নিউ ইয়র্ক ও নয়াদিল্লি, 30 মে: ভারতীয় সেনাবাহিনীর মেজর রাধিকা সেনকে পুরস্কৃত করল রাষ্ট্রসংঘ ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে মেজর রাধিকা সেনের হাতে সম্মানীয় 'ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023' পুরস্কার তুলে দেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক ইউএন পিসকিপার্স দিবস ৷ এর আগে 2019 সালে এই একই পুরস্কার পেয়েছিলেন আরেক ভারতীয় মেজর সুমন গাওয়ানি।
লিঙ্গ বৈষম্য দূর করতে এবং শান্তি রক্ষার্থে মেজর রাধিকা সেনের অবদানের জন্যই তাঁকে পুরস্কৃত করেছে রাষ্ট্রসংঘ ৷ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাধিকা সেনকে একজন 'প্রকৃত নেতা এবং আদর্শ' বলে উল্লেখ করেন ৷ মেজর রাধিকা কঙ্গোয় রাষ্ট্রসংঘের 'ইউএন অর্গানাইজেশন স্টেবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো' বা এমওএনইউএসসিও-তে কাজ করেছেন ৷ নিজের কাজে উল্লেখজনক অবদানের জন্যই তাঁকে পুরস্কার দিল রাষ্ট্রসংঘ।
1993 সালে হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন রাধিকা সেন ৷ মাত্র 8 বছর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ৷ তিনি বায়োটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক স্তরের পাঠ শেষ করেছেন ৷ এরপর আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছিলেন মেজর রাধিকা ৷ এই সময়ে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ৷ কর্মজীবনের শুরু থেকেই বারবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন রাধিকা। এবার আন্তর্জাতিক স্তরে সম্মানিত হলেন তিনি।
রাষ্ট্রসংঘ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেজর রাধিকা সেন 'ইস্ট অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো' বা ডিআরসি-তে 2023 সালের মার্চ থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত কম্যান্ডার হিসেবে কর্মরত ছিলেন ৷ তিনি এমওএনইউএসসিও এনগেজমেন্ট প্লাটুন ফর দ্য ইন্ডিয়ান ব়্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটেলিয়ন বা আইএনডিআরডিবি-র কম্যান্ডির ছিলেন ৷