মুজফফরপুর (বিহার), 7 জুলাই: বিহারের মুজফফরপুর থেকে সোজা ব্রিটিশ সংসদ ৷ রূপকথার উত্থান ভারতীয় বংশোদ্ভূত কণিষ্ক নারায়ণের ৷ ওয়েলস থেকে লেবার পার্টির প্রার্থী হিসাবে ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন তিনি ৷ কণিষ্কের জ্যেঠা জয়ন্ত কুমার এসকেজে আইন কলেজের অধিকর্তা ৷ তাঁর কথায়, ভাইপো শুধু মুজফফরপুর নয়, সমগ্র দেশকে গর্বিত করেছে ।
জয়ন্ত বলেন, "কণিষ্ক আমার ছোট ভাইয়ের ছেলে । নির্বাচনে অংশ নেওয়ার জন্য ও চাকরি ছেড়েছিল । ও সবসময়ই রাজনীতিতে রয়েছে ৷" 33 বছরের কণিষ্কের জন্ম মুজফফরপুরে । তিনি সেখানে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন । তিনি আগে সিভিল সার্ভিসে ছিলেন । ব্রিটেনে নির্বাচন ঘোষণার পর চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসেন তিনি । প্রায় দু'মাস আগে কণিষ্ক একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তাঁর পরিবারের সঙ্গে ভারতে এসেছিলেন ।
এদিকে, কণিষ্ক ব্রিটেনের সাংসদ হওয়ার পর মুজফফরপুরের দামুচাকের সন্ধো অ্যাপার্টমেন্টের বাড়িতে উৎসবের মেজাজ ৷ কণিষ্কের জ্যাঠা জয়ন্ত কুমার বলেন, "আমরা বন্ধুবান্ধব এবং পরিবারের অভিনন্দন বার্তায় আপ্লুত । কনিষ্ক একজন গর্বিত বিহারী এবং প্রথমে একজন ভারতীয় ৷"
কণিষ্কের ঠাকুরদা-ঠাকুমার আদি নিবাস ছিল বৈশালী জেলার সন্ধোতে ৷ কৃষ্ণ কুমার ও বীণা দেবী বহু বছর আগে মুজফফরপুরে বসতি স্থাপন করেছিলেন । কৃষ্ণ কুমার মুজাফফরপুর জেলা বোর্ডের চেয়ারম্যান এবং এসকেজে আইন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ।
কণিষ্কের বাবা সন্তোষ কুমার এবং মা চেতনা সিনহা এসকেজে ল কলেজে পড়াশোনা শেষ করে দিল্লি চলে যান । কণিষ্ক অল্প সময়ের জন্য দিল্লির সাকেতের এপিজে স্কুলে পড়াশোনা করেছেন । তাঁর বয়স যখন 12 বছর, তখন কনিষ্ককে নিয়ে তাঁর বাবা-মা ব্রিটেনে চলে যান । ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যে কলেজ থেকে স্নাতক হন, বিখ্যাত সেই ইটন অক্সফোর্ড কলেজ থেকে উচ্চতর পড়াশোনা করেছেন কণিষ্ক ।