ETV Bharat / bharat

চালক ছাড়াই তীব্র গতিতে 78 কিমি ছুটল মালগাড়ি, তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর

Goods Train Runs Without Driver: চালক ছাড়াই ঘণ্টায় প্রায় আশি কিলোমিটার গতিতে 78 কিমি ছুটে চলল মালগাড়ি ৷ অনেক কষ্টে তা থামানো সম্ভব হয়েছে ৷ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 3:52 PM IST

Updated : Feb 25, 2024, 5:33 PM IST

চালক ছাড়াই তীব্র গতিতে 78 কিমি ছুটল মালগাড়ি

হোশিয়ারপুর (পঞ্জাব), 25 ফেব্রুয়ারি: চালক ছাড়াই চলল ট্রেন ৷ একটু-আধটু রাস্তা নয় ৷ জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পঞ্জাবের হোশিয়ারপুর পর্যন্ত প্রায় 78 কিলোমিটার রাস্তা নিজে নিজেই চলল একটি মালগাড়ি ৷ চালক বা তার সহকারী কেউই ছিলেন না ৷ ভালো খবর এটাই যে, এই কাণ্ড হয়ে যাওয়ার পরও কোনও হতাহতের ঘটনা ঘটেনি । তবে কার গাফিলতিতে এই ঘটনা ঘটল, তার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

জানা গিয়েছে যে, মালবাহী ট্রেনটি কাঠুয়া রেলওয়ে স্টেশনে থামে এবং একটি ঢালু গ্রেডিয়েন্ট ট্র্যাকে গড়িয়ে এগিয়ে যায় । ওভাবেই ট্রেনটি হোশিয়ারপুর পর্যন্ত চলে যায় ৷ উঞ্চি বাসি রেলওয়ে স্টেশনের কাছে একটি খাড়া গ্রেডিয়েন্টে মালগাড়িটিকে থামানো হয় । রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেন থামানোর জন্য কাঠের স্টপার লাগানো হয়েছিল ।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুসারে, ট্রেনটি কাঠুয়া রেলওয়ে স্টেশনে থামলে চালক হ্যান্ডব্রেক না লাগিয়েই নেমে পড়েন ৷ এর পরে পঞ্জাবের পাঠানকোটের দিকে ঢালের কারণে ট্রেনটি গড়িয়ে যেতে শুরু করে । রেলের আধিকারিকরা যখন ঘটনাটি জানতে পারেন, তখন তাঁরা কাঠুয়া রেলওয়ে স্টেশনে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন ৷ কিন্তু তাঁরা তাতে ব্যর্থ হন, কারণ ততক্ষণে ট্রেনটির গতি বৃদ্ধি পেয়েছিল ৷ মালগাড়িটি তখন ঘণ্টায় প্রায় আশি কিলোমিটারেরও বেশি গতিতে চলছিল ।

কাঠুয়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা অবিলম্বে পাঠানকোটের সুজনপুর রেলওয়ে স্টেশনে তাঁদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেন এবং ট্রেনটি থামানোর চেষ্টা করা হয় । কিন্তু সেখানেও সেই চেষ্টা ব্যর্থ হয় । এর পরে, পাঠানকোট ক্যান্টনমেন্ট, কান্দ্রোডি, মিরথাল, মুকেরিয়ান স্টেশনেও পরপর ট্রেনটি থামানোর চেষ্টা করা হয় । বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর ট্রেনের গতি কমতে শুরু করে এবং অবশেষে হোশিয়ারপুরের উঞ্চি বাসি রেলওয়ে স্টেশনের কাছে কাঠের স্টপার দিয়ে মালগাড়িটি থামানো হয় ।

জম্মু রেলওয়ে ডিভিশনের ট্রাফিক ম্যানেজার জানিয়েছেন, ঘটনার কারণ জানার চেষ্টা চলছে । ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করা হচ্ছে ৷ নিরাপত্তার ত্রুটি চিহ্নিত করার জন্য বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে । কর্মকর্তারা সতর্কতামূলক ব্যবস্থাও নিচ্ছেন ৷ যেমন কঠোর নিরাপত্তা প্রোটোকল প্রয়োগ করা, নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি সঠিক ট্রেন ব্রেক এবং এই ধরনের ঘটনা এড়াতে সিগন্যালিং সিস্টেম নিশ্চিত করা, এ গুলির দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন:

  1. হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে আগুন, ঘণ্টাখানেক পর রওনা গন্তব্যে
  2. বিদেশ থেকে গার্ডেন সিটিতে এল চালকবিহীন মেট্রোর রেক! দেখুন ভিডিয়ো
  3. সতর্কতার লক্ষ্মণরেখা হলুদ, অতিক্রম না-করার নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের

চালক ছাড়াই তীব্র গতিতে 78 কিমি ছুটল মালগাড়ি

হোশিয়ারপুর (পঞ্জাব), 25 ফেব্রুয়ারি: চালক ছাড়াই চলল ট্রেন ৷ একটু-আধটু রাস্তা নয় ৷ জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পঞ্জাবের হোশিয়ারপুর পর্যন্ত প্রায় 78 কিলোমিটার রাস্তা নিজে নিজেই চলল একটি মালগাড়ি ৷ চালক বা তার সহকারী কেউই ছিলেন না ৷ ভালো খবর এটাই যে, এই কাণ্ড হয়ে যাওয়ার পরও কোনও হতাহতের ঘটনা ঘটেনি । তবে কার গাফিলতিতে এই ঘটনা ঘটল, তার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

জানা গিয়েছে যে, মালবাহী ট্রেনটি কাঠুয়া রেলওয়ে স্টেশনে থামে এবং একটি ঢালু গ্রেডিয়েন্ট ট্র্যাকে গড়িয়ে এগিয়ে যায় । ওভাবেই ট্রেনটি হোশিয়ারপুর পর্যন্ত চলে যায় ৷ উঞ্চি বাসি রেলওয়ে স্টেশনের কাছে একটি খাড়া গ্রেডিয়েন্টে মালগাড়িটিকে থামানো হয় । রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেন থামানোর জন্য কাঠের স্টপার লাগানো হয়েছিল ।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুসারে, ট্রেনটি কাঠুয়া রেলওয়ে স্টেশনে থামলে চালক হ্যান্ডব্রেক না লাগিয়েই নেমে পড়েন ৷ এর পরে পঞ্জাবের পাঠানকোটের দিকে ঢালের কারণে ট্রেনটি গড়িয়ে যেতে শুরু করে । রেলের আধিকারিকরা যখন ঘটনাটি জানতে পারেন, তখন তাঁরা কাঠুয়া রেলওয়ে স্টেশনে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন ৷ কিন্তু তাঁরা তাতে ব্যর্থ হন, কারণ ততক্ষণে ট্রেনটির গতি বৃদ্ধি পেয়েছিল ৷ মালগাড়িটি তখন ঘণ্টায় প্রায় আশি কিলোমিটারেরও বেশি গতিতে চলছিল ।

কাঠুয়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা অবিলম্বে পাঠানকোটের সুজনপুর রেলওয়ে স্টেশনে তাঁদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেন এবং ট্রেনটি থামানোর চেষ্টা করা হয় । কিন্তু সেখানেও সেই চেষ্টা ব্যর্থ হয় । এর পরে, পাঠানকোট ক্যান্টনমেন্ট, কান্দ্রোডি, মিরথাল, মুকেরিয়ান স্টেশনেও পরপর ট্রেনটি থামানোর চেষ্টা করা হয় । বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর ট্রেনের গতি কমতে শুরু করে এবং অবশেষে হোশিয়ারপুরের উঞ্চি বাসি রেলওয়ে স্টেশনের কাছে কাঠের স্টপার দিয়ে মালগাড়িটি থামানো হয় ।

জম্মু রেলওয়ে ডিভিশনের ট্রাফিক ম্যানেজার জানিয়েছেন, ঘটনার কারণ জানার চেষ্টা চলছে । ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করা হচ্ছে ৷ নিরাপত্তার ত্রুটি চিহ্নিত করার জন্য বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে । কর্মকর্তারা সতর্কতামূলক ব্যবস্থাও নিচ্ছেন ৷ যেমন কঠোর নিরাপত্তা প্রোটোকল প্রয়োগ করা, নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি সঠিক ট্রেন ব্রেক এবং এই ধরনের ঘটনা এড়াতে সিগন্যালিং সিস্টেম নিশ্চিত করা, এ গুলির দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন:

  1. হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে আগুন, ঘণ্টাখানেক পর রওনা গন্তব্যে
  2. বিদেশ থেকে গার্ডেন সিটিতে এল চালকবিহীন মেট্রোর রেক! দেখুন ভিডিয়ো
  3. সতর্কতার লক্ষ্মণরেখা হলুদ, অতিক্রম না-করার নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের
Last Updated : Feb 25, 2024, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.