হায়দরাবাদ, 1 মার্চ: দক্ষতা প্রদর্শনে আকাশে ওড়াউড়িতে অভ্যস্ত ভারতীয় বায়ুসেনার বিমানটি ৷ তবে আজ তার তাল কাটল প্রযুক্তির ত্রুটিতে ৷ জরুরি অবতরণ করতে চেয়েছিলেন দুই পাইলট ৷ তবে প্রায় 40 মিনিট ধরে মাঝ আকাশেই চক্কর কাটল যুদ্ধবিমান ৷ অবশেষে তা অবতরণ করল হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে ৷ তবে তা হয়েছে নিরাপদেই ৷
শুক্রবার পেশাদারিত্ব এবং দক্ষতার প্রদর্শনে প্রশিক্ষণরত ভারতীয় বায়ুসেনার একটি বিমান হায়দরাবাদে আকাশে উড়েছিল ৷ কিন্তু আকাশে ওড়ার পর তাতে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় সেটি অবতরণ করতে পারছিল না ৷ ফলে প্রায় 40 মিনিট ধরে বিমান নিয়ে আকাশে ঘুরপাক খেতে থাকেন দুই পাইলট ৷ ওই বিমানে ছিলেন 12 জন ৷
জানা গিয়েছে, অবতরণের জন্য বিমানের সামনের হাইড্রোলিক চাকা খোলার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয় ৷ এই যান্ত্রিক ত্রুটির আঁচ পেয়ে উপস্থিত বুদ্ধির জোরে সঙ্গে সঙ্গে বাকি ক্রু-দের সতর্ক করেন পাইলট ৷ খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে ৷ নিরাপত্তার কথা ভেবেই জোর করে অবতরণ করার চেষ্টা না করে আকাশেই বিমানটিকে নিয়ে ঘুরপাক খেতে থাকেন পাইলট ৷ পাইলট ও ক্রুদের সম্মিলিত প্রচেষ্টায় বেশ কিছুটা সময় ওভাবে কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন পাইলটরা ৷ এরই মধ্যে বিমানটির যান্ত্রিক ত্রুটি কাটিয়ে তার সমস্যার সমাধান করা হয় ৷ এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল ওই বিমানটিকে অবতরণের অনুমতি দিলে ধীরে ধীরে বেগমপেট বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বায়ুসেনার বিমানটি ৷
আরও পড়ুন: