কাজান, 23 অক্টোবর: চলতি সপ্তাহেই ভারত ও চিনের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে প্রহরা দেওয়া নিয়ে চুক্তি হয়েছে ৷ এরপর রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনের ফাঁকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ তাঁর সঙ্গে বৈঠক নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷
তিনি লেখেন, "কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হল ৷ ভারত ও চিনের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ আমাদের দেশের মানুষের জন্য। পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বে শান্তি এবং স্থিরতা আনতে দু'দেশের সম্পর্ক উল্লেখযোগ্য ৷ পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং পারস্পরিক সংবেদনশীলতাই দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন দিশা দেখাবে ৷"
গত সোমবার পূর্ব লাদাখের ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দু'দেশের সেনার প্রহরা দেওয়া নিয়ে একটি চুক্তি হয়েছে ৷ এই চুক্তিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি ৷ ওই চুক্তির পরপরই যেভাবে দুই রাষ্ট্রনায়ক বৈঠকে বসলেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ ।
Met President Xi Jinping on the sidelines of the Kazan BRICS Summit.
— Narendra Modi (@narendramodi) October 23, 2024
India-China relations are important for the people of our countries, and for regional and global peace and stability.
Mutual trust, mutual respect and mutual sensitivity will guide bilateral relations. pic.twitter.com/tXfudhAU4b
এই বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "পাঁচ বছর পর আমাদের মধ্যে সরকারি বৈঠক হল ৷ আমরা বিশ্বাস করি ভারত ও চিনের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আমাদের দু'দেশের মানুষের জন্যই নয় ৷ বিশ্বে উন্নয়ন, শান্তি ও স্থিরতার জন্যও ৷ গত 4 বছরে আন্তর্জাতিক সীমান্তে যে ইস্যুগুলি নিয়ে মতানৈক্য তৈরি হয়েছিল, সে বিষয়ে একমত হতে পেরেছে দু'টি দেশ ৷ এই বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি ৷ সীমান্ত এলাকায় শান্তি, স্থিরতা বজায় রাখাই আমাদের কাছে অগ্রাধিকার ৷"
2020 সালে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) গালওয়ানে ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এরপর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে ৷ তার আগে 2019 সালে তামিলনাড়ুর মহাবলিপূরমে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রী মোদির ৷ এরপর 2022 সালে ইন্দোনেশিয়ার বালিতে জি-20 গোষ্ঠীর সম্মেলনে তাঁদের দেখা হয় ৷ 2023 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও দুই রাষ্ট্রনেতার মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল ৷