাহায্য করছে, জানিয়েছে ভারতীয় নৌসেনার মুখপাত্র ৷

সূত্রে জানা গিয়েছে, বাকি ভারতীয়দের উদ্ধারে উপসাগরীয় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছে ওমানের ভারতীয় দূতাবাস ৷ 14 জুলাই রাত 10টা নাগাদ এমভি প্রেস্টিজ ফ্যালকন ওমান উপকূলে যোগাযোগের চেষ্টা করে ৷ ওই সূত্র জানিয়েছে, "ওমানে আমাদের দূতাবাস সবসময় ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বা ওএমএসসি এই তল্লাশি ও উদ্ধার অভিযানে কাজ করছে ৷ তাদের সঙ্গে রয়েছে ভারতীয় নৌসেনা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.