ETV Bharat / bharat

জাল শংসাপত্রের অভিযোগ! ট্রেনি আইএএস পূজা খেড়করের প্রশিক্ষণ স্থগিত - IAS Officer Controversy

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 5:50 PM IST

Updated : Jul 16, 2024, 7:48 PM IST

IAS Officer Puja Khedkar: ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সিভিল সার্ভিসেস পরীক্ষায় পাশ করেছেন বলে অভিযোগ উঠেছে ট্রেনি আইএএস পূজা খেড়করের বিরুদ্ধে ৷ এই বিতর্কের মাঝেই তাঁর প্রশিক্ষণ স্থগিত করল মহারাষ্ট্র সরকার ৷

IAS Officer Puja Khedkar
বিতর্কিত ট্রেনি আইএএস পূজা খেড়কর (ছবি সৌজন্য: এএনআই)

মুম্বই, 16 জুলাই: বিতর্কের মাঝে ট্রেনি আইএএস আধিকারিক পূজা খেড়করের প্রশিক্ষণ স্থগিত করল মহারাষ্ট্র সরকার ৷ মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব নীতীন গাডরে তাঁকে লিখিতভাবে জানিয়েছেন, আপাতত তাঁর ট্রেনিংয়ের বিষয়টি বাতিল হয়েছে ৷ বিতর্কিত ট্রেনি আইএএস পূজাকে 23 জুলাইয়ের মধ্যে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন-এ গিয়ে দেখা করতে হবে ৷

ট্রেনি আইএসের বিরুদ্ধে অভিযোগ, পূজা খেড়কর সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হতে ভুয়ো ডিজঅ্যাবিলিটি শংসাপত্র ব্যবহার করেছেন ৷ এমনকী তাঁর ব্যবহৃত ওবিসি শংসাপত্রটিও জাল ৷ যদিও তিনি পালটা তাঁর মানহানির অভিযোগ তুলেছেন ৷

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-তে পূজা একাধিক সংশাপত্র জমা দিয়েছেন ৷ ওই শংসাপত্রগুলির মধ্যে একটিতে তিনি দাবি করেছেন তাঁর চোখের সমস্যা রয়েছে ৷ তিনি ভালোভাবে দেখতে পান না ৷ এই প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিস-এর কমিশনার এই বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ সেই অনুযায়ী তদন্ত হবে ৷

পিমরির সরকার-চালিত যশবন্তরাও চৌহান মেমোরিয়াল হাসপাতালের ডিন ডাঃ রাজেন্দ্র ওয়াবলে বলেন, "2022 সালে তিনি (পূজা খেড়কর) একটি শংসাত্রের জন্য আবেদন করেছিলেন ৷ তাতে তাঁর বাঁদিকের হাঁটুর জয়েন্টেটি কাজ করে না বলে একটি শংসাপত্র দাখিলের আবেদন জানিয়েছিলেন ৷ এখানে তিনি বহুবার এসেছেন ৷ বিভিন্ন বিভাগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে ৷ তাতে জানা গিয়েছে, তাঁর 7 শতাংশ লোকোমোটোর ডিজঅ্যাবিলিটি আছে ৷" 2022 সালের 24 অগস্ট তাঁকে একটি ডিজঅ্যাবিলিটি সার্টিফিকেট জারি করে দেওয়া হয় ৷ তাতে তাঁর হাঁটুতে 7 শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে বলে জানানো হয়েছে ৷

এর আগে পূজা খেড়কর ইউপিএসসি-তে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিজঅ্যাবিলিটিস (পিডব্লিউডি) ক্যাটেগরিতে দু'টি শংসাপত্র জমা দিয়েছিলেন ৷ 2018 সাল ও 2021 সালে ওই শংসাপত্র দু'টি তাঁকে জারি করেছিল আহমেদনগর ডিস্ট্রিক্ট সিভিল হসপিটাল ৷ এছাড়া 2022 সালের অগস্ট মাসে পুনের একটি হাসপাতালে তিনি ডিজঅ্যাবিলিটি সার্টিফিকেটের আবেদন জানান ৷ তবে পূজার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর ডিজঅ্যাবিলিটি সার্টিফিকেটের আবেদন খারিজ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এদিকে ওয়াসিমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূজা খেড়কর অভিযোগ করেন, তিনি ভুল তথ্যের শিকার ৷ তাঁকে নিয়ে প্রতিদিনই ভুয়ো খবর প্রকাশিত হচ্ছে ৷ ট্রেনি আইএস বলেন, "ভুল তথ্য ছড়ানো হচ্ছে ৷ এর জন্য আমার ব্যাপক মানহানি হচ্ছে ৷ আমি সংবাদমাধ্যমকে অনুরোধ জানাচ্ছি তারা দায়িত্বপূর্ণভাবে কাজ করুক ৷ ভুল তথ্য ছড়ানো বন্ধ হোক ৷" এদিকে সোমবার রাতেই তিনি মহিলা পুলিশ আধিকারিককে তাঁর বাড়িতে ডেকে পাঠান ৷ ওই আধিকারিক জানান, পূজা তাঁকে বলেছিলেন, কিছু কাজ আছে ৷ এর বেশি কিছু জানানো হয়নি ৷

খেড়কর পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কাজ করছিলেন ৷ সেখানে তিনি পার্কিং সুবিধা দাবি করে বিতর্কে জড়ান, যা কোনও শিক্ষানবিশ আইএসকে দেওয়া হয় না বলে জানা গিয়েছে ৷ এরপরই তাঁকে ওয়াসিমে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে তাঁকে সুপারনিউমারারি অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসাবে নিয়োগ করা হয় ৷

এদিকে বিতর্কের মাঝে রবিবারই পুনের পুলিশ নতুন অভিযোগ করে, পূজা খেড়কর যে বিলাসবহুল গাড়িটি ব্যবহার করেন, তাতে লাল রঙের আলো লাগানো রয়েছে ৷ এই আলোর জন্য তিনি কোনও অনুমতি নেনি ৷ পুনের পুলিশ পূজা খেড়করের বাবা-মাকেও খুঁজছে ৷ সম্প্রতি পূজার মা মনোরমা খেড়করকে নিয়ে একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ বিতর্কিত আইএএসের মা গ্রামের সরপঞ্চ ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, পূজা খেড়করের মা জমিবিবাদে কয়েকজনকে হুমকি দিচ্ছেন এবং তাঁর হাতে একটি বন্দুক রয়েছে ৷ এই ঘটনার পর পূজার বাবা-মায়ের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে ৷

পূজা নিয়ে বিতর্কের মাঝে পুনের পুলিশ আধিকারিক জানান, তাঁরা পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিস কমিশনারের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন ৷ তিনি বলেন, "পূজা খেড়কর যে শংসাপত্রগুলি জমা দিয়েছেন, তা যাচাই করতে বলা হয়েছে ৷ ওই শংসাপত্রে উল্লিখিত তথ্যগুলি আমরা পরীক্ষা করে দেখব ৷ কোথা থেকে শংসাপত্রগুলি জারি করা হয়েছে, কোন চিকিৎসক বা হাসপাতাল তা দিয়েছে ৷" গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার পূজা খেড়করের নিয়োগ খতিয়ে দেখতে একটি এক সদস্যের কমিটি গঠন করে ৷ দু'সপ্তাহের মধ্যে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷

মুম্বই, 16 জুলাই: বিতর্কের মাঝে ট্রেনি আইএএস আধিকারিক পূজা খেড়করের প্রশিক্ষণ স্থগিত করল মহারাষ্ট্র সরকার ৷ মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব নীতীন গাডরে তাঁকে লিখিতভাবে জানিয়েছেন, আপাতত তাঁর ট্রেনিংয়ের বিষয়টি বাতিল হয়েছে ৷ বিতর্কিত ট্রেনি আইএএস পূজাকে 23 জুলাইয়ের মধ্যে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন-এ গিয়ে দেখা করতে হবে ৷

ট্রেনি আইএসের বিরুদ্ধে অভিযোগ, পূজা খেড়কর সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হতে ভুয়ো ডিজঅ্যাবিলিটি শংসাপত্র ব্যবহার করেছেন ৷ এমনকী তাঁর ব্যবহৃত ওবিসি শংসাপত্রটিও জাল ৷ যদিও তিনি পালটা তাঁর মানহানির অভিযোগ তুলেছেন ৷

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-তে পূজা একাধিক সংশাপত্র জমা দিয়েছেন ৷ ওই শংসাপত্রগুলির মধ্যে একটিতে তিনি দাবি করেছেন তাঁর চোখের সমস্যা রয়েছে ৷ তিনি ভালোভাবে দেখতে পান না ৷ এই প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিস-এর কমিশনার এই বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ সেই অনুযায়ী তদন্ত হবে ৷

পিমরির সরকার-চালিত যশবন্তরাও চৌহান মেমোরিয়াল হাসপাতালের ডিন ডাঃ রাজেন্দ্র ওয়াবলে বলেন, "2022 সালে তিনি (পূজা খেড়কর) একটি শংসাত্রের জন্য আবেদন করেছিলেন ৷ তাতে তাঁর বাঁদিকের হাঁটুর জয়েন্টেটি কাজ করে না বলে একটি শংসাপত্র দাখিলের আবেদন জানিয়েছিলেন ৷ এখানে তিনি বহুবার এসেছেন ৷ বিভিন্ন বিভাগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে ৷ তাতে জানা গিয়েছে, তাঁর 7 শতাংশ লোকোমোটোর ডিজঅ্যাবিলিটি আছে ৷" 2022 সালের 24 অগস্ট তাঁকে একটি ডিজঅ্যাবিলিটি সার্টিফিকেট জারি করে দেওয়া হয় ৷ তাতে তাঁর হাঁটুতে 7 শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে বলে জানানো হয়েছে ৷

এর আগে পূজা খেড়কর ইউপিএসসি-তে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিজঅ্যাবিলিটিস (পিডব্লিউডি) ক্যাটেগরিতে দু'টি শংসাপত্র জমা দিয়েছিলেন ৷ 2018 সাল ও 2021 সালে ওই শংসাপত্র দু'টি তাঁকে জারি করেছিল আহমেদনগর ডিস্ট্রিক্ট সিভিল হসপিটাল ৷ এছাড়া 2022 সালের অগস্ট মাসে পুনের একটি হাসপাতালে তিনি ডিজঅ্যাবিলিটি সার্টিফিকেটের আবেদন জানান ৷ তবে পূজার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর ডিজঅ্যাবিলিটি সার্টিফিকেটের আবেদন খারিজ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এদিকে ওয়াসিমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূজা খেড়কর অভিযোগ করেন, তিনি ভুল তথ্যের শিকার ৷ তাঁকে নিয়ে প্রতিদিনই ভুয়ো খবর প্রকাশিত হচ্ছে ৷ ট্রেনি আইএস বলেন, "ভুল তথ্য ছড়ানো হচ্ছে ৷ এর জন্য আমার ব্যাপক মানহানি হচ্ছে ৷ আমি সংবাদমাধ্যমকে অনুরোধ জানাচ্ছি তারা দায়িত্বপূর্ণভাবে কাজ করুক ৷ ভুল তথ্য ছড়ানো বন্ধ হোক ৷" এদিকে সোমবার রাতেই তিনি মহিলা পুলিশ আধিকারিককে তাঁর বাড়িতে ডেকে পাঠান ৷ ওই আধিকারিক জানান, পূজা তাঁকে বলেছিলেন, কিছু কাজ আছে ৷ এর বেশি কিছু জানানো হয়নি ৷

খেড়কর পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কাজ করছিলেন ৷ সেখানে তিনি পার্কিং সুবিধা দাবি করে বিতর্কে জড়ান, যা কোনও শিক্ষানবিশ আইএসকে দেওয়া হয় না বলে জানা গিয়েছে ৷ এরপরই তাঁকে ওয়াসিমে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে তাঁকে সুপারনিউমারারি অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসাবে নিয়োগ করা হয় ৷

এদিকে বিতর্কের মাঝে রবিবারই পুনের পুলিশ নতুন অভিযোগ করে, পূজা খেড়কর যে বিলাসবহুল গাড়িটি ব্যবহার করেন, তাতে লাল রঙের আলো লাগানো রয়েছে ৷ এই আলোর জন্য তিনি কোনও অনুমতি নেনি ৷ পুনের পুলিশ পূজা খেড়করের বাবা-মাকেও খুঁজছে ৷ সম্প্রতি পূজার মা মনোরমা খেড়করকে নিয়ে একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ বিতর্কিত আইএএসের মা গ্রামের সরপঞ্চ ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, পূজা খেড়করের মা জমিবিবাদে কয়েকজনকে হুমকি দিচ্ছেন এবং তাঁর হাতে একটি বন্দুক রয়েছে ৷ এই ঘটনার পর পূজার বাবা-মায়ের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে ৷

পূজা নিয়ে বিতর্কের মাঝে পুনের পুলিশ আধিকারিক জানান, তাঁরা পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিস কমিশনারের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন ৷ তিনি বলেন, "পূজা খেড়কর যে শংসাপত্রগুলি জমা দিয়েছেন, তা যাচাই করতে বলা হয়েছে ৷ ওই শংসাপত্রে উল্লিখিত তথ্যগুলি আমরা পরীক্ষা করে দেখব ৷ কোথা থেকে শংসাপত্রগুলি জারি করা হয়েছে, কোন চিকিৎসক বা হাসপাতাল তা দিয়েছে ৷" গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার পূজা খেড়করের নিয়োগ খতিয়ে দেখতে একটি এক সদস্যের কমিটি গঠন করে ৷ দু'সপ্তাহের মধ্যে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷

Last Updated : Jul 16, 2024, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.