যোধপুর, 15 সেপ্টেম্বর: প্রতিরক্ষায় আরও শক্তি বাড়াচ্ছে দেশ ৷ চিন, আমেরিকা, রাশিয়াকে টেক্কা দিতে এবার পঞ্চম প্রজন্মের স্টেলথ্ যুদ্ধবিমান তৈরি করতে চলেছে ভারত ৷ 2028 সালের মধ্যে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট যুদ্ধবিমান (AMCA)-টির প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে ৷
নানা জল্পনার পর রাফাল যুদ্ধবিমান জায়গা করে নিয়েছে বায়ুসেনায় ৷ ইতিমধ্যেই লাইট কমব্যাট যুদ্ধবিমান তেজসের আধুনিক সংস্করণ নিয়েও কাজ শুরু করে দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ডিআরডিও) ৷ এই আবহে কয়েকদিন আগে একটি বৈঠক করে বায়ুসেনা, ডিআরডিও এবং প্রতিরক্ষা মন্ত্রক ৷ সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, 2035 সাল থেকে AMCA-এর মাস প্রোডাকশন শুরু করবে ডিআরডিও ৷ তবে 2028 সালের মধ্যে এই যুদ্ধবিমানের প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে ৷
Witnessed an aerial display during the Tarang Shakti Exercise in Jodhpur today. The Exercise will strengthen cooperation, coordination and trust among the friendly countries. Tarang Shakti underscores the growing stature of the Indian Armed Forces. ⁰
— Rajnath Singh (@rajnathsingh) September 12, 2024
Today’s landmark event is an… pic.twitter.com/P2Yil2FPL5
ফিফথ্ জেনারেশেনের এই যুদ্ধবিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ডিআরডিও-এর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)কে ৷ সংস্থার তরফে ভাজি রাজপুরোহিত জানিয়েছেন, ফিফথ্ জেনারেশনের এই যুদ্ধবিমানে থাকবে দু'টি ইঞ্জিন ৷ সেই সঙ্গে, থাকবে ইলেকট্রনিক পাইলটিং সিস্টেম ৷ 27 টন ওজনের এই যুদ্ধবিমানে অনেক বেশি যুদ্ধাস্ত্র বহন করা যাবে ৷
রাজপুরোহিত বলেন, "অত্যাধুনিক এই যুদ্ধবিমানের ডিজাইন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ এখন শুধু ইঞ্জিন তৈরির কাজ শেষ হয়ে গেলেই 2028 সালের মধ্যে প্রকাশ্যে আনা হবে অ্যামকা-র প্রোটোটাইপ ৷" অ্যামকা-র প্রধান বৈশিষ্ট হল, সম্পূর্ণ কনফিগারড্ মিসাইল বহন করা যাবে এই যুদ্ধবিমানে ৷ এই প্রকল্পের মাধ্যমে দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে ৷
এলসিএ মার্ক 2 যুদ্ধবিমান: তবে অ্যামকার আগেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 4.5 জেনারেশন লাইট কমব্যাট মার্ক 2 যুদ্ধবিমান আসতে চলেছে বায়ুসেনার ঘরে ৷ 2026 সালের মার্চ মাস থেকে আকাশে ঝড় তুলবে এই যুদ্ধবিমান বলে জানা গিয়েছে ৷ জ্যাগুয়ার, মিগ-29 এবং মিরাজ-2000 যুদ্ধবিমানের পরিবর্তে ব্যবহার করা হবে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটিকে ৷ অত্যাধুনিক এই যুদ্ধবিমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সমস্ত ব্যবস্থা রয়েছে ৷ এমনকী, সেন্সরের জন্যও দেশীয় প্রযুক্তিতে তৈরি উত্তম ব়্যাডার ব্যবহার করা হয়েছে ৷
প্রসঙ্গত, শনিবার দ্বিতীয় 'তারাঙ্গ শক্তি-24' মহড়া শেষ হল ৷ এই মহড়া ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত বৃহত্তম বহুজাতিক বিমান মহড়াগুলির মধ্যে একটি । মহড়ার শেষ দিনে আটটি দেশের বায়ু সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন। ভারতের সঙ্গে এই মহড়ায় অংশগ্রহণ করেছিল আমেরিকা, গ্রিস, সিঙ্গাপুর, শ্রী লঙ্কা, জাপান, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির বায়ুসেনাও যোগ দিয়েছিল ৷ যোধপুরের বায়ুসেনা ঘাঁটিতে 29 অগস্ট থেকে শুরু হয় এই মহড়া ৷