ETV Bharat / bharat

জামিনে মুক্ত, মালা-উত্তরীয় দিয়ে বরণ করা হল গৌরী লঙ্কেশ খুনের 2 অভিযুক্তকে - GAURI LANKESH MURDER

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে 2 অভিযুক্ত বেঙ্গালুরু আদালতে জামিন পেয়েছেন ৷ তাঁদের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করল হিন্দু সংগঠনের নেতারা ৷

GAURI LANKESH MURDER
সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে 2 অভিযুক্তকে বরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 10:39 AM IST

Updated : Oct 14, 2024, 10:58 AM IST

বিজয়াপুরা (কর্নাটক), 14 অক্টোবর: জামিন পেয়েছেন সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের আরও 2 অভিযুক্ত ৷ পরশুরাম ওয়াগমারে ও মনোহর যাদভেকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত ৷ এবার তাঁদের মালা ও উত্তরীয় দিয়ে 'বীরের সম্মান' জানিয়ে বরণ করে নিল কট্টোর হিন্দু সংগঠনের নেতারা ৷ রবিবার বিজয়াপুরার বাড়িতে এই দুই অভিযুক্তকে বরণ করে স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী ৷

সাংবাদিক লঙ্কেশকে খুনের দায়ে 6 বছর ধরে জেলে ছিলেন পরশুরাম ও মনোহর ৷ গত 9 অক্টোবর তাঁদের জামিন মঞ্জুর করে বেঙ্গালুরুর দায়রা আদালত ৷ গত 11 অক্টোবর পারাপ্পানের অগ্রহার জেল থেকে ছাড়া পান তাঁরা ৷ সেখান থেকে বাড়ির পথে রওনা দেন লঙ্কেশ খুনের এই দুই অভিযুক্ত ৷

বাড়ি ফেরার পর তাঁদেরকে মালা ও গেরুয়া রঙের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা ৷ স্লোগান দিয়ে পরশুরাম ও মনোহরকে অভ্যর্থনা জানান তাঁরা ৷ এরপর তাঁদের স্থানীয় ছত্রপতি শিবাজীর মূর্তির কাছে নিয়ে যাওয়া ৷ সেখান থেকে কালিকা মন্দিরে যান তাঁরা ৷ হিন্দুত্ববাদী নেতাদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এই দুই জনকে ৷

বরণ করার পর সেখানে উপস্থিত এক নেতা জানান, হিন্দুত্ববাদী বলে পরশুরাম ও মনোহরকে গ্রেফতার করা হয়েছিল ৷ আসল দোষীরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ তিনি বলেন, "আদালতের রায়ে আমরা খুব খুশি ৷ গত 6 বছর ধরে এঁদের পরিবার অনেক কিছু সহ্য করেছে ৷ এবার তাঁরা নিশ্চিন্ত হলেন ৷"

উল্লেখ্য, গত 9 অক্টোবর পরশুরাম ও মনোহরের পাশাপাশি বাকি 6 অভিযুক্তকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত ৷ তাঁরা হলেন, আমোল কালে, রাজেশ ডি বাঙ্গেরা, বাসুদেব সূর্ষবংশী, ঋষিকেশ দেবাদেকর, গণেশ মিস্কিন এবং অমিত রামচন্দ্র বদ্দি ৷ এর আগে জুলাই মাসে সাংবাদিক খুনের মামলায় আরও 3 জনকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় ৷ তার আগে গত ডিসেম্বরে ছাড়া পান আরও এক অভিযুক্ত ৷

প্রসঙ্গত, 2017 সালের 5 সেপ্টেম্বর নিজের বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশকে ৷ তাঁর মৃত্যুতে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ ৷ ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ 2023 সালের ডিসেম্বরে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ আদালত গঠনের নির্দেশ দেন ৷

আরও পড়ুন:

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত মোহন নায়কের জামিন

গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার

বিজয়াপুরা (কর্নাটক), 14 অক্টোবর: জামিন পেয়েছেন সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের আরও 2 অভিযুক্ত ৷ পরশুরাম ওয়াগমারে ও মনোহর যাদভেকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত ৷ এবার তাঁদের মালা ও উত্তরীয় দিয়ে 'বীরের সম্মান' জানিয়ে বরণ করে নিল কট্টোর হিন্দু সংগঠনের নেতারা ৷ রবিবার বিজয়াপুরার বাড়িতে এই দুই অভিযুক্তকে বরণ করে স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী ৷

সাংবাদিক লঙ্কেশকে খুনের দায়ে 6 বছর ধরে জেলে ছিলেন পরশুরাম ও মনোহর ৷ গত 9 অক্টোবর তাঁদের জামিন মঞ্জুর করে বেঙ্গালুরুর দায়রা আদালত ৷ গত 11 অক্টোবর পারাপ্পানের অগ্রহার জেল থেকে ছাড়া পান তাঁরা ৷ সেখান থেকে বাড়ির পথে রওনা দেন লঙ্কেশ খুনের এই দুই অভিযুক্ত ৷

বাড়ি ফেরার পর তাঁদেরকে মালা ও গেরুয়া রঙের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা ৷ স্লোগান দিয়ে পরশুরাম ও মনোহরকে অভ্যর্থনা জানান তাঁরা ৷ এরপর তাঁদের স্থানীয় ছত্রপতি শিবাজীর মূর্তির কাছে নিয়ে যাওয়া ৷ সেখান থেকে কালিকা মন্দিরে যান তাঁরা ৷ হিন্দুত্ববাদী নেতাদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এই দুই জনকে ৷

বরণ করার পর সেখানে উপস্থিত এক নেতা জানান, হিন্দুত্ববাদী বলে পরশুরাম ও মনোহরকে গ্রেফতার করা হয়েছিল ৷ আসল দোষীরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ তিনি বলেন, "আদালতের রায়ে আমরা খুব খুশি ৷ গত 6 বছর ধরে এঁদের পরিবার অনেক কিছু সহ্য করেছে ৷ এবার তাঁরা নিশ্চিন্ত হলেন ৷"

উল্লেখ্য, গত 9 অক্টোবর পরশুরাম ও মনোহরের পাশাপাশি বাকি 6 অভিযুক্তকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত ৷ তাঁরা হলেন, আমোল কালে, রাজেশ ডি বাঙ্গেরা, বাসুদেব সূর্ষবংশী, ঋষিকেশ দেবাদেকর, গণেশ মিস্কিন এবং অমিত রামচন্দ্র বদ্দি ৷ এর আগে জুলাই মাসে সাংবাদিক খুনের মামলায় আরও 3 জনকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় ৷ তার আগে গত ডিসেম্বরে ছাড়া পান আরও এক অভিযুক্ত ৷

প্রসঙ্গত, 2017 সালের 5 সেপ্টেম্বর নিজের বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশকে ৷ তাঁর মৃত্যুতে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ ৷ ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ 2023 সালের ডিসেম্বরে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ আদালত গঠনের নির্দেশ দেন ৷

আরও পড়ুন:

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত মোহন নায়কের জামিন

গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার

Last Updated : Oct 14, 2024, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.