ETV Bharat / bharat

অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ, সাসপেন্ড আইএএস আধিকারিক - IAS Officer Suspend - IAS OFFICER SUSPEND

IAS Officer Suspend: হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভরমৌরে সহকারী ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত আইএএস নবীন তানওয়ারকে সাসপেন্ড করা হয়েছে । অন্যের জায়গায় পরীক্ষা দেওয়ার অভিযোগ নবীনের বিরুদ্ধে । নবীন 2019 ব্যাচের হিমাচল ক্যাডারের আইএএস অফিসার ।

IAS Officer Suspended
IAS Officer Suspended
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 2:28 PM IST

সিমলা, 7 এপ্রিল: অন্য কারও পরিবর্তে ব্যাংকের ক্লার্কের পরীক্ষা দেওয়ার অভিযোগ ৷ আইএএস নবীন তানওয়ারকে সাসপেন্ড করল হিমাচল প্রদেশ সরকার । নবীনকে গত মাসে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় । সেই সঙ্গে 50 হাজার টাকা জরিমানাও করেছেন ম্যাজিস্ট্রেট শিবম ভার্মা । নবীন 2019 ব্যাচের আইএএস অফিসার ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, 2014 সালের 13 ডিসেম্বর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি গাজিয়াবাদে আইবিপিএস ক্লার্ক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ সেই পরীক্ষায় উপস্থিত ছিলেন নবীন তানওয়ার । তিনি ঝাঁসি থেকে অমিত নামে এক ব্যক্তির জায়গায় ব্যাংকের ক্লার্ক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ।

বর্তমানে নবীন রাজ্যের চাম্বা জেলার ভরমৌরে সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন । নবীন তানওয়ারের মামলার অভিযোগ সিবিআই আদালতে প্রমাণিত হয়েছে। পরীক্ষায় নবীন তানওয়ার-সহ 6 জনকে দোষী সাব্যস্ত করা হয় । যাদেরকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে । এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারও 18 মার্চ সিবিআইয়ের কাছে তথ্য চেয়েছিল ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, 9 বছর আগে 2014 সালে নবীন তানওয়ার ঝাঁসি থেকে অমিতের জায়গায় ক্লার্ক পরীক্ষায় অংশ নিয়েছিলেন । এরপর 2019 সালে নবীন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস হিসাবে নির্বাচিত হন। অন্য কারও হয়ে পরীক্ষা দেওয়ার মামলায় প্রায় এক বছর ধরে বিচার চলছিল, যেখানে আদালত নবীন তানওয়ারকে দোষী সাব্যস্ত করে হয়েছে ।

নবীন তানওয়ারের ফাইলে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্বাক্ষরের পরে এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে । বর্তমানে নবীনের ক্ষেত্রে এ বিষয়ে প্রথমে আইন বিভাগ থেকে পরামর্শ নেওয়া হয় । এতে অধিদফতর স্পষ্ট করে বলেছে, যদি কোনও কর্মচারী বা কর্মকর্তা 48 ঘণ্টা কারাগারে থাকেন তাহলে তাঁকে সাসপেন্ড বলে গণ্য করতে হয় । নবীনের ক্ষেত্রেও তাই হবে ৷

আরও পড়ুন:

  1. আজই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার ফর্ম পরিবর্তনের শেষদিন, কীভাবে করবেন ?
  2. স্ত্রী ভরণপোষণের টাকা না নিলে কী হবে? নয়া নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
  3. অনলাইন গেমিংয়ে 28% জিএসটি, 9 হাইকোর্টের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

সিমলা, 7 এপ্রিল: অন্য কারও পরিবর্তে ব্যাংকের ক্লার্কের পরীক্ষা দেওয়ার অভিযোগ ৷ আইএএস নবীন তানওয়ারকে সাসপেন্ড করল হিমাচল প্রদেশ সরকার । নবীনকে গত মাসে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় । সেই সঙ্গে 50 হাজার টাকা জরিমানাও করেছেন ম্যাজিস্ট্রেট শিবম ভার্মা । নবীন 2019 ব্যাচের আইএএস অফিসার ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, 2014 সালের 13 ডিসেম্বর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি গাজিয়াবাদে আইবিপিএস ক্লার্ক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ সেই পরীক্ষায় উপস্থিত ছিলেন নবীন তানওয়ার । তিনি ঝাঁসি থেকে অমিত নামে এক ব্যক্তির জায়গায় ব্যাংকের ক্লার্ক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ।

বর্তমানে নবীন রাজ্যের চাম্বা জেলার ভরমৌরে সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন । নবীন তানওয়ারের মামলার অভিযোগ সিবিআই আদালতে প্রমাণিত হয়েছে। পরীক্ষায় নবীন তানওয়ার-সহ 6 জনকে দোষী সাব্যস্ত করা হয় । যাদেরকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে । এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারও 18 মার্চ সিবিআইয়ের কাছে তথ্য চেয়েছিল ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, 9 বছর আগে 2014 সালে নবীন তানওয়ার ঝাঁসি থেকে অমিতের জায়গায় ক্লার্ক পরীক্ষায় অংশ নিয়েছিলেন । এরপর 2019 সালে নবীন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস হিসাবে নির্বাচিত হন। অন্য কারও হয়ে পরীক্ষা দেওয়ার মামলায় প্রায় এক বছর ধরে বিচার চলছিল, যেখানে আদালত নবীন তানওয়ারকে দোষী সাব্যস্ত করে হয়েছে ।

নবীন তানওয়ারের ফাইলে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্বাক্ষরের পরে এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে । বর্তমানে নবীনের ক্ষেত্রে এ বিষয়ে প্রথমে আইন বিভাগ থেকে পরামর্শ নেওয়া হয় । এতে অধিদফতর স্পষ্ট করে বলেছে, যদি কোনও কর্মচারী বা কর্মকর্তা 48 ঘণ্টা কারাগারে থাকেন তাহলে তাঁকে সাসপেন্ড বলে গণ্য করতে হয় । নবীনের ক্ষেত্রেও তাই হবে ৷

আরও পড়ুন:

  1. আজই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার ফর্ম পরিবর্তনের শেষদিন, কীভাবে করবেন ?
  2. স্ত্রী ভরণপোষণের টাকা না নিলে কী হবে? নয়া নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
  3. অনলাইন গেমিংয়ে 28% জিএসটি, 9 হাইকোর্টের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.