হায়দরাবাদ, 4 মে: প্রায়শই কিছু না কিছু বিষয় জায়গা পায় গুগলের ডুডলে ৷ বিষয়ের পাশাপাশি কোনও বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশেষ দিনে স্পেশাল ডুডল আনে গুগল ৷ সার্চ করলেই দেখা যাবে সুন্দরভাবে সাজানো থাকে ডুডল। গুগলে কিছু সার্চ করতে গেলে ওই সার্চ বক্সের মাথায় যে নক্সা করা ছবিটি থাকে তাকেই ডুডল বলা হয়। আর কিছু বিশেষ দিনে এই ছবি বদলে যায়। প্রতিটি ডুডল কিছু না কিছুর প্রতীক। শনিবার অর্থাৎ আজ, ডুডলের ছবিতে ক্লিক করলে দেখা যাচ্ছে এক মহিলার ছবি ৷ তিনি পুরুষশাসিত সমাজে প্রথম মহিলা কুস্তিগীর। যাঁকে আজও অনেকেই চেনেন না। সেই হামিদা বানুকে সম্মান জানাল গুগল ডুডল। মূলত নারীশক্তিকে উদ্দেশ্য করেই ডুডলে হামিদার সাফল্য উদযাপন করল গুগল ৷
এই ডুডলে ক্লিক করলে হামিদা বানু সম্পর্কিত একাধিক তথ্য সামনে আসবে। 1940-1950-এর সময় হামিদা বানু কুস্তির দুনিয়ায় যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। এই জনপ্রিয়তার পর জানা যায়, তিনিই প্রথম মহিলা কুস্তিগীর ছিলেন ৷ তাঁর কীর্তি সেই সময় সকলকে তাজ্জব করে দিয়েছিল। তৎকালীন কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে, হামিদা বানু 1954-এ এক চ্যালেঞ্জ করেছিলেন যে তাঁকে কুস্তিতে হারাতে পারলে প্রতিপক্ষকে বিয়ে করবেন ৷ তিনি উত্তপ্রদেশের বাসিন্দা ছিলেন ৷ তাঁর বয়স তখন 30-এর গোড়ায় ৷
হামিদা বানুর এই চ্যালেঞ্জের কথা সেই সময় সংবাদপত্রে ছাপা হয়েছিল। তারপরেই হইচই শুরু হয় ক্রীড়ামহলে। হামিদা দু'জন পুরুষ কুস্তিগীরকে পরাজিত করেন। ওই খেলা হয়েছিল বরোদায়। মাত্র 1 মিনিট 34 সেকেন্ডেই খেলা শেষ করে দিয়েছিলেন হামিদা বানু। তবে এই খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছিলেন।
আরও পড়ুন: