ETV Bharat / bharat

আমদানি শুল্ক কমল 15 শতাংশ, সস্তা হল মোবাইল ফোন ও চার্জার - BUDGET 2024

Budget 2024: 2024-25 অর্থবর্ষে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ দাম কমল সোনা, রুপো থেকে মোবাইল ফোনের ৷ কমানো হল শুল্কের হারও ৷

Budget 2024
সস্তা হল মোবাইলফোন ও চার্জার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 3:04 PM IST

Updated : Jul 23, 2024, 3:28 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট ৷ মঙ্গলবার সংসদে টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়লেন নির্মালা সীতারামন ৷ সংসদে এদিন পেশ হয় 2024-25 অর্থবর্ষের বাজেটে ৷ কর ছাড় থেকে শুরু করে সোনা, রুপো, মোবাইল ও ফোনের চার্জারের দাম কমল ৷ বাজেটে মোবাইল ফোন, চার্জার ও বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জামের উপর আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

এদিন বাজেট পেশে করে অর্থমন্ত্রী জানান, দেশীয় উৎপাদনে জিনিস পত্রের দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে ৷ শেষ ছ’বছরে মোবাইলের রফতানি 100 গুণ বৃদ্ধি পেয়েছে ৷ মোবাইল ফোন ইন্ড্রাটিজ শিল্পেও বৃদ্ধি হয়েছে ৷ মোবাইল ও মোবাইল ফোন তৈরির যন্ত্রাংশ ও চার্জারের উপর আমাদানি শুল্ক 15 শতাংশ কমানো হয়েছে ৷

ইন্ডিয়ান সেলুলার ইলেকট্রনিক্স অ্য়াসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রো (Pankaj Mohindroo) বলেন, "আমরা মোবাইলের দাম কমানোর সুপারিশ করেছিলাম ৷ কেন্দ্রীয় বাজেটে সেই প্রস্তাব গৃহীত হয়েছে ৷ সেই মতোই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোবাইল ফোন, পিসিবিএ এবং চার্জার/অ্যাডাপ্টারে উপর 15 শতাংশে শুল্ক কমিয়েছেন ৷ মোবাইল এবং ইলেকট্রনিক্স জিনিস পত্রের দাম কমায় আমরা খুশি ৷ কেন্দ্রের এই পদক্ষেপ দেশের জন্য উন্নয়নমূলক ।"

লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে অর্ন্তবতী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমদানি শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছিলেন ৷ তেমনই এদিন পূর্ণাঙ্গ বাজেটে মোবাইল ফোন, ব্যাটারি, মোবাইল ফোনের ব্যাককভার, মেবাইলের ক্যামেরা লেন্স, মোবাইলের সিম কার্ডের উপর 10 শতাংশ আমদানি শুল্ক কমানোর কথা জানান ৷

এদিনের পূর্ণাঙ্গ বাজেটে মোবাইলফোনের দান কমার পাশাপাশি সোনা, রুপো ও প্ল্যাটিনামেও মৌলিক শুল্ক 6 শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ দাম কমেছে লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্যেও ৷ পিভিসি ও প্লাস্টিকজাত দ্রব্যের দাম বেড়েছে ৷

নয়াদিল্লি, 23 জুলাই: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট ৷ মঙ্গলবার সংসদে টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়লেন নির্মালা সীতারামন ৷ সংসদে এদিন পেশ হয় 2024-25 অর্থবর্ষের বাজেটে ৷ কর ছাড় থেকে শুরু করে সোনা, রুপো, মোবাইল ও ফোনের চার্জারের দাম কমল ৷ বাজেটে মোবাইল ফোন, চার্জার ও বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জামের উপর আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

এদিন বাজেট পেশে করে অর্থমন্ত্রী জানান, দেশীয় উৎপাদনে জিনিস পত্রের দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে ৷ শেষ ছ’বছরে মোবাইলের রফতানি 100 গুণ বৃদ্ধি পেয়েছে ৷ মোবাইল ফোন ইন্ড্রাটিজ শিল্পেও বৃদ্ধি হয়েছে ৷ মোবাইল ও মোবাইল ফোন তৈরির যন্ত্রাংশ ও চার্জারের উপর আমাদানি শুল্ক 15 শতাংশ কমানো হয়েছে ৷

ইন্ডিয়ান সেলুলার ইলেকট্রনিক্স অ্য়াসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রো (Pankaj Mohindroo) বলেন, "আমরা মোবাইলের দাম কমানোর সুপারিশ করেছিলাম ৷ কেন্দ্রীয় বাজেটে সেই প্রস্তাব গৃহীত হয়েছে ৷ সেই মতোই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোবাইল ফোন, পিসিবিএ এবং চার্জার/অ্যাডাপ্টারে উপর 15 শতাংশে শুল্ক কমিয়েছেন ৷ মোবাইল এবং ইলেকট্রনিক্স জিনিস পত্রের দাম কমায় আমরা খুশি ৷ কেন্দ্রের এই পদক্ষেপ দেশের জন্য উন্নয়নমূলক ।"

লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে অর্ন্তবতী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমদানি শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছিলেন ৷ তেমনই এদিন পূর্ণাঙ্গ বাজেটে মোবাইল ফোন, ব্যাটারি, মোবাইল ফোনের ব্যাককভার, মেবাইলের ক্যামেরা লেন্স, মোবাইলের সিম কার্ডের উপর 10 শতাংশ আমদানি শুল্ক কমানোর কথা জানান ৷

এদিনের পূর্ণাঙ্গ বাজেটে মোবাইলফোনের দান কমার পাশাপাশি সোনা, রুপো ও প্ল্যাটিনামেও মৌলিক শুল্ক 6 শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ দাম কমেছে লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্যেও ৷ পিভিসি ও প্লাস্টিকজাত দ্রব্যের দাম বেড়েছে ৷

Last Updated : Jul 23, 2024, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.