ETV Bharat / bharat

দিল্লিতেই রয়েছেন হাসিনা ! তাঁর পাশে ভারত, সর্বদলীয় বৈঠকে জানালেন জয়শংকর - India to Help Hasina - INDIA TO HELP HASINA

India to Help Hasina: শেখ হাসিনাকে সাহায্য করবে ভারত ৷ পাশাপাশি যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ৷ সর্বদলীয় বৈঠকে আজ একথা জানালেন এস জয়শংকর ৷ এ দিকে, হাসিনা দিল্লিতেই রয়েছেন বলে শোনা যাচ্ছে ৷

ETV BHARAT
হাসিনাকে সাহায্য করবে ভারত, জানালেন বিদেশমন্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Aug 6, 2024, 12:28 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত ৷ মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে একথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি জানান, হাসিনাকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷ এদিকে, গতকাল বাংলাদেশ বায়ুসেনার যে বিমানটি হাসিনাকে নিয়ে দিল্লিতে এসেছিল, আজ সকাল 9টা নাগাদ সেই সি-130জে বিমান হিন্ডন বিমান ঘাঁটি থেকে উড়ে গিয়েছে বলে খবর ৷ সূত্রের দাবি, সেই বিমানে হাসিনা ছিলেন না ৷ ছিলেন বাংলাদেশের 7 জন সামরিক কর্মী ৷

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিশেষ বিমানে গোপনে দেশ ছাড়েন শেখ হাসিনা ৷ বিকেলে তাঁর বিমান দিল্লিতে এসে পৌঁছয় ৷ শোনা যাচ্ছে, তিনি দিল্লির কোনও গোপন আশ্রয় রয়েছেন ৷ তাঁকে ভবিষ্যতের পথ নির্ধারণের জন্য সময় দিয়েছে ভারত সরকার । সংসদ ভবনে এই নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি রাজনৈতিক দলের নেতাদের জানান, সরকার ওপার বাংলায় 10 হাজার ভারতীয় ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে ৷

সর্বদলীয় বৈঠকের পর জয়শংকর তাঁর এক্স হ্যান্ডেলে জানান, "বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে আজ সংসদে একটি সর্বদলীয় বৈঠকে গোটা পরিস্থিতি তুলে ধরা হয়েছে । যে সর্বসম্মত সমর্থন এবং বোঝাপড়া মিলেছে তা প্রশংসনীয় ৷"

কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম এপ্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের কথা জানিয়েছে । জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষেত্রে কংগ্রেস দল সম্পূর্ণরূপে সরকারের সঙ্গে রয়েছে ৷" তবে, তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি ৷ সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, ডিএমকে নেতা টি আর বালু, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ও আরও অনেকে ৷ (পিটিআই)

নয়াদিল্লি, 6 অগস্ট: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত ৷ মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে একথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি জানান, হাসিনাকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷ এদিকে, গতকাল বাংলাদেশ বায়ুসেনার যে বিমানটি হাসিনাকে নিয়ে দিল্লিতে এসেছিল, আজ সকাল 9টা নাগাদ সেই সি-130জে বিমান হিন্ডন বিমান ঘাঁটি থেকে উড়ে গিয়েছে বলে খবর ৷ সূত্রের দাবি, সেই বিমানে হাসিনা ছিলেন না ৷ ছিলেন বাংলাদেশের 7 জন সামরিক কর্মী ৷

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিশেষ বিমানে গোপনে দেশ ছাড়েন শেখ হাসিনা ৷ বিকেলে তাঁর বিমান দিল্লিতে এসে পৌঁছয় ৷ শোনা যাচ্ছে, তিনি দিল্লির কোনও গোপন আশ্রয় রয়েছেন ৷ তাঁকে ভবিষ্যতের পথ নির্ধারণের জন্য সময় দিয়েছে ভারত সরকার । সংসদ ভবনে এই নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি রাজনৈতিক দলের নেতাদের জানান, সরকার ওপার বাংলায় 10 হাজার ভারতীয় ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে ৷

সর্বদলীয় বৈঠকের পর জয়শংকর তাঁর এক্স হ্যান্ডেলে জানান, "বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে আজ সংসদে একটি সর্বদলীয় বৈঠকে গোটা পরিস্থিতি তুলে ধরা হয়েছে । যে সর্বসম্মত সমর্থন এবং বোঝাপড়া মিলেছে তা প্রশংসনীয় ৷"

কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম এপ্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের কথা জানিয়েছে । জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষেত্রে কংগ্রেস দল সম্পূর্ণরূপে সরকারের সঙ্গে রয়েছে ৷" তবে, তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি ৷ সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, ডিএমকে নেতা টি আর বালু, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ও আরও অনেকে ৷ (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.