ETV Bharat / bharat

কীভাবে অনলাইন পাবেন আপনার ভোটিং স্লিপ ? জেনে নিন বিস্তারিত - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Voting Slips Online: নির্বাচন কমিশন প্রত্যেক ভোটের সময়ই একটি ভোটার স্লিপ জারি করে। এতে ভোটারের নাম-বয়স-লিঙ্গ-বিধানসভা কেন্দ্র-ভোট কেন্দ্রের অবস্থান-কক্ষ নম্বর-ভোটগ্রহণের তারিখ এবং ভোটগ্রহণের সময় ইত্যাদি তথ্য দেওয়া থাকে ৷ এবার এই স্লিপ মিলছে অনলাইনেই।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 10:53 PM IST

হায়দরাবাদ, 25 এপ্রিল: 2024 সালের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ 26 এপ্রিল শুক্রবার সকাল 7 টায় শুরু হবে। ভোট সন্ধ্যা 6 টা পর্যন্ত চলবে। আর এই প্রতিটি দফাতেই ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্ধারিত সচিত্র পরিচয় পত্র ছাড়াও যেটা দরকার সেটা হলো ভোটার স্লিপ ৷ ভোটারদের নিজের ভোটকেন্দ্রে অবশ্যই ভোটের স্লিপ নিয়ে যেতে হবে ৷ কী এই ভোটার স্লিপ ?

ভারতের নির্বাচন কমিশন প্রত্যেক ভোটের সময়ই একটি ভোটার স্লিপ জারি করে। এতে নাম, বয়স, লিঙ্গ, বিধানসভা কেন্দ্র, ভোট কেন্দ্রের অবস্থান, কক্ষ নম্বর, ভোটগ্রহণের তারিখ এবং ভোটগ্রহণের সময় ইত্যাদি তথ্য দেওয়া থাকে ৷ এখন অবশ্য অনলাইনেই পেয়ে যেতে পারেন আপনার ভোটার স্লিপ ৷ কীভাবে আপনার স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে ভোটিং স্লিপ পেতে পারেন ?

প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে 'ভোটার হেল্পলাইন' অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এরপর বিকল্প 'E-EPIC' ক্লিক করতে হবে ৷ এরপরই আপনার রেজিস্টার সেল ফোন নম্বর, পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করতে হবে ৷ ভোটার আইডি কার্ডের নির্দিষ্ট এপিক নম্বরটিও এক্ষেত্রে প্রয়োজন হবে ৷ ডকুমেন্টটি খুলতে ফের একবার ওটিপি দিতে হবে ৷ তাহলে ভোটার স্লিপ ডাউনলোড হয়ে যাবে।

ওয়েবসাইট ব্যবহার করেও এইভাবে ভোট স্লিপ ডাউনলোড করা যেতে পারে ৷ ওয়েবসাইটটি হল "https:\\voters.eci.gov.in\" ৷ এরপর আপনার রেজিস্টার ফোন নম্বর, পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করুন ৷ আপনি যদি প্রথমবার ব্যবহার করেন তবে আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে ৷ তারপর 'Download E-EPIC' অপশনে ক্লিক করুন ৷ ভোটার আইডি কার্ডের এপিক নম্বরটি সেখানে লিখতে হবে ৷ এটি সম্পন্ন হলে, VIS-সহ E-EPIC ডাউনলোড করা যাবে ৷

আরও পড়ুন:

  1. সব বুথে ওয়েব কাস্টিং-কেন্দ্রীয় বাহিনী, বাংলার তিন কেন্দ্রে বাড়তি নজর কমিশনের
  2. শুক্রে 88 ভোট আসনে, লড়াইয়ে রাহুল-হেমা-ওম-সুকান্ত

হায়দরাবাদ, 25 এপ্রিল: 2024 সালের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ 26 এপ্রিল শুক্রবার সকাল 7 টায় শুরু হবে। ভোট সন্ধ্যা 6 টা পর্যন্ত চলবে। আর এই প্রতিটি দফাতেই ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্ধারিত সচিত্র পরিচয় পত্র ছাড়াও যেটা দরকার সেটা হলো ভোটার স্লিপ ৷ ভোটারদের নিজের ভোটকেন্দ্রে অবশ্যই ভোটের স্লিপ নিয়ে যেতে হবে ৷ কী এই ভোটার স্লিপ ?

ভারতের নির্বাচন কমিশন প্রত্যেক ভোটের সময়ই একটি ভোটার স্লিপ জারি করে। এতে নাম, বয়স, লিঙ্গ, বিধানসভা কেন্দ্র, ভোট কেন্দ্রের অবস্থান, কক্ষ নম্বর, ভোটগ্রহণের তারিখ এবং ভোটগ্রহণের সময় ইত্যাদি তথ্য দেওয়া থাকে ৷ এখন অবশ্য অনলাইনেই পেয়ে যেতে পারেন আপনার ভোটার স্লিপ ৷ কীভাবে আপনার স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে ভোটিং স্লিপ পেতে পারেন ?

প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে 'ভোটার হেল্পলাইন' অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এরপর বিকল্প 'E-EPIC' ক্লিক করতে হবে ৷ এরপরই আপনার রেজিস্টার সেল ফোন নম্বর, পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করতে হবে ৷ ভোটার আইডি কার্ডের নির্দিষ্ট এপিক নম্বরটিও এক্ষেত্রে প্রয়োজন হবে ৷ ডকুমেন্টটি খুলতে ফের একবার ওটিপি দিতে হবে ৷ তাহলে ভোটার স্লিপ ডাউনলোড হয়ে যাবে।

ওয়েবসাইট ব্যবহার করেও এইভাবে ভোট স্লিপ ডাউনলোড করা যেতে পারে ৷ ওয়েবসাইটটি হল "https:\\voters.eci.gov.in\" ৷ এরপর আপনার রেজিস্টার ফোন নম্বর, পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করুন ৷ আপনি যদি প্রথমবার ব্যবহার করেন তবে আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে ৷ তারপর 'Download E-EPIC' অপশনে ক্লিক করুন ৷ ভোটার আইডি কার্ডের এপিক নম্বরটি সেখানে লিখতে হবে ৷ এটি সম্পন্ন হলে, VIS-সহ E-EPIC ডাউনলোড করা যাবে ৷

আরও পড়ুন:

  1. সব বুথে ওয়েব কাস্টিং-কেন্দ্রীয় বাহিনী, বাংলার তিন কেন্দ্রে বাড়তি নজর কমিশনের
  2. শুক্রে 88 ভোট আসনে, লড়াইয়ে রাহুল-হেমা-ওম-সুকান্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.