ETV Bharat / bharat

'দেশের এক নম্বর সন্ত্রাসবাদী', প্রাক্তন সতীর্থর তিরে বিদ্ধ রাহুল - Rahul Gandhi - RAHUL GANDHI

Union Minister Ravneet Singh Bittu: সাম্প্রতিককালে বিরোধী দলনেতা রাহুল গান্ধির উপর হওয়া তীব্রতম রাজনৈতিক আক্রমণের সাক্ষী রইল বিহারের ভাগলপুর। রেলের একটি অনুষ্ঠানে এসে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে দেশের এক নম্বর সন্ত্রাসবাদীর তকমা দিয়ে বসলেন মোদি মন্ত্রিসভার সদস্য।

Union Minister Ravneet Singh Bittu
রভনীত সিং বিট্টু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 10:23 PM IST

ভাগলপুর, 15 সেপ্টেম্বর: রাহুল গান্ধি দেশের এক নম্বর সন্ত্রাসবাদী। এমনই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। একদা কংগ্রেস নেতা বিট্টু রবিবার রেলের একটি অনুষ্ঠান থেকে এভাবেই তীব্র আক্রমণ করেন রাহুলকে। সম্প্রতি আমেরিকায় গিয়ে ভারতীয় শিখদের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি মন্তব্য করেন লোকসভার বিরোধী দলনেতা। সেই পরিপ্রেক্ষিতেই তাঁকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন মোদি মন্ত্রিসভার সদস্য বিট্টু । পালটা তাঁকে আক্রমণ করেছে কংগ্রেস।

রাহুলকে বিঁধলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (ইটিভি ভারত)

ভাগলপুরে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে আসেন বিট্টু। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, রাহুল বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন । তাঁর পরিবার থেকে শুরু করে বন্ধুরা ভারতে থাকলেও তিনি এই দেশটাকে ততটা ভালবাসেন না। আর তাই বিদেশে গিয়ে ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। পাশাপাশি মন্ত্রীর মনে হয় রাহুলে আদতে ভারতীয় নন ।

এরপর শিখ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়ে সরব হন বিট্টু । মন্ত্রী জানান, যে সমস্ত বিচ্ছিন্নতাবাদীরা ভারতে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার কথা বলে তারাই রাহুলের প্রশংসা করে । আমেরিকায় গিয়ে রাহুল বলেছিলেন, ভারতে ধর্মীয় উপাচার পালন করার আগে শিখদের ভাবতে হয়। মাথায় পাগড়ি বা হাতের বালা পরার আগে নিরাপত্তার বিষয় নিয়ে ভাবিত হতে হয়। বিট্টুর দাবি বিচ্ছিন্নতাবাদীরাই রাহুলের এই ধরনের মন্তব্যকে যথাযথ বলে মনে করে।

এরপরই তিনি বলেন, "বিচ্ছিনতাবাদীরা ভারতের সর্বনাশ করতে বোমা তৈরি করে। এই ধরনের মানুষ যার সমর্থক তিনিই দেশের এক নম্বর সন্ত্রাসবাদী। রাহুল নিজেই এখন বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় কথা বলেন। তাঁকে গ্রেফতার করার জন্য অর্থ পুরস্কার থাকা উচিত ।" মন্ত্রীর অভিযোগ, কংগ্রেস দেশের মুসলমান সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল তাতে কাজ না হওয়ায় তাঁরা এখন শিখদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা শুরু করেছে । জাতি ভিত্তিক জনগণনা নিয়ে রাহুল কয়েকদিন ধরেই সরব । এই প্রসঙ্গেও তাঁকে বিঁধেছেন বিট্টু । তিনি বলেন, "রাহুল ওবিসি থেকে শুরু করে অন্য বিভিন্ন জাতির মানুষদের হয়ে কথা বলেন। অথচ সাধারণ কর্মী থেকে শুরু করে অন্যদের যন্ত্রণা তিনি বোঝেন না । এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে! "

ভাগলপুর, 15 সেপ্টেম্বর: রাহুল গান্ধি দেশের এক নম্বর সন্ত্রাসবাদী। এমনই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। একদা কংগ্রেস নেতা বিট্টু রবিবার রেলের একটি অনুষ্ঠান থেকে এভাবেই তীব্র আক্রমণ করেন রাহুলকে। সম্প্রতি আমেরিকায় গিয়ে ভারতীয় শিখদের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি মন্তব্য করেন লোকসভার বিরোধী দলনেতা। সেই পরিপ্রেক্ষিতেই তাঁকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন মোদি মন্ত্রিসভার সদস্য বিট্টু । পালটা তাঁকে আক্রমণ করেছে কংগ্রেস।

রাহুলকে বিঁধলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (ইটিভি ভারত)

ভাগলপুরে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে আসেন বিট্টু। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, রাহুল বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন । তাঁর পরিবার থেকে শুরু করে বন্ধুরা ভারতে থাকলেও তিনি এই দেশটাকে ততটা ভালবাসেন না। আর তাই বিদেশে গিয়ে ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। পাশাপাশি মন্ত্রীর মনে হয় রাহুলে আদতে ভারতীয় নন ।

এরপর শিখ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়ে সরব হন বিট্টু । মন্ত্রী জানান, যে সমস্ত বিচ্ছিন্নতাবাদীরা ভারতে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার কথা বলে তারাই রাহুলের প্রশংসা করে । আমেরিকায় গিয়ে রাহুল বলেছিলেন, ভারতে ধর্মীয় উপাচার পালন করার আগে শিখদের ভাবতে হয়। মাথায় পাগড়ি বা হাতের বালা পরার আগে নিরাপত্তার বিষয় নিয়ে ভাবিত হতে হয়। বিট্টুর দাবি বিচ্ছিন্নতাবাদীরাই রাহুলের এই ধরনের মন্তব্যকে যথাযথ বলে মনে করে।

এরপরই তিনি বলেন, "বিচ্ছিনতাবাদীরা ভারতের সর্বনাশ করতে বোমা তৈরি করে। এই ধরনের মানুষ যার সমর্থক তিনিই দেশের এক নম্বর সন্ত্রাসবাদী। রাহুল নিজেই এখন বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় কথা বলেন। তাঁকে গ্রেফতার করার জন্য অর্থ পুরস্কার থাকা উচিত ।" মন্ত্রীর অভিযোগ, কংগ্রেস দেশের মুসলমান সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল তাতে কাজ না হওয়ায় তাঁরা এখন শিখদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা শুরু করেছে । জাতি ভিত্তিক জনগণনা নিয়ে রাহুল কয়েকদিন ধরেই সরব । এই প্রসঙ্গেও তাঁকে বিঁধেছেন বিট্টু । তিনি বলেন, "রাহুল ওবিসি থেকে শুরু করে অন্য বিভিন্ন জাতির মানুষদের হয়ে কথা বলেন। অথচ সাধারণ কর্মী থেকে শুরু করে অন্যদের যন্ত্রণা তিনি বোঝেন না । এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে! "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.