তিরুবনন্তপুরম, 27 ফেব্রুয়ারি: 2035 সালের মধ্যে দেশের নিজস্ব মহাকাশ স্টেশন থাকবে, যা সেখানে অজানা বিস্তৃতির গবেষণায় সহায়তা করবে । মঙ্গলবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (ভিএসএসসি)-র সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন যে, "ভারতীয় মহাকাশচারীরা আমাদের নিজস্ব রকেটে চড়ে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন । 2035 সালের মধ্যে ভারতের মহাকাশে নিজস্ব মহাকাশ স্টেশন থাকবে যা, আমাদের মহাকাশের অজানা বিস্তৃতির বিষয়ে পড়াশোনা করতে সহায়তা করবে ৷"
তিনি আরও বলেন যে, 21তম শতাব্দীতে ভারত বিশ্বব্যাপী একটি গতিশীল দেশ হিসাবে আবির্ভূত হচ্ছে, যা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নমূলক অগ্রগতি প্রদর্শন করছে । তাঁর কথায়, "21 শতকের ভারত, আজ তার সম্ভাবনা নিয়ে বিশ্বকে অবাক করে দিচ্ছে । গত 10 বছরে, আমরা প্রায় 400টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছি, যেখানে তার 10 বছর আগে মাত্র 33টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল...৷"
গগনযান মিশনে ব্যবহৃত সরঞ্জামগুলি বেশিরভাগই ভারতে তৈরি হওয়ায় আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "আমি জেনে খুব খুশি যে গগনযানে ব্যবহৃত বেশিরভাগ সরঞ্জামই ভারতে তৈরি । এটা কত বড় কাকতালীয় যে ভারত যখন বিশ্বের শীর্ষ তিন অর্থনীতিতে পরিণত হচ্ছে, সেই একই সময়ে ভারতের গগনযানও আমাদের মহাকাশ খাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে...৷"
প্রধানমন্ত্রী মোদি সেই চারজন মহাকাশচারীর নামও এ দিন ঘোষণা করেছেন, যাঁরা 2024-25 সালে চালু হতে যাওয়া ভারতের প্রথম মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রাম গগনযানের অংশ হতে চলেছেন । মোদি ঘোষণা করেন যে, "চারজন নির্বাচিত ভারতীয় বিমান বাহিনীর পাইলট হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণাণ, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা । এই চার মহাকাশচারীকে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । আমি খুশি যে আজ আমি এই মহাকাশচারীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি এবং তাঁদের দেশের সামনে তুলে ধরুন । আমি সমগ্র দেশের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানাতে চাই...৷ আপনারা আজকের ভারতের গর্ব ৷ এঁরা শুধু 4টি নাম এবং 4টি মানুষ নয়, 4টি শক্তি যারা 140 কোটি আকাঙ্খাকে মহাকাশে নিয়ে যাচ্ছে । দীর্ঘ 40 বছর পর মহাকাশে যেতে চলেছেন একজন ভারতীয় । তবে এ বার, সময় আমাদের, কাউন্টডাউন আমাদের, এবং রকেটও আমাদের ৷"
মহাকাশ সেক্টরে ভারতের সাফল্য দেশের তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক ভাবনার বীজ বপন করছে বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷ কেরল সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গগনযান মিশনের অগ্রগতি পর্যালোচনা করেছেন ৷ গগনযান মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রাম যার জন্য ইসরোর বিভিন্ন কেন্দ্রে ব্যাপক প্রস্তুতি চলছে ।
আরও পড়ুন: