মুম্বই, 11 এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ ৷ সেই অভিযোগে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং বৈভব পান্ডিয়া নামে একজনকে গ্রেফতর করেছে ৷ বছর 37-এর ওই ব্যক্তি সম্পর্কে হার্দিক-ক্রুণালের সৎভাই ৷ বৈভব এই দুই ক্রিকেটারের সঙ্গে ব্যবসায় 4.3 কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷
মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে, 2021 সালে তিন ভাই মিলে একটি ব্যবসা শুরু করেন ৷ ওই ব্যবসায় হার্দিক ও ক্রুণাল 40 শতাংশ করে বিনিয়োগ করেন ৷ 20 শতাংশ বিনিয়োগ করেন বৈভব ৷ বিনিয়োগের পরিমাণ অনুযায়ী লাভও এই তিন অংশীদারের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল ৷ কিন্তু বৈভব অন্য একটি সংস্থা তৈরি করেন ৷ সেই সংস্থায় হার্দিক ও ক্রুণালের টাকা সরিয়ে নেন ৷
ফলে প্রথমে শুরু হওয়া ব্যবসায় আর্থিক ক্ষতি হয় ৷ এতে হার্দিক ও ক্রুণালের আর্থিক ক্ষতি হয় 4.3 কোটি টাকা ৷ কিন্তু অন্য সংস্থাটির মাধ্যমে লাভ করেন বৈভব ৷ বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এই দুই ভারতীয় ক্রিকেটার ৷ মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং তদন্ত শুরু করে ৷
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার সংগ্রাম সিং নিশানদার জানিয়েছেন যে লোয়ার পারেল এলাকায় থাকেন বৈভব ৷ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ আপাতত তাঁকে জেরা চলছে ৷ পুলিশ সূত্রে খবর, তাঁর সঙ্গে আর কে কে জড়িত আছে, সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷
হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক৷ তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়া খেলেন লখনউ সুপার জায়েন্টেসে ৷ দু’জনেই এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত ৷ ফলে এই নিয়ে তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷
আরও পড়ুন: