ETV Bharat / bharat

ফিফথ্ জেনারেশনের যুদ্ধবিমান তৈরি করছে ভারত ! কী রয়েছে? - AMCA Fighter Jet

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 2:56 PM IST

5.5 Generation AMCA Fighter Jet: অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট যুদ্ধবিমান (AMCA) এর প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে 2028 সালের মধ্যে ৷ এরপর 2035 সাল থেকে শুরু হবে অত্যাধুনিক যুদ্ধবিমানের উৎপাদন ৷ তারপর চিন, আমেরিকা, রাশিয়ার মতো ভারতের কাছেও থাকবে ফিফথ্ জেনারেশনের যুদ্ধবিমান ৷

5.5 Generation AMCA Fighter Jet
ফিফথ্ জেনারেশনের যুদ্ধবিমান (ইটিভি ভারত)

যোধপুর, 15 সেপ্টেম্বর: প্রতিরক্ষায় আরও শক্তি বাড়াচ্ছে দেশ ৷ চিন, আমেরিকা, রাশিয়াকে টেক্কা দিতে এবার পঞ্চম প্রজন্মের স্টেলথ্ যুদ্ধবিমান তৈরি করতে চলেছে ভারত ৷ 2028 সালের মধ্যে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট যুদ্ধবিমান (AMCA)-টির প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে ৷

নানা জল্পনার পর রাফাল যুদ্ধবিমান জায়গা করে নিয়েছে বায়ুসেনায় ৷ ইতিমধ্যেই লাইট কমব্যাট যুদ্ধবিমান তেজসের আধুনিক সংস্করণ নিয়েও কাজ শুরু করে দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ডিআরডিও) ৷ এই আবহে কয়েকদিন আগে একটি বৈঠক করে বায়ুসেনা, ডিআরডিও এবং প্রতিরক্ষা মন্ত্রক ৷ সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, 2035 সাল থেকে AMCA-এর মাস প্রোডাকশন শুরু করবে ডিআরডিও ৷ তবে 2028 সালের মধ্যে এই যুদ্ধবিমানের প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে ৷

ফিফথ্ জেনারেশেনের এই যুদ্ধবিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ডিআরডিও-এর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)কে ৷ সংস্থার তরফে ভাজি রাজপুরোহিত জানিয়েছেন, ফিফথ্ জেনারেশনের এই যুদ্ধবিমানে থাকবে দু'টি ইঞ্জিন ৷ সেই সঙ্গে, থাকবে ইলেকট্রনিক পাইলটিং সিস্টেম ৷ 27 টন ওজনের এই যুদ্ধবিমানে অনেক বেশি যুদ্ধাস্ত্র বহন করা যাবে ৷

রাজপুরোহিত বলেন, "অত্যাধুনিক এই যুদ্ধবিমানের ডিজাইন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ এখন শুধু ইঞ্জিন তৈরির কাজ শেষ হয়ে গেলেই 2028 সালের মধ্যে প্রকাশ্যে আনা হবে অ্যামকা-র প্রোটোটাইপ ৷" অ্যামকা-র প্রধান বৈশিষ্ট হল, সম্পূর্ণ কনফিগারড্ মিসাইল বহন করা যাবে এই যুদ্ধবিমানে ৷ এই প্রকল্পের মাধ্যমে দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে ৷

এলসিএ মার্ক 2 যুদ্ধবিমান: তবে অ্যামকার আগেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 4.5 জেনারেশন লাইট কমব্যাট মার্ক 2 যুদ্ধবিমান আসতে চলেছে বায়ুসেনার ঘরে ৷ 2026 সালের মার্চ মাস থেকে আকাশে ঝড় তুলবে এই যুদ্ধবিমান বলে জানা গিয়েছে ৷ জ্যাগুয়ার, মিগ-29 এবং মিরাজ-2000 যুদ্ধবিমানের পরিবর্তে ব্যবহার করা হবে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটিকে ৷ অত্যাধুনিক এই যুদ্ধবিমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সমস্ত ব্যবস্থা রয়েছে ৷ এমনকী, সেন্সরের জন্যও দেশীয় প্রযুক্তিতে তৈরি উত্তম ব়্যাডার ব্যবহার করা হয়েছে ৷

