ETV Bharat / bharat

বুধেই বয়ান রেকর্ড হেমন্তের, মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় 144 ধারা জারি - Jharkhand CM

Hemant Soren: জমি দুর্নীতি এবং হাওয়ালা মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দক্ষিণ দিল্লির বাসভবনে তল্লাশি চালায় ইডি ৷ এদিকে তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি ৷ এর মধ্যে সোরেন চিঠি দিলেন ইডিকে ৷

ETV Bharat
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 12:49 PM IST

রাঁচি, 30 জানুয়ারি: তাঁর খোঁজ পাওয়া না-গেলেও বয়ান রেকর্ড করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ তিনি ইডিকে দেওয়া চিঠিতে জানিয়েছেন, 31 জানুয়ারি, বুধবার দুপুর 1টার সময় তাঁর রাঁচির বাড়িতে ইডি আধিকারিকদের সামনে তাঁর বয়ান রেকর্ড করবেন ৷ এর মধ্যে রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, রাজভবন এবং ইডি-র কার্যালয়ের 100 কিমি ব্যাসার্ধ পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে ৷

এদিকে সোমবার সকাল থেকে 12 ঘণ্টারও বেশি সময় ধরে হেমন্ত সোরেনের দক্ষিণ দিল্লির বাসভবনে তল্লাশি চালায় ইডি ৷ তল্লাশি শেষে তাঁর বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গাড়িটি বেনামি সম্পত্তি এবং হরিয়ানায় নথিভুক্ত ৷ এছাড়া তাঁর বাসভবন থেকে 36 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি ৷ সঙ্গে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে ৷ জমি দুর্নীতি এবং হাওয়ালা মামলায় হেমন্তের বিরুদ্ধে তদন্ত চলছে ৷

হেমন্ত সোরেনের অভিযোগ, তাঁকে ইডির জেরা করার বিষয়টি রাজনৈতিক ৷ তাঁর সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সোরেন চিঠিতে জানায়, "আপনারা ভালো করেই জানেন, 2 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন হবে ৷ তাই আগে থেকেই আমার এই সংক্রান্ত কর্মসূচি ঠিক করা আছে ৷ এই অবস্থায় 31 জানুয়ারি বা তার আগে আপনারা আমায় ফের বয়ান রেকর্ড করার জন্য চাপ দিচ্ছেন ৷ এতেই বোঝা যাচ্ছে, আপনাদের উদ্দেশ্য রাজনৈতিক ৷ আপনারা রাজ্য সরকারের কাজকর্মে ব্যাঘাত ঘটাতে চাইছেন ৷ একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তাঁর সরকারি কর্তব্য করতে বাধা দিচ্ছেন ৷" তিনি ইডির বিরুদ্ধে আরও অভিযোগ করেন, এই ধরনের আচরণ অসৎ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷

  • Jharkhand CM Hemant Soren remains untraceable. Enforcement Directorate has recovered Rs 36 lakhs in cash and also seized two cars from the Delhi residence of Jharkhand CM Hemant Soren during the probe into a money laundering case linked to an alleged land scam: Sources pic.twitter.com/Hx605sZAiW

    — ANI (@ANI) January 30, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে হেমন্ত সোরেনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ ইডি তাঁকে ফোনেও পায়নি ৷ এই তথ্য ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের কাছে সেই কথা জানিয়েছে বিজেপি ৷ রাজ্যপাল সংবাদমাধ্যমে বলেন, "আপনাদের মতো আমরাও মুখ্য়মন্ত্রীর সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি ৷ আমরাও চাই, রাজ্যে আইন ও শৃঙ্খলা বজায় থাকুক ৷"

আরও পড়ুন:

  1. হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে 12 ঘণ্টারও বেশি ইডি অভিযান, বাজেয়াপ্ত বিএমডব্লিউ গাড়ি
  2. জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডি
  3. ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের

রাঁচি, 30 জানুয়ারি: তাঁর খোঁজ পাওয়া না-গেলেও বয়ান রেকর্ড করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ তিনি ইডিকে দেওয়া চিঠিতে জানিয়েছেন, 31 জানুয়ারি, বুধবার দুপুর 1টার সময় তাঁর রাঁচির বাড়িতে ইডি আধিকারিকদের সামনে তাঁর বয়ান রেকর্ড করবেন ৷ এর মধ্যে রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, রাজভবন এবং ইডি-র কার্যালয়ের 100 কিমি ব্যাসার্ধ পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে ৷

এদিকে সোমবার সকাল থেকে 12 ঘণ্টারও বেশি সময় ধরে হেমন্ত সোরেনের দক্ষিণ দিল্লির বাসভবনে তল্লাশি চালায় ইডি ৷ তল্লাশি শেষে তাঁর বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গাড়িটি বেনামি সম্পত্তি এবং হরিয়ানায় নথিভুক্ত ৷ এছাড়া তাঁর বাসভবন থেকে 36 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি ৷ সঙ্গে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে ৷ জমি দুর্নীতি এবং হাওয়ালা মামলায় হেমন্তের বিরুদ্ধে তদন্ত চলছে ৷

হেমন্ত সোরেনের অভিযোগ, তাঁকে ইডির জেরা করার বিষয়টি রাজনৈতিক ৷ তাঁর সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সোরেন চিঠিতে জানায়, "আপনারা ভালো করেই জানেন, 2 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন হবে ৷ তাই আগে থেকেই আমার এই সংক্রান্ত কর্মসূচি ঠিক করা আছে ৷ এই অবস্থায় 31 জানুয়ারি বা তার আগে আপনারা আমায় ফের বয়ান রেকর্ড করার জন্য চাপ দিচ্ছেন ৷ এতেই বোঝা যাচ্ছে, আপনাদের উদ্দেশ্য রাজনৈতিক ৷ আপনারা রাজ্য সরকারের কাজকর্মে ব্যাঘাত ঘটাতে চাইছেন ৷ একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তাঁর সরকারি কর্তব্য করতে বাধা দিচ্ছেন ৷" তিনি ইডির বিরুদ্ধে আরও অভিযোগ করেন, এই ধরনের আচরণ অসৎ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷

  • Jharkhand CM Hemant Soren remains untraceable. Enforcement Directorate has recovered Rs 36 lakhs in cash and also seized two cars from the Delhi residence of Jharkhand CM Hemant Soren during the probe into a money laundering case linked to an alleged land scam: Sources pic.twitter.com/Hx605sZAiW

    — ANI (@ANI) January 30, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে হেমন্ত সোরেনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ ইডি তাঁকে ফোনেও পায়নি ৷ এই তথ্য ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের কাছে সেই কথা জানিয়েছে বিজেপি ৷ রাজ্যপাল সংবাদমাধ্যমে বলেন, "আপনাদের মতো আমরাও মুখ্য়মন্ত্রীর সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি ৷ আমরাও চাই, রাজ্যে আইন ও শৃঙ্খলা বজায় থাকুক ৷"

আরও পড়ুন:

  1. হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে 12 ঘণ্টারও বেশি ইডি অভিযান, বাজেয়াপ্ত বিএমডব্লিউ গাড়ি
  2. জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডি
  3. ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.