ETV Bharat / bharat

প্রেমের প্রতীক ভালুকছানা, টেডি ডে'র ইতিহাস জানা আছে ? - ভালোবাসার টেডি

Teddy Day 2024: প্রতি বছর 10 ফেব্রুয়ারি উদযাপন করা হয় টেডি দিবস ৷ প্রেমিকরা এই দিনে তাদের ভালবাসা প্রকাশ করতে প্রেয়সীকে টেডি উপহার দেয় ।

Teddy Day 2024 News
আজ টেডি ডে
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 8:00 AM IST

হায়দরাবাদ: প্রেমের সপ্তাহের আজ চতুর্থ দিন । তবে আজকের দিনটা বাকি দিনগুলির থেকে একটু অন্যরকম । আজকের দিন একটু বেশি মিষ্টি । আজ টেডি ডে ৷ তবে এই টেডি ডে এর কোনও বিশিষ্ঠ দিনেই নয় প্রেমিকার রাগ ভাঙাতে সারাবছরই টেডি দিয়ে থাকেন ৷ টেডি বিয়ার ভালোবাসার উষ্ণতা আনার এক অনন্য বিকল্প ৷ যার অর্থ এই টেডি জড়িয়ে ভালোবাসায় ভরিয়ে তোলা ৷ এই দিনটিতে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ নিজের সঙ্গীর জন্য টেডি বিয়ার কিনে আনেন । এখন ভারতেও শেষ কিছু বছরে এই দিনটিতে টেডি দেওয়ার চল বেড়েছে ৷ তবে এই টেডি বিয়ারের ইতিহাস জানেন কি ৷

টেডি দিবসের ইতিহাস (History Of Teddy Day)

টেডি বিয়ার হল এক ধরনের নরম খেলনা ৷ টেডি বিয়ার নামটা এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ডাকনাম টেডি থেকে ৷ বিশ শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রে মরিস মিচটম এবং জার্মানিতে রিচার্ড স্টিফ পৃথক পৃথকভাবে একইসময়ে এটি উদ্ভাবন করেন । মার্কিন প্রেসিডেন্ট থিওডোর 'টেডি' রুজভেল্টের নামানুসারে নাম-রাখা এই টেডি বিয়ার ক্রমেই শিশুদের খেলনার প্রতীক হয়ে ওঠে এবং ছোটদের গল্প, গান আর ছবিতেও স্থান করে নেয় ।

বিভিন্ন রঙের টেডি বিয়ার দেওয়ার মাধ্যমে প্রিয় মানুষের কাছে নিজের বিশেষ অনুভূতি আদান প্রদান করা হয় । একে অপরের প্রতি ভালোবাসা জানানোর এক অনন্য অনুভূতি ৷

কেন টেডি দিবস পালন করা হয় ?

টেডি বিয়ার উদ্ভাবিত হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থিওডোরের নামে নামকরণ করা হয়েছিল । এটিও নির্মাণ করেছিলেন এক ব্যবসায়ী দম্পতি । ভ্যালেন্টাইনস উইকে টেডি ডে পালনের কারণ হল মেয়েরা । আসলে, বেশিরভাগ মেয়েরা নরম খেলনা পছন্দ করে । ছেলেরা তাদের অংশীদারদের টেডি বিয়ার দিয়ে মুগ্ধ করে ৷ তাই 10 ফেব্রুয়ারি টেডি ডেকে ভ্যালেন্টাইনস সপ্তাহেও অন্তর্ভুক্ত করা হয় ।

আরও পড়ুন:

  1. চকলেটের মিঠে পাকেই বুনুন সম্পর্কের রসায়ন
  2. ইতিউতি চাহনি নয়, প্রেয়সীকে আজই জানিয়ে দিন মনের কথা
  3. বসন্ত বাতাস গায়ে মেখে গোলাপের সঙ্গে দিন এই উপহার, জমাট হবে প্রেম

হায়দরাবাদ: প্রেমের সপ্তাহের আজ চতুর্থ দিন । তবে আজকের দিনটা বাকি দিনগুলির থেকে একটু অন্যরকম । আজকের দিন একটু বেশি মিষ্টি । আজ টেডি ডে ৷ তবে এই টেডি ডে এর কোনও বিশিষ্ঠ দিনেই নয় প্রেমিকার রাগ ভাঙাতে সারাবছরই টেডি দিয়ে থাকেন ৷ টেডি বিয়ার ভালোবাসার উষ্ণতা আনার এক অনন্য বিকল্প ৷ যার অর্থ এই টেডি জড়িয়ে ভালোবাসায় ভরিয়ে তোলা ৷ এই দিনটিতে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ নিজের সঙ্গীর জন্য টেডি বিয়ার কিনে আনেন । এখন ভারতেও শেষ কিছু বছরে এই দিনটিতে টেডি দেওয়ার চল বেড়েছে ৷ তবে এই টেডি বিয়ারের ইতিহাস জানেন কি ৷

টেডি দিবসের ইতিহাস (History Of Teddy Day)

টেডি বিয়ার হল এক ধরনের নরম খেলনা ৷ টেডি বিয়ার নামটা এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ডাকনাম টেডি থেকে ৷ বিশ শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রে মরিস মিচটম এবং জার্মানিতে রিচার্ড স্টিফ পৃথক পৃথকভাবে একইসময়ে এটি উদ্ভাবন করেন । মার্কিন প্রেসিডেন্ট থিওডোর 'টেডি' রুজভেল্টের নামানুসারে নাম-রাখা এই টেডি বিয়ার ক্রমেই শিশুদের খেলনার প্রতীক হয়ে ওঠে এবং ছোটদের গল্প, গান আর ছবিতেও স্থান করে নেয় ।

বিভিন্ন রঙের টেডি বিয়ার দেওয়ার মাধ্যমে প্রিয় মানুষের কাছে নিজের বিশেষ অনুভূতি আদান প্রদান করা হয় । একে অপরের প্রতি ভালোবাসা জানানোর এক অনন্য অনুভূতি ৷

কেন টেডি দিবস পালন করা হয় ?

টেডি বিয়ার উদ্ভাবিত হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থিওডোরের নামে নামকরণ করা হয়েছিল । এটিও নির্মাণ করেছিলেন এক ব্যবসায়ী দম্পতি । ভ্যালেন্টাইনস উইকে টেডি ডে পালনের কারণ হল মেয়েরা । আসলে, বেশিরভাগ মেয়েরা নরম খেলনা পছন্দ করে । ছেলেরা তাদের অংশীদারদের টেডি বিয়ার দিয়ে মুগ্ধ করে ৷ তাই 10 ফেব্রুয়ারি টেডি ডেকে ভ্যালেন্টাইনস সপ্তাহেও অন্তর্ভুক্ত করা হয় ।

আরও পড়ুন:

  1. চকলেটের মিঠে পাকেই বুনুন সম্পর্কের রসায়ন
  2. ইতিউতি চাহনি নয়, প্রেয়সীকে আজই জানিয়ে দিন মনের কথা
  3. বসন্ত বাতাস গায়ে মেখে গোলাপের সঙ্গে দিন এই উপহার, জমাট হবে প্রেম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.