প্রসঙ্গত, শনিবার দ্বিতীয় 'তারাঙ্গ শক্তি-24' মহড়া শেষ হল ৷ এই মহড়া ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত বৃহত্তম বহুজাতিক বিমান মহড়াগুলির মধ্যে একটি । মহড়ার শেষ দিনে আটটি দেশের বায়ু সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন। ভারতের সঙ্গে এই মহড়ায় অংশগ্রহণ করেছিল আমেরিকা, গ্রিস, সিঙ্গাপুর, শ্রী লঙ্কা, জাপান, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির বায়ুসেনাও যোগ দিয়েছিল ৷ যোধপুরের বায়ুসেনা ঘাঁটিতে 29 অগস্ট থেকে শুরু হয় এই মহড়া ৷

যোধপুর, 15 সেপ্টেম্বর: প্রতিরক্ষায় আরও শক্তি বাড়াচ্ছে দেশ ৷ চিন, আমেরিকা, রাশিয়াকে টেক্কা দিতে এবার পঞ্চম প্রজন্মের স্টেলথ্ যুদ্ধবিমান তৈরি করতে চলেছে ভারত ৷ 2028 সালের মধ্যে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট যুদ্ধবিমান (AMCA)-টির প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে ৷

নানা জল্পনার পর রাফাল যুদ্ধবিমান জায়গা করে নিয়েছে বায়ুসেনায় ৷ ইতিমধ্যেই লাইট কমব্যাট যুদ্ধবিমান তেজসের আধুনিক সংস্করণ নিয়েও কাজ শুরু করে দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ডিআরডিও) ৷ এই আবহে কয়েকদিন আগে একটি বৈঠক করে বায়ুসেনা, ডিআরডিও এবং প্রতিরক্ষা মন্ত্রক ৷ সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, 2035 সাল থেকে AMCA-এর মাস প্রোডাকশন শুরু করবে ডিআরডিও ৷ তবে 2028 সালের মধ্যে এই যুদ্ধবিমানের প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে ৷

ফিফথ্ জেনারেশেনের এই যুদ্ধবিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ডিআরডিও-এর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)কে ৷ সংস্থার তরফে ভাজি রাজপুরোহিত জানিয়েছেন, ফিফথ্ জেনারেশনের এই যুদ্ধবিমানে থাকবে দু'টি ইঞ্জিন ৷ সেই সঙ্গে, থাকবে ইলেকট্রনিক পাইলটিং সিস্টেম ৷ 27 টন ওজনের এই যুদ্ধবিমানে অনেক বেশি যুদ্ধাস্ত্র বহন করা যাবে ৷

রাজপুরোহিত বলেন, "অত্যাধুনিক এই যুদ্ধবিমানের ডিজাইন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ এখন শুধু ইঞ্জিন তৈরির কাজ শেষ হয়ে গেলেই 2028 সালের মধ্যে প্রকাশ্যে আনা হবে অ্যামকা-র প্রোটোটাইপ ৷" অ্যামকা-র প্রধান বৈশিষ্ট হল, সম্পূর্ণ কনফিগারড্ মিসাইল বহন করা যাবে এই যুদ্ধবিমানে ৷ এই প্রকল্পের মাধ্যমে দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে ৷

এলসিএ মার্ক 2 যুদ্ধবিমান: তবে অ্যামকার আগেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 4.5 জেনারেশন লাইট কমব্যাট মার্ক 2 যুদ্ধবিমান আসতে চলেছে বায়ুসেনার ঘরে ৷ 2026 সালের মার্চ মাস থেকে আকাশে ঝড় তুলবে এই যুদ্ধবিমান বলে জানা গিয়েছে ৷ জ্যাগুয়ার, মিগ-29 এবং মিরাজ-2000 যুদ্ধবিমানের পরিবর্তে ব্যবহার করা হবে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটিকে ৷ অত্যাধুনিক এই যুদ্ধবিমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সমস্ত ব্যবস্থা রয়েছে ৷ এমনকী, সেন্সরের জন্যও দেশীয় প্রযুক্তিতে তৈরি উত্তম ব়্যাডার ব্যবহার করা হয়েছে ৷

প্রসঙ্গত, শনিবার দ্বিতীয় 'তারাঙ্গ শক্তি-24' মহড়া শেষ হল ৷ এই মহড়া ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত বৃহত্তম বহুজাতিক বিমান মহড়াগুলির মধ্যে একটি । মহড়ার শেষ দিনে আটটি দেশের বায়ু সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন। ভারতের সঙ্গে এই মহড়ায় অংশগ্রহণ করেছিল আমেরিকা, গ্রিস, সিঙ্গাপুর, শ্রী লঙ্কা, জাপান, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির বায়ুসেনাও যোগ দিয়েছিল ৷ যোধপুরের বায়ুসেনা ঘাঁটিতে 29 অগস্ট থেকে শুরু হয় এই মহড়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.