ETV Bharat / bharat

যেন পিতা-পুত্র ! থানায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল শিশু ও তার অপহরণকারী - Kidnapper and Child Bonding - KIDNAPPER AND CHILD BONDING

Kidnapper Child Bonding: 14 মাস আগে অপহৃত 11 মাসের এক শিশুকে উদ্ধার করেছে জয়পুর পুলিশ । পুলিশ অপহরণকারীকেও গ্রেফতার করেছে । অপহরণকারীর কাছ থেকে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় বিপত্তি বাধল ৷ কী ঘটল থানায় ?

Kidnapper Child Bonding
থানায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল শিশু ও তার অপহরণকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 6:17 PM IST

জয়পুর (রাজস্থান), 30 অগস্ট: ভালোবাসাকে কোনও বাঁধনে বাঁধা যায় না ৷ ভালোবাসা রক্তের সম্পর্ক দিয়েও প্রমাণ করা যায় না ৷ ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা একটা শক্তিও ৷ এই শক্তি অপরাধীর মন-মানসিকতাকেও বদলে দিতে পারে, যা অনেক সময় আইন-আদালত, কঠোর শাস্তি দিয়েও সম্ভব হয় না ৷

14 মাস আগে অপহৃত 11 মাসের এক শিশুকে উদ্ধার করেছে জয়পুর পুলিশ । পুলিশ অপহরণকারীকেও গ্রেফতার করেছে । অভিযুক্তর কাছ থেকে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় বাধ সাধল ! শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল অপহরণকারী ৷ অভিযুক্তর কোল ছাড়তে নারাজ বছর দুয়েকের ছেলে পৃথ্বীও ৷ সে-ও কান্নাকাটি জুড়ে দিয়েছে ৷ থানায় উপস্থিত সকল পুলিশকর্মীরা এই ঘটনায় একেবারে বাকরুদ্ধ !

রাজস্থানের জয়পুর পুলিশ বুধবার 14 মাস আগের অপহরণের একটি ঘটনার কিনারা করেছে। বাড়ির বাইরে থেকে 11 মাসের শিশুকে অপহরণের অভিযোগে অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশের বরখাস্ত করা হেড কনস্টেবল তনুজ চাহার এখন নিজেই পুলিশি হেফাজতে রয়েছে। এগারো মাসের শিশুটিকে অপহরণ করলেও এই 14 মাসে তনুজ আর এই একরত্তি ছেলেটির মধ্যে বন্ধন এতটাই গভীর হয়ে উঠেছে যে, তাকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসতে শুরু করে ৷ অন্যদিকে, এই 14 মাসে পৃথ্বীও অপহরণকারী তনুজকেও হয়তো নিজের অভিভাবক হিসাবেই ভেবে নিয়েছে । দু'জনেই যেন দু'জনকে পিতা-পুত্র !

2023 সালের 14 জুন জয়পুরের সাঙ্গানা এলাকা থেকে এই শিশুটিকে অপহরণ করে উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবল তনুজ চাহার। পুলিশ শিশুটির পরিবারকে থানায় ডেকে পাঠায়। শিশুটিকে তাদের হাতে তুলে দিতে গেলে তনুজ কান্নায় ভেঙে পড়ে । অপহরণকারী তনুজ শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে । শিশুটিও তনুজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে । পুলিশ শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেও গোটা ঘটনায় তাঁরাও বাকরুদ্ধ হয়ে যান ।

জয়পুর (রাজস্থান), 30 অগস্ট: ভালোবাসাকে কোনও বাঁধনে বাঁধা যায় না ৷ ভালোবাসা রক্তের সম্পর্ক দিয়েও প্রমাণ করা যায় না ৷ ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা একটা শক্তিও ৷ এই শক্তি অপরাধীর মন-মানসিকতাকেও বদলে দিতে পারে, যা অনেক সময় আইন-আদালত, কঠোর শাস্তি দিয়েও সম্ভব হয় না ৷

14 মাস আগে অপহৃত 11 মাসের এক শিশুকে উদ্ধার করেছে জয়পুর পুলিশ । পুলিশ অপহরণকারীকেও গ্রেফতার করেছে । অভিযুক্তর কাছ থেকে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় বাধ সাধল ! শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল অপহরণকারী ৷ অভিযুক্তর কোল ছাড়তে নারাজ বছর দুয়েকের ছেলে পৃথ্বীও ৷ সে-ও কান্নাকাটি জুড়ে দিয়েছে ৷ থানায় উপস্থিত সকল পুলিশকর্মীরা এই ঘটনায় একেবারে বাকরুদ্ধ !

রাজস্থানের জয়পুর পুলিশ বুধবার 14 মাস আগের অপহরণের একটি ঘটনার কিনারা করেছে। বাড়ির বাইরে থেকে 11 মাসের শিশুকে অপহরণের অভিযোগে অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশের বরখাস্ত করা হেড কনস্টেবল তনুজ চাহার এখন নিজেই পুলিশি হেফাজতে রয়েছে। এগারো মাসের শিশুটিকে অপহরণ করলেও এই 14 মাসে তনুজ আর এই একরত্তি ছেলেটির মধ্যে বন্ধন এতটাই গভীর হয়ে উঠেছে যে, তাকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসতে শুরু করে ৷ অন্যদিকে, এই 14 মাসে পৃথ্বীও অপহরণকারী তনুজকেও হয়তো নিজের অভিভাবক হিসাবেই ভেবে নিয়েছে । দু'জনেই যেন দু'জনকে পিতা-পুত্র !

2023 সালের 14 জুন জয়পুরের সাঙ্গানা এলাকা থেকে এই শিশুটিকে অপহরণ করে উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবল তনুজ চাহার। পুলিশ শিশুটির পরিবারকে থানায় ডেকে পাঠায়। শিশুটিকে তাদের হাতে তুলে দিতে গেলে তনুজ কান্নায় ভেঙে পড়ে । অপহরণকারী তনুজ শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে । শিশুটিও তনুজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে । পুলিশ শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেও গোটা ঘটনায় তাঁরাও বাকরুদ্ধ হয়ে যান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.