- দেশজুড়ে চতুর্থ দফার ভোট মিটল প্রায় শান্তিপূর্ণভাবে ৷ অন্ধ্রপ্রদেশে ও পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে ৷ বিকেল 5টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়েছে 62 শতাংশের কিছু বেশি ৷ 2019 সালের 5 অগস্ট 370 ধারা অবলুপ্তির পর জম্মু-কাশ্মীরে লোকসভা নির্বাচন হচ্ছে ৷ আজ শ্রীনগরে ভোট হয়েছে ৷ তবে দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভূ-স্বর্গে সবচেয়ে কম 35.75 শতাংশ (বিকেল 5টা পর্যন্ত) ভোট পড়েছে ৷ তেলেঙ্গানার হায়দরাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী মাধবীলতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন মহিলা ভোটারের পরিচয়পত্র দেখছেন ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন ৷ ভোট দিয়েছেন তেলুগু তারকা মহেশ বাবু ও তাঁ স্ত্রী নম্রতা শিরোদকর, আল্লু অর্জুন, জুনিয়র এনটি আর, চিরঞ্জীবী, তাঁর পুত্র রাম চরণ ও স্ত্রী উপাসনা, নাগা চৈতন্য ৷ অন্ধ্রপ্রদেশেj গুন্টুরে একটি ভোটকেন্দ্রে ওয়াইএসআরসিপি নেতা বিএস শিবকুমার এক ভোটারকে চড় মারেন ৷ ওই নেতার বিরুদ্ধে কমিশন কড়া পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে ৷
শান্তিপূর্ণ শ্রীনগর, অন্ধ্র-পশ্চিমঙ্গে বিক্ষিপ্ত হিংসার ঘটনা; ভোটের হার 62 শতাংশের বেশি - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 13, 2024, 7:03 AM IST
|Updated : May 13, 2024, 7:08 PM IST
18:16 May 13
আজ দেশজুড়ে চতুর্থ দফার ভোট ৷ জম্মু-কাশ্মীর-সহ 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল সকাল 7টা থেকে ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ 1 হাজার 717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 17 কোটিরও বেশি ভোটার ৷ লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷
17:46 May 13
- ভোটের দিন সকাল থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন পাঁচ-পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী ৷ বেলা শেষে তিনি ভোট দিলেন ৷
17:33 May 13
বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে- 62.31 শতাংশ
- তেলেঙ্গানা- 61.16 শতাংশ
- মহারাষ্ট্র- 52.49 শতাংশ
- বিহার- 54.14 শতাংশ
- মধ্যপ্রদেশ- 68.01 শতাংশ
- পশ্চিমবঙ্গ- 75.66 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 68.04 শতাংশ
- ওড়িশা- 62.96 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 35.75 শতাংশ
- ঝাড়খণ্ড- 63.14 শতাংশ
- উত্তরপ্রদেশ- 56.35 শতাংশ
বিকেল 5টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 67.99 শতাংশ ও ওড়িশা বিধানসভার প্রথম দফায় 62.96 শতাংশ ভোট পড়েছে
16:55 May 13
- স্ত্রী উপাসনা কামিনেনিকে নিয়ে ভোট দিতে এলেন দক্ষিণের বিখ্যাত অভিনেতা রাম চরণ ৷ তিনি হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দেন ৷
16:50 May 13
আজ দেশজুড়ে চতুর্থ দফার ভোট ৷ জম্মু-কাশ্মীর-সহ 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল সকাল 7টা থেকে ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ 1 হাজার 717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 17 কোটিরও বেশি ভোটার ৷ লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷
- হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন তেলেগু অভিনেতা মহেশ বাবু ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী নম্রতা শিরোদকর ৷
15:43 May 13
বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে- 52.60 শতাংশ
- তেলেঙ্গানা- 52.34 শতাংশ
- মহারাষ্ট্র- 42.35 শতাংশ
- বিহার- 45.23 শতাংশ
- মধ্যপ্রদেশ- 59.63 শতাংশ
- পশ্চিমবঙ্গ- 66.05 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 55.49 শতাংশ
- ওড়িশা- 52.91 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 29.93 শতাংশ
- ঝাড়খণ্ড- 56.42 শতাংশ
- উত্তরপ্রদেশ- 48.41 শতাংশ
দুপুর 3টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 55.49 শতাংশ ও ওড়িশা বিধানসভার প্রথম দফায় 52.91 শতাংশ ভোট পড়েছে
14:01 May 13
দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে- 40.32 শতাংশ
- তেলেঙ্গানা- 40.38 শতাংশ
- মহারাষ্ট্র- 30.85 শতাংশ
- বিহার- 34.44 শতাংশ
- মধ্যপ্রদেশ- 48.52 শতাংশ
- পশ্চিমবঙ্গ- 51.87 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 40.26 শতাংশ
- ওড়িশা- 39.30 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 23.57 শতাংশ
- ঝাড়খণ্ড- 43.80 শতাংশ
- উত্তরপ্রদেশ- 39.68 শতাংশ
দুপুর 1টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 40.26 শতাংশ ও ওড়িশা বিধানসভার প্রথম দফায় 39.30 শতাংশ ভোট পড়েছে
13:01 May 13
- ভোটের মধ্যে হাতাহাতি ৷ অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় হঠাৎ লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটারকে চড় মারলেন ওয়াইএসআরসিপি নেতা বিএস শিবকুমার ৷ ভোটকেন্দ্রে ধুন্ধুমার কাণ্ড ৷
12:51 May 13
- ভোটের দিন সকালে একটি ভিডিয়োয় দেখা যায়, হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাধবীলতা কয়েকজন ভোটারের পরিচয়পত্র দেখছেন ৷ বুথে গিয়ে পোলিং অফিসারদের সঙ্গেও কথা বলছেন ৷ এই ভিডিয়ো নিয়ে প্রশ্ন করা হলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, "বিজেপি যা করছে, তাতে আসাদউদ্দিন ওয়াইসিকে সাহায্য করা হচ্ছে ৷ বিজেপির কোনও সুবিধে হবে না ৷ আমি বিজেপি ক্যাডারদেরও কংগ্রেসকে ভোট দিতে বলেছি ৷"
12:35 May 13
- প্রচারে একে অপরকে কটাক্ষ করেছেন দুই বিরোধী প্রার্থী ৷ আজ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোটের দিনে মুখোমুখি হয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন বিজেপির দিলীপ ঘোষ এবং তৃণমূলের কীর্তি আজাদ ৷
12:28 May 13
- হায়দরাবাদে ভোট দিলেন দেশের টেনিস তারকা সানিয়া মির্জার পরিবার ৷ তাঁর বাবা বলেন, "ভোটিং শুধু অধিকার নয়, দায়িত্বও ৷ দেশের উন্নয়নে মানুষের অংশ নেওয়া উচিত ৷ তা হতে পারে ভোটদানের মাধ্য়মে ৷"
12:10 May 13
- তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি আর ভোট দিলেন ৷ তিনি সিদ্দিপেটের চিন্তামাডাকায় ভোট দেন ৷ 2023 সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে পরাজিত হয় শাসকদল বিআরএস ৷ মন্ত্রী হন কংগ্রেসের রেবন্ত রেড্ডি ৷
11:52 May 13
- বহরমপুর কেন্দ্র ঘুরে দেখলেন প্রাক্তন ক্রিকেটার অলরাউন্ডার ইউসুফ পাঠান ৷ তিনি পাঁচ-পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন ৷ অন্যদিকে কৃষ্ণনগর কেন্দ্রে সকাল থেকে টহল দিলেন তৃণমূলের মহুয়া মৈত্র ৷
11:44 May 13
সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে- 24.87 শতাংশ
- তেলেঙ্গানা- 24.31
- মহারাষ্ট্র- 17.51 শতাংশ
- বিহার- 22.54 শতাংশ
- মধ্যপ্রদেশ- 32.38
- পশ্চিমবঙ্গ- 15.24 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 23.10 শতাংশ
- ওড়িশা- 23.28 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 14.94 শতাংশ
- ঝাড়খণ্ড-27.40 শতাংশ
- উত্তরপ্রদেশ- 27.12 শতাংশ
সকাল 11টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 23 শতাংশ ও ওড়িশা বিধানসভার প্রথম দফায় 23.28 শতাংশ ভোট পড়েছে
11:41 May 13
- উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আজ ভোট হচ্ছে ৷ এই কেন্দ্রের প্রার্থী অজয় মিশ্র টেনি বনভীরপুরের বুথে ভোট দিলেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী সমাজবাদী পার্টির উৎকর্ষ বার্মা এবং বিএসপি-র অনাশায় কালরা ৷
11:10 May 13
- তেলেগু অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি ভোট দিলেন হায়দরাবাদের একটি বুথে ৷
11:01 May 13
- দক্ষিণের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সকাল সকাল বুথে যেন চাঁদের হাট ৷ ভোট দিলেন মিউজিক কম্পোজার এমএম কিরাবাণী, পরিচালক রাজামৌলি, জনকল্যাণ সেনা পার্টির প্রধান পবন কল্যাণ, তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন ৷
10:04 May 13
- ভোট দিলেন 'নাটু, নাটু' গানের মিউজিক কম্পোজার এমএম কিরাবাণী ৷ এই গানটির জন্য তিনি শ্রেষ্ঠ অস্কার পুরস্কার পেয়েছেন ৷ হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দেন কিরাবাণী ৷
