ETV Bharat / bharat

বরাদ্দ বাড়ল স্বাস্থ্য খাতে, গবেষণা বিভাগেও বাজেটে বিশেষ নজর - Union Budget 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 10:11 PM IST

Health Budget 2024: কেন্দ্র 2024-25 বাজেটে স্বাস্থ্যের জন্য 90,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে ৷ যার 96 শতাংশেরও বেশি স্বাস্থ্য বিভাগে বরাদ্দ করা হয়েছে এবং বাকি স্বাস্থ্য গবেষণায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, সরকার তিনটি ক্যানসারের ওষুধের উপর শুল্ক ছাড়ও দিয়েছে ৷

Health Budget 2024
বাজেটে স্বাস্থ্যের জন্য বাড়ল বরাদ্দ (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 23 জুলাই: তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য খাতে 90 হাজার 958.63 কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷ গত বাজেটে বরাদ্দ ছিল 80 হাজার 517.62 কোটি টাকা ৷ 2024-2025 অর্থবর্ষের বাজেটে প্রায় 12.59 শতাংশ বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ ৷

চলতি বছরের শুরুর দিকে দেশের অন্তর্বর্তীকালীন বাজেটে যেভাবে বরাদ্দ ঘোষণা করা হয়েছিল, তাই কার্যত বহাল রইল পূর্ণাঙ্গ বাজেটেও। 90 হাজার 958.63 কোটি টাকার মধ্যে 87 হাজার 656.90 কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে বরাদ্দ করা হয়েছে ৷ অন্যদিকে 3301.73 কোটি টাকা স্বাস্থ্য গবেষণা বিভাগে বরাদ্দ করা হয়েছে বাজেটে ৷

মঙ্গলবার দেশের পূর্ণাঙ্গ বাজেটে ক্যানসার রোগীদের জন্য বড় স্বস্তি খবর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়, তিনটি ক্যানসারের ওষুধের উপর শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন তিনি ৷ Trastuzumab deruxtecan, Osimertinib এবং Durvalumab তিনটি ওষুধের উপর কর ছাড়ের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ কাস্টমস শুল্ক ছাড়ের ফলে ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াইকারীদের আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে ৷ সীতারমন তাঁর সপ্তম বাজেট বক্তৃতায়, এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরগুলিতেও কাস্টমস শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছেন ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন তাঁর বাজেট ভাষণে বলেন, "আমি বিসিডি (বেসিক কাস্টমস ডিউটি), এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরগুলিতে পরিবর্তনের প্রস্তাব করছি ৷ যাতে মেডিক্যাল এক্স-রে মেশিনগুলিতে পর্যায়ক্রমে উৎপাদন প্রোগ্রামের অধীনে ব্যবহার করা যায় ৷"

এক নজরে স্বাস্থ্য বাজেটের 10 পয়েন্ট:

  • 2024-25 স্বাস্থ্য বাজেটের ফোকাস ক্ষেত্রগুলি হল টিকা প্রোটোকল এবং টিকা সুবিধা, টায়ার 2 এবং 3 শহরে পরিকাঠামোগত উন্নয়ন ৷
  • 9-14 বছর বয়সি মেয়েদের জন্য জরায়ুর ক্যানসার প্রতিরোধের জন্য টিকাদান ৷
  • সরকার মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের জন্য একটি বড় কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে ৷
  • হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে আরও মেডিক্য়াল কলেজ স্থাপনের লক্ষ্য রাখা হয়েছে ৷
  • আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের অধীনে স্বাস্থ্যসেবা সমস্ত আশা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কাছে পৌঁছনোর চেষ্টা হচ্ছে ৷
  • টিকা পরিচালনার জন্য নতুন ডিজাইন করা U-WIN প্ল্যাটফর্ম এবং মিশন ইন্দ্রধনুষ দ্রুত সারা দেশে চালু করা হচ্ছে ৷
  • কেন্দ্রীয়ভাবে স্পনসর করা প্রকল্পগুলির জন্য বাজেট বরাদ্দ 77 হাজার 624.79 কোটি টাকা থেকে বাড়িয়ে 87 হাজার 656.90 কোটি টাকা করা হয়েছে ৷
  • এই কেন্দ্রীয়ভাবে স্পনসর করা প্রকল্পগুলির মধ্যে, জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য বাজেট বরাদ্দ 2023-24 সালে 31 হাজার 550.87 কোটি টাকা থেকে 2024-25 সালে 31 হাজার 967 কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য বরাদ্দ টাকা বাড়ানো হয়েছে ৷ 6,800 কোটি থেকে 7,500 কোটি টাকা হয়েছে ৷
  • জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের জন্য বরাদ্দ 200 কোটি টাকা থেকে বাড়িয়ে 250 কোটি টাকা করা হয়েছে। জাতীয় টেলি মানসিক স্বাস্থ্য কর্মসূচির জন্য বাজেট বরাদ্দ 65 কোটি টাকা থেকে বাড়িয়ে 100 কোটি টাকা করা হয়েছে ৷
  • স্বশাসিত সংস্থাগুলির জন্য বরাদ্দ 2023-2024 সালে 17,250.90 কোটি টাকা থেকে বেড়ে 2024-25 সালে 18,005.65 কোটি টাকা হয়েছে ৷
  • স্বশাসিত সংস্থাগুলির মধ্যে এইমস, নয়াদিল্লির জন্য বরাদ্দ 4,278 কোটি টাকা থেকে বাড়িয়ে 4,523 কোটি করা হয়েছে। আইসিএমআর-এর জন্য বরাদ্দ 2295.12 কোটি থেকে বাড়িয়ে 2432.13 কোটি টাকা করা হয়েছে ৷

সোনা থেকে মোবাইল ফোন, এক ধাক্কায় কমল বেশকিছু জিনিসের দাম

নয়াদিল্লি, 23 জুলাই: তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য খাতে 90 হাজার 958.63 কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷ গত বাজেটে বরাদ্দ ছিল 80 হাজার 517.62 কোটি টাকা ৷ 2024-2025 অর্থবর্ষের বাজেটে প্রায় 12.59 শতাংশ বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ ৷

চলতি বছরের শুরুর দিকে দেশের অন্তর্বর্তীকালীন বাজেটে যেভাবে বরাদ্দ ঘোষণা করা হয়েছিল, তাই কার্যত বহাল রইল পূর্ণাঙ্গ বাজেটেও। 90 হাজার 958.63 কোটি টাকার মধ্যে 87 হাজার 656.90 কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে বরাদ্দ করা হয়েছে ৷ অন্যদিকে 3301.73 কোটি টাকা স্বাস্থ্য গবেষণা বিভাগে বরাদ্দ করা হয়েছে বাজেটে ৷

মঙ্গলবার দেশের পূর্ণাঙ্গ বাজেটে ক্যানসার রোগীদের জন্য বড় স্বস্তি খবর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়, তিনটি ক্যানসারের ওষুধের উপর শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন তিনি ৷ Trastuzumab deruxtecan, Osimertinib এবং Durvalumab তিনটি ওষুধের উপর কর ছাড়ের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ কাস্টমস শুল্ক ছাড়ের ফলে ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াইকারীদের আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে ৷ সীতারমন তাঁর সপ্তম বাজেট বক্তৃতায়, এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরগুলিতেও কাস্টমস শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছেন ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন তাঁর বাজেট ভাষণে বলেন, "আমি বিসিডি (বেসিক কাস্টমস ডিউটি), এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরগুলিতে পরিবর্তনের প্রস্তাব করছি ৷ যাতে মেডিক্যাল এক্স-রে মেশিনগুলিতে পর্যায়ক্রমে উৎপাদন প্রোগ্রামের অধীনে ব্যবহার করা যায় ৷"

এক নজরে স্বাস্থ্য বাজেটের 10 পয়েন্ট:

  • 2024-25 স্বাস্থ্য বাজেটের ফোকাস ক্ষেত্রগুলি হল টিকা প্রোটোকল এবং টিকা সুবিধা, টায়ার 2 এবং 3 শহরে পরিকাঠামোগত উন্নয়ন ৷
  • 9-14 বছর বয়সি মেয়েদের জন্য জরায়ুর ক্যানসার প্রতিরোধের জন্য টিকাদান ৷
  • সরকার মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের জন্য একটি বড় কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে ৷
  • হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে আরও মেডিক্য়াল কলেজ স্থাপনের লক্ষ্য রাখা হয়েছে ৷
  • আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের অধীনে স্বাস্থ্যসেবা সমস্ত আশা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কাছে পৌঁছনোর চেষ্টা হচ্ছে ৷
  • টিকা পরিচালনার জন্য নতুন ডিজাইন করা U-WIN প্ল্যাটফর্ম এবং মিশন ইন্দ্রধনুষ দ্রুত সারা দেশে চালু করা হচ্ছে ৷
  • কেন্দ্রীয়ভাবে স্পনসর করা প্রকল্পগুলির জন্য বাজেট বরাদ্দ 77 হাজার 624.79 কোটি টাকা থেকে বাড়িয়ে 87 হাজার 656.90 কোটি টাকা করা হয়েছে ৷
  • এই কেন্দ্রীয়ভাবে স্পনসর করা প্রকল্পগুলির মধ্যে, জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য বাজেট বরাদ্দ 2023-24 সালে 31 হাজার 550.87 কোটি টাকা থেকে 2024-25 সালে 31 হাজার 967 কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য বরাদ্দ টাকা বাড়ানো হয়েছে ৷ 6,800 কোটি থেকে 7,500 কোটি টাকা হয়েছে ৷
  • জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের জন্য বরাদ্দ 200 কোটি টাকা থেকে বাড়িয়ে 250 কোটি টাকা করা হয়েছে। জাতীয় টেলি মানসিক স্বাস্থ্য কর্মসূচির জন্য বাজেট বরাদ্দ 65 কোটি টাকা থেকে বাড়িয়ে 100 কোটি টাকা করা হয়েছে ৷
  • স্বশাসিত সংস্থাগুলির জন্য বরাদ্দ 2023-2024 সালে 17,250.90 কোটি টাকা থেকে বেড়ে 2024-25 সালে 18,005.65 কোটি টাকা হয়েছে ৷
  • স্বশাসিত সংস্থাগুলির মধ্যে এইমস, নয়াদিল্লির জন্য বরাদ্দ 4,278 কোটি টাকা থেকে বাড়িয়ে 4,523 কোটি করা হয়েছে। আইসিএমআর-এর জন্য বরাদ্দ 2295.12 কোটি থেকে বাড়িয়ে 2432.13 কোটি টাকা করা হয়েছে ৷

সোনা থেকে মোবাইল ফোন, এক ধাক্কায় কমল বেশকিছু জিনিসের দাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.