ETV Bharat / bharat

প্রশিক্ষণ চলাকালীন কোচিতে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান - Indian Navy

Indian Navy Aircraft Crash:কোচিতে প্রশিক্ষণ চলাকালীন রানওয়ে থেকে প্রায় এক মাইল দূরে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ তদন্ত শুরু হয়েছে ৷

Indian Navy Aircraft Crash
Indian Navy Aircraft Crash
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 10:09 AM IST

কোচি, 19 মার্চ: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় নৌসেনার বিমান ৷ সোমবার প্রশিক্ষণ চলাকালীন কোচিতে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট (আরপিএ) বা সার্চার ৷ সোমবার কোচির আইএনএস গারুডায় প্রশিক্ষণ চলছিল ৷ বিকেল 5টার দিকে রানওয়ে থেকে প্রায় এক মাইল দূরে ভেঙে পড়ে বিমানটি । তবে এই ঘটনায় কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, "18 মার্চ বিকেল 5টার দিকে কোচির আইএনএস গারুডায় নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন একটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট (আরপিএ)/ সার্চার রানওয়ে থেকে প্রায় এক মাইল দূরে ভেঙে পড়ে ।" ভারতীয় নৌসেনা এক বিবৃতিতে বলেছে, ঘটনার পর দ্রুত সেখানে বিশেষজ্ঞের দলকে পাঠানো হয়েছিল ৷ আরপিএ সুরক্ষিত রয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর ৷ তদন্তেই উঠে আসবে কী কারণে এই ঘটনা ঘটল ৷

কোচি, 19 মার্চ: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় নৌসেনার বিমান ৷ সোমবার প্রশিক্ষণ চলাকালীন কোচিতে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট (আরপিএ) বা সার্চার ৷ সোমবার কোচির আইএনএস গারুডায় প্রশিক্ষণ চলছিল ৷ বিকেল 5টার দিকে রানওয়ে থেকে প্রায় এক মাইল দূরে ভেঙে পড়ে বিমানটি । তবে এই ঘটনায় কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, "18 মার্চ বিকেল 5টার দিকে কোচির আইএনএস গারুডায় নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন একটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট (আরপিএ)/ সার্চার রানওয়ে থেকে প্রায় এক মাইল দূরে ভেঙে পড়ে ।" ভারতীয় নৌসেনা এক বিবৃতিতে বলেছে, ঘটনার পর দ্রুত সেখানে বিশেষজ্ঞের দলকে পাঠানো হয়েছিল ৷ আরপিএ সুরক্ষিত রয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর ৷ তদন্তেই উঠে আসবে কী কারণে এই ঘটনা ঘটল ৷

(সংবাদ সংস্থা-এএনআই)

আরও পড়ুন:

  1. কলকাতা থেকে কোচি ও ইম্ফলে একটানা উড়ান পরিষেবা, চালু এপ্রিল থেকই
  2. যান্ত্রিক ত্রুটি, 40 মিনিট আকাশে চক্কর কেটে নিরাপদে অবতরণ বায়ুসেনার বিমানের
  3. দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে মিস, ইন্ডিগোর বিমানের ভুলে অবরুদ্ধ রানওয়ে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.