ETV Bharat / bharat

সেনা প্রত্যাহার সম্পূর্ণ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মিষ্টি বিনিময় ভারত-চিনের

আন্তর্জাতিক সীমান্তে এলএসিতে সেনা সম্পূর্ণ প্রত্যাহার করেছে ভারত ও চিন ৷ দীপাবলিতে দুই দেশের সেনা নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করল ৷

India China Troops exchange sweets
ভারত ও চিনের সেনাবাহিনী একে অপরের মধ্যে মিষ্টি বিনিময় করছে (ছবি সৌজন্য: সেনাবাহিনী)
author img

By PTI

Published : Oct 31, 2024, 2:09 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর: আন্তর্জাতিক সীমান্তে মিষ্টি বিনিময় করল ভারত ও চিন ৷ সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার, দীপাবলিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি) বেশ কয়েকটি জায়গায় চিনের সেনাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় ভারতীয় সেনা ৷

প্রতি বছরের থেকে এ বছরের এই মিষ্টি বিনিময় অনেকটাই আলাদা ৷ গতকালই সেনা সূত্রে জানা যায়, দু'টি দেশই ডেমচক এবং পূর্ব লাদাখের ডেপসাং থেকে সেনা প্রত্যাহার করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷ দীপাবলির দিন মিষ্টি বিনিময়ের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনায় ভারত-চিন ৷

সেনা সূত্রে খবর, দীপাবলির দিন এলএসিতে সীমান্তের কয়েকটি পয়েন্টে ভারত ও চিনের সেনাবাহিনী নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করেছে ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাঁচটি বর্ডার পার্সোনেল মিটিং (বিপিএম) পয়েন্টে ভারত ও চিন একে অপরকে এই মিষ্টি দিয়েছে ৷

গতকাল সেনা প্রত্যাহারের পর আজ তার যাচাই করার প্রক্রিয়া চলছে এলএসিতে ৷ এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোন দেশের সেনা কতটা জায়গা জুড়ে টহল দেবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সীমান্তে থাকা কম্যান্ডাররা ৷ স্থানীয় কম্যান্ডারদের মধ্যে সেনার টহল দেওয়া দিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সেনা সূত্র ৷

গত 21 অক্টোবর বিদেশ সচিব বিক্রম মিসরি দিল্লিতে জানিয়েছিলেন, ভারত ও চিন আন্তর্জাতিক সীমান্তে সেনা টহল দেওয়া এবং বিতর্কিত জায়গাগুলি থেকে তাদের প্রত্যাহার করা নিয়ে একমত হয়েছে ৷ এরপর ব্রিকস সম্মেলনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ৷ তিনিও এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সিলমোহর দেন ৷

নয়াদিল্লি, 31 অক্টোবর: আন্তর্জাতিক সীমান্তে মিষ্টি বিনিময় করল ভারত ও চিন ৷ সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার, দীপাবলিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি) বেশ কয়েকটি জায়গায় চিনের সেনাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় ভারতীয় সেনা ৷

প্রতি বছরের থেকে এ বছরের এই মিষ্টি বিনিময় অনেকটাই আলাদা ৷ গতকালই সেনা সূত্রে জানা যায়, দু'টি দেশই ডেমচক এবং পূর্ব লাদাখের ডেপসাং থেকে সেনা প্রত্যাহার করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷ দীপাবলির দিন মিষ্টি বিনিময়ের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনায় ভারত-চিন ৷

সেনা সূত্রে খবর, দীপাবলির দিন এলএসিতে সীমান্তের কয়েকটি পয়েন্টে ভারত ও চিনের সেনাবাহিনী নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করেছে ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাঁচটি বর্ডার পার্সোনেল মিটিং (বিপিএম) পয়েন্টে ভারত ও চিন একে অপরকে এই মিষ্টি দিয়েছে ৷

গতকাল সেনা প্রত্যাহারের পর আজ তার যাচাই করার প্রক্রিয়া চলছে এলএসিতে ৷ এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোন দেশের সেনা কতটা জায়গা জুড়ে টহল দেবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সীমান্তে থাকা কম্যান্ডাররা ৷ স্থানীয় কম্যান্ডারদের মধ্যে সেনার টহল দেওয়া দিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সেনা সূত্র ৷

গত 21 অক্টোবর বিদেশ সচিব বিক্রম মিসরি দিল্লিতে জানিয়েছিলেন, ভারত ও চিন আন্তর্জাতিক সীমান্তে সেনা টহল দেওয়া এবং বিতর্কিত জায়গাগুলি থেকে তাদের প্রত্যাহার করা নিয়ে একমত হয়েছে ৷ এরপর ব্রিকস সম্মেলনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ৷ তিনিও এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সিলমোহর দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.