09:57 May 13
সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে-
- তেলেঙ্গানা- 9.48
- মহারাষ্ট্র- 6.45 শতাংশ
- বিহার- 10.18 শতাংশ
- মধ্যপ্রদেশ- 14.97
- পশ্চিমবঙ্গ- 15.24 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 9.05 শতাংশ
- ওড়িশা- 9.23 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 5.07 শতাংশ
- ঝাড়খণ্ড-11.78 শতাংশ
- উত্তর প্রদেশ- 11.67 শতাংশ
সকাল 9টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 9.21 শতাংশ ও ওড়িশা বিধানসভা কেন্দ্রে 9.25 শতাংশ ভোট পড়েছে
09:50 May 13
- আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ তিনি এবার মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া ৷
09:42 May 13
- জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা, ছেলে ওমর আবদুল্লা ভোট দিলেন শ্রীনগরে ৷
09:09 May 13
- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের কন্যা জয়া ভোট দিলেন হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ৷
09:01 May 13
- ভোটের দিন সকালে ফের বিরোধী তৃণমূলকে কড়া আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ৷ এদিন তিনি ইউসুফ পাঠানকে 'বলির পাঁঠা' বলে উল্লেখ করেন ৷
08:25 May 13
- ভোট দিয়ে বেরিয়ে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু সাংবাদিকদের বলেন, "আমি সবাইয়ের কাছে আর্জি জানাচ্ছি, প্রত্যেকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন ৷"
08:07 May 13
- সপরিবার ভোটাধিকার প্রয়োগ করলেন এআইএমআইএম-এর বিদায়ী সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ সোমবার সকাল সকাল হায়দরাবাদের একটি বুথে তিনি ভোট দেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপির মাধবীলতা এবং বিআরএসের গদ্দাম শ্রীনিবাস যাদব ৷
08:03 May 13
- লোকসভা ভোটের পাশাপাশি আজ অন্ধ্রপ্রদেশের 175টি আসনে বিধানসভা ভোট চলছে ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু ভোট দিলেন গুন্টুরের একটি বুথে ৷
07:57 May 13
- ভোট দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি ৷ আজ সকাল সকাল কাডাপা কেন্দ্রের জয়মহল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভোট দেন তিনি ৷ কাডাপা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে প্রার্থী তাঁরই বোন কংগ্রেস প্রার্থী ওয়াইএস শর্মিলা, টিডিপি প্রার্থী চাডিপিরাল্লা ভূপেশ সুব্বারামি রেড্ডি এবং ওয়াইএসআরসিপি-র ওয়াইএস অবিনাশ রেড্ডি ৷ তিনি এই কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷
07:49 May 13
- সপরিবার ভোট দিলেন অভিনেতা জুনিয়র এনটি আর ৷ তিনি হায়দরাবাদের জুবিলি হিলসে ভোট দেন ৷
07:46 May 13
- সকাল সকাল আম জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তেলেগু তারকা আল্লু অর্জুন ৷
07:38 May 13
- দেশের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু তেলেঙ্গানার হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ঊষা নাইডু ৷ ভোট দিয়ে বেরিয়ে তাঁরা দু'জনেই ভোট দেওয়ার প্রমাণ দেখালেন ৷
07:33 May 13
- তেলেঙ্গানার হায়দরাবাদের একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি ৷ তিনিও এবার প্রার্থী হয়েছেন সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে ৷
07:26 May 13
- ভোট দিলেন বিজেপি প্রার্থী মাধবীলতা ৷ আজ তেলেঙ্গানার 17টি কেন্দ্রের সবক'টিতে ভোট হচ্ছে ৷ দক্ষিণের এই রাজ্যটির হায়দরাবাদ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই কেন্দ্রের এআইএমআইএম বিদায়ী সাংসদ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ ভারতীয় রাষ্ট্র সমিতি বা বিআরএসের গদ্দাম শ্রীনিবাস যাদবও এই আসন থেকে লড়ছেন ৷
07:12 May 13
- জম্মু-কাশ্মীরের শ্রীনগরে লোকসভা ভোটের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷
07:05 May 13
- ভোট শুরু হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ৷
06:10 May 13
দেশজুড়ে 96টি কেন্দ্রে লোকসভা ভোট...
আজ দেশজুড়ে চতুর্থ দফার ভোট ৷ জম্মু-কাশ