বেঙ্গালুরু, 14 জুন: হাইকোর্টে স্বস্তি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ৷ পকসো মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট ৷ এই মামলায় এখনই পুলিশ বিজেপি নেতাকে গ্রাফতার করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত ৷ একই সঙ্গে, এই মামলায় তদন্তে সহযোগিতা করতে হবে ইয়েদুরাপ্পাকে এমনটাও নির্দেশে জানিয়েছে হাইকোর্ট ৷
শুক্রবার হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দীক্ষিতের বেঞ্চ আজ বিএস ইয়েদুরাপ্পার আগাম জামিনের আবেদনের শুনানি করে। পরবর্তী শুনানি পর্যন্ত ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নিতে পারবে না পুলিশ ৷ এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে একই সঙ্গে, আবেদনকারী ইয়েদুরাপ্পাকে হাইকোর্ট এও জানিয়েছে, তাঁকে 17 জুলাই তদন্তকারী অফিসারদের সামনে উপস্থিত হতে হবে ৷ এমনকী জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হবে। সেই সঙ্গে, আদালত আবেদনকারীকে শুনানিতে উপস্থিত থাকারও নির্দেশ দিয়েছে ৷
প্রসঙ্গেত, এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বেঙ্গালুরু আদালত। গত মার্চে সিটের তদন্তকারী দলের তলব পেয়ে তিনি হাজির না হওয়ার কারণেই ওই পরোয়ানা বলে কর্নাটক পুলিশের তরফে জানানো হয়েছিল। প্রসঙ্গত, ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গত মার্চে মামলা রুজু হয়েছিল ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে বৃহস্পতিবারই জানিয়েছিলেন সে রাজ্যের পুলিশমন্ত্রী জি পরমেশ্বর।
তার আগেই অবশ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইয়েদুরাপ্পা ৷ যদিও সেই শুনানির আগেই বেঙ্গালুরু আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ৷ এদিন সেই মামলার শুনানিতেই হাইকোর্ট থেকে স্বস্তি পেলেন ইয়েদুরাপ্পা ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়, দলীয় বৈঠকের জন্য দিল্লিতে থাকার কারণেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেননি তিনি ৷ যে কারণে তিনি তদন্তকারী অফিসারের কাছে সময়ও চেয়েছিলেন ৷ যদিও সেই সময় দিতে নারাজ পুলিশ সরাসরি তাঁর গ্রেফতারি চেয়ে আদালতের দ্বারস্থ হয় ৷