কলকাতা ও ভুবনেশ্বর, 20 অক্টোবর: কালীপুজোর আগে বঙ্গে ফের বৃষ্টির আশঙ্কা ৷ বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যে। সতর্কতা জারি করেছে নয়াদিল্লির মৌসম ভবন। 24 অক্টোবর বাংলা-ওড়িশা উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড় দানা। জেনে নিন মৌসম ভবনের দেওয়া দানা ঘূর্ণিঝড় সম্পর্কে বিস্তারিত ৷
'দানা' ঘূর্ণিঝড়টি আর কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে উপকূলে ! রবিবার মৌসম ভবন জানিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ পরবর্তী সময়ে ওই ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে ৷ আপাতত সেখানেই সেটি রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন ৷ সাধারণত কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নির্দিষ্ট জায়গায় দীর্ঘক্ষণ অবস্থান করলে তার শক্তি বৃদ্ধি হয় ৷ এক্ষেত্রেও তেমনই হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের ৷ এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় অর্থাৎ (21 থেকে 22 তারিখের মধ্যে) পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Pre Cyclone Watch:
— India Meteorological Department (@Indiametdept) October 20, 2024
A Low Pressure Area is very likely to form over the Eastcentral Bay of Bengal and adjoining north Andaman Sea during next 24 hours. It is very likely to move westnorthwestwards and intensify into a depression by 22nd October morning and into a cyclonic storm by… pic.twitter.com/33qz5Pptxc
আজ মৌসম ভবনের তরফে টুইটে আরও জানানো হয়েছে, 22 অক্টোবর পূর্ব-মধ্য সাগরে তৈরি নিম্নচাপ, 23 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ আর তা 24 অক্টোবর সকালে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধেয়ে আসতে ওড়িশা-বাংলা উপকূলের দিকে ৷
কী প্রভাব পড়তে পারে?
দুই 24 পরগনা দুই মেদিনীপুর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ৷ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে হাওয়া অফিসের। মঙ্গল ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 100 থেকে 120 কিমি বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা ৷ ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিও চলবে বাংলা ও ওড়িশা উপকূল সংলগ্ন অঞ্চলে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উপকূলের আশপাশের জেলাগুলিতেও ৷