নয়াদিল্লি, 9 ডিসেম্বর: সিরিয়ায় বিদ্রোহীরা ক্ষমতা দখল করেছে ৷ আর তার একদিন পর, ভারত সোমবার সেই দেশে স্থিতিশীলতা আনতে শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সিরিয়ার নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ার আহ্বান জানিয়েছে ৷ একই সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সিরিয়ায় ভারতীয় দূতাবাস সচল রয়েছে ৷ এমনকী সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তার সব দিকও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে ৷
বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা সিরিয়ায় ঘটে চলা যাবতীয় বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়েছে, "বর্তমান সময়ে আমরা সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।" ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমরা সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সব পক্ষের কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। আমরা সিরিয়ার সমাজের সকল শ্রেণীর স্বার্থ ও অধিকারকে সম্মান করে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সিরিয়ার নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে।"
এরই সঙ্গে, বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, দামাস্কাসে ভারতীয় দূতাবাস ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে ৷ তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও করছে দামাস্কাসের ভারতীয় দূতাবাস। প্রসঙ্গত, দীর্ঘ 5 দশকের ক্ষমতার অবসান হয়েছে সিরিয়ায় ৷ হায়াত তাহিরির আল শ্যাম সংগঠনের বিদ্রোহীদের দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ৷ রবিবার রাতে সপরিবারে দেশও ছেড়েছেন তিনি ৷ তবে তাঁর পরবর্তি গন্তব্য ছিল অজানা ৷ অবশেষে জানা গিয়েছে তাঁর ঠিকানা ৷
রুশ সংবাদমাধ্যমের দাবি, আপাতত মস্কোয় আশ্রয় নিয়েছেন বাশার ৷ দীর্ঘদিনের 'বন্ধু'কে সাহায্য করতে দ্বিধাবোধ করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ মানবিক কারণে সিরিয়ার প্রেসিডেন্টকে আশ্রয় দেওয়া হয়েছে বলে দাবি সেই দেশের সংবাদমাধ্যমের ৷ (পিটিআই)