হায়দরাবাদ, 19 এপ্রিল: দেশে শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব । আর ভারতের এই উৎসবে এবার সামিল হল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলও ৷ প্রথম দফার ভোটেই ভোল বদলে গেল ডুডলের ৷ লোকসভা নির্বাচন 2024-এর রংয়ে সাজল গুগল ডুডল ৷ গুগল লেখার দ্বিতীয় 'ও'টি পরিবর্তন হয়ে সেই জায়গায় আজ ফুটে উঠেছে আঙুলে ভোটদানের চিহ্ন ৷
গুগলের বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিনটি হল এই ডুডল ৷ ডুডলের মাধ্যমে ভোট উৎসব উদযাপনে শরিক টেক জায়ান্ট গুগল ৷ ভারতে 2024 সালের লোকসভা নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গুগলও তার হোম পেজে ডুডলে পরিবর্তন এনে গণতন্ত্রের বৃহত্তম উৎসবে যোগ দেয় ।
আজ প্রথম দফায় দেশের 102টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৷ পশ্চিমবঙ্গের উত্তরের তিনটি জেলা-সহ বিভিন্ন রাজ্যে সকাল থেকে ভোটগ্রহণ চলছে ৷ প্রথম দফায় ভোটগ্রহণ সকাল 7টা থেকে শুরু হয়েছে ৷ শেষ হবে সন্ধ্যা 6টায় । ভোটারদের মধ্যে 8.4 কোটি পুরুষ, 8.23 কোটি নারী এবং 11,371 জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। সাত দফায় হবে ভোট ৷ 1 জুন শেষ হবে এবারের লোকসভা নির্বাচন ৷ ভোট গণনা হবে 4 জুন ।
তামিলনাড়ুর 39টি আসন, উত্তরাখণ্ডের পাঁচটি আসন, রাজস্থানের 12টি আসন, উত্তর প্রদেশের আটটি, মধ্যপ্রদেশের ছয়টি, অসম ও মহারাষ্ট্রের পাঁচটি আসন, বিহারের চারটি, পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ চলছে । মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়ে দুটি করে এবং জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, সিকিম এবং লাক্ষাদ্বীপে একটি করে আসনে আজ ভোট ।
উল্লেখ্য, এই প্রথম নয়, গুগল প্রতিটি গুরুত্বপূর্ণ দিন বা ইভেন্ট উদযাপনে তার ডুডল পরিবর্তন করে থাকে। সাম্প্রতিক আপডেটটি করেছে ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে ৷ ফলত উচ্ছ্বসিত দেশবাসী ৷
আরও পড়ুন: