ETV Bharat / bharat

স্ত্রী ভরণপোষণের টাকা না নিলে কী হবে? নয়া নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের - Allahabad High Court

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 6:39 PM IST

Allahabad High Court: স্ত্রী স্বেচ্ছায় স্বামীর থেকে ভরণপোষণের টাকা নিতে একবার অস্বীকার করলে পরবর্তী কালে সেই টাকা পাবেন না ৷ একটি বিবাহ- বিচ্ছেদ মামলায় রায় এলাহাবাদ হাইকোর্টের ৷

Allahabad High Court
প্রতীকী ছবি

প্রয়াগরাজ, 6 এপ্রিল: দু’পক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হলে এবং স্ত্রী যদি তাঁর অধিকার ছেড়ে দেন তবে স্বামীর কাছ থেকে কোনও সুবিধে পাবেন না ৷ একটি বিবাহ বিচ্ছেদের মামালায় এমনই রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ বিচারপতি বিপিন চন্দ্র দীক্ষিত, গৌরব মেহতা এবং অনামিকা চোপড়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

বিবাহ বিচ্ছেদের পর ওই মহিলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর ভরণপোষণ সংক্রান্ত মামলা নিয়ে ৷ তখনই গৌতম বুদ্ধ নগরের অতিরিক্ত প্রধান বিচারপতি মামলাকারী মহিলাকে মাসিক 25 হাজার টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট ৷ পাশাপাশি, গৌতম বুদ্ধ নগরের অতিরিক্ত প্রধান বিচারপতিকে তাঁর দেওয়া নির্দেশও বাতিল করতে বলেছে আদালত ৷

আদালত মনে করছে, মামলাকারী মহিলা ভরণপোষণের টাকার অঙ্ক বাড়াতেই মামলা করেছিলেন ৷ সেই আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট ৷ এরপরেই আবেদনকারীর আবেদন খতিয়ে দেখে আদালত রায় দেয়, ওই মহিলা তাঁঁর স্বামীর প্রতি সমস্ত অধিকার ছেড়ে বিবাহবিচ্ছেদ করেছেন ৷ তাই অন্তর্বর্তীকালীন ভরণপোষণ পাওয়ার অধিকার নেই তাঁর।

জানা গিয়েছে, 2004 সালের 27 ফেব্রুয়ারি গৌতম বুদ্ধ নগরের এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল মহিলার ৷ তাঁদের একটি সন্তান আছে ৷ এর ঠিক দু’বছর পর 2006 সালের 16 জুন দিল্লির তিস হাজারি আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন তিনি। বিচার চলাকালীন সংশ্লিষ্ট আদালত দু’পক্ষের জবানবন্দি রেকর্ড করে ৷ সেখাই স্ত্রী জানান, ভবিষ্যতে তিনি স্বামীর কাছে কোনও ভরণপোষণ চাইবেন না। পুত্র সাবালক না-হওয়া পর্যন্ত মায়ের কাছেই থাকবে ৷ পিতা নির্ধারিত সময়ে পুত্রের সঙ্গে দেখা করতে পারবেন। এর ভিত্তিতে 2007 সালের 20 আগস্ট ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ দু'জনই তারপর থেকে আলাদা থাকেন ।

এর কিছুদিন পরে আবারও ওই মহিলা গৌতম বুদ্ধ নগর পারিবারিক আদালতে ভরণপোষণের মামলা দায়ের করেন ৷ সেই মামলায় পারিবারিক আদালত রায় দেয়, ছেলের খরচের জন্য প্রতি মাসে 15 হাজার টাকা দিতে হবে ওই ব্যক্তিকে। এরপর স্ত্রীও প্রাক্তন স্বামীর আয়ের 25 শতাংশ ভরণপোষণের জন্য দাবি করেন ৷ পারিবারিক আদালত তা মেনে নিয়ে ওই মহিলাকে 25 হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয় ৷ এই রায়কে চ্যলেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন স্বামী ৷ সেই রায়ের ভিত্তিতেই এলাহাবাদ হাইকোর্ট 25 হাজার টাকা দেওয়ার নির্দেশ খারিজ করে দেয় ৷

আরও পড়ুন:

  1. মেয়াদ শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত বন্ধন ব্যাঙ্কের সিইও চন্দ্রশেখর ঘোষের
  2. টাটা স্টিলের ইতিহাসে প্রথম মহিলা খনি ইঞ্জিনিয়ার গায়েত্রী, জীবন কাটে ভূগর্ভে
  3. বিহার পুলিশের জালে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের 3, রয়েছে বাংলার যোগ

প্রয়াগরাজ, 6 এপ্রিল: দু’পক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হলে এবং স্ত্রী যদি তাঁর অধিকার ছেড়ে দেন তবে স্বামীর কাছ থেকে কোনও সুবিধে পাবেন না ৷ একটি বিবাহ বিচ্ছেদের মামালায় এমনই রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ বিচারপতি বিপিন চন্দ্র দীক্ষিত, গৌরব মেহতা এবং অনামিকা চোপড়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

বিবাহ বিচ্ছেদের পর ওই মহিলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর ভরণপোষণ সংক্রান্ত মামলা নিয়ে ৷ তখনই গৌতম বুদ্ধ নগরের অতিরিক্ত প্রধান বিচারপতি মামলাকারী মহিলাকে মাসিক 25 হাজার টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট ৷ পাশাপাশি, গৌতম বুদ্ধ নগরের অতিরিক্ত প্রধান বিচারপতিকে তাঁর দেওয়া নির্দেশও বাতিল করতে বলেছে আদালত ৷

আদালত মনে করছে, মামলাকারী মহিলা ভরণপোষণের টাকার অঙ্ক বাড়াতেই মামলা করেছিলেন ৷ সেই আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট ৷ এরপরেই আবেদনকারীর আবেদন খতিয়ে দেখে আদালত রায় দেয়, ওই মহিলা তাঁঁর স্বামীর প্রতি সমস্ত অধিকার ছেড়ে বিবাহবিচ্ছেদ করেছেন ৷ তাই অন্তর্বর্তীকালীন ভরণপোষণ পাওয়ার অধিকার নেই তাঁর।

জানা গিয়েছে, 2004 সালের 27 ফেব্রুয়ারি গৌতম বুদ্ধ নগরের এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল মহিলার ৷ তাঁদের একটি সন্তান আছে ৷ এর ঠিক দু’বছর পর 2006 সালের 16 জুন দিল্লির তিস হাজারি আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন তিনি। বিচার চলাকালীন সংশ্লিষ্ট আদালত দু’পক্ষের জবানবন্দি রেকর্ড করে ৷ সেখাই স্ত্রী জানান, ভবিষ্যতে তিনি স্বামীর কাছে কোনও ভরণপোষণ চাইবেন না। পুত্র সাবালক না-হওয়া পর্যন্ত মায়ের কাছেই থাকবে ৷ পিতা নির্ধারিত সময়ে পুত্রের সঙ্গে দেখা করতে পারবেন। এর ভিত্তিতে 2007 সালের 20 আগস্ট ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ দু'জনই তারপর থেকে আলাদা থাকেন ।

এর কিছুদিন পরে আবারও ওই মহিলা গৌতম বুদ্ধ নগর পারিবারিক আদালতে ভরণপোষণের মামলা দায়ের করেন ৷ সেই মামলায় পারিবারিক আদালত রায় দেয়, ছেলের খরচের জন্য প্রতি মাসে 15 হাজার টাকা দিতে হবে ওই ব্যক্তিকে। এরপর স্ত্রীও প্রাক্তন স্বামীর আয়ের 25 শতাংশ ভরণপোষণের জন্য দাবি করেন ৷ পারিবারিক আদালত তা মেনে নিয়ে ওই মহিলাকে 25 হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয় ৷ এই রায়কে চ্যলেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন স্বামী ৷ সেই রায়ের ভিত্তিতেই এলাহাবাদ হাইকোর্ট 25 হাজার টাকা দেওয়ার নির্দেশ খারিজ করে দেয় ৷

আরও পড়ুন:

  1. মেয়াদ শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত বন্ধন ব্যাঙ্কের সিইও চন্দ্রশেখর ঘোষের
  2. টাটা স্টিলের ইতিহাসে প্রথম মহিলা খনি ইঞ্জিনিয়ার গায়েত্রী, জীবন কাটে ভূগর্ভে
  3. বিহার পুলিশের জালে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের 3, রয়েছে বাংলার যোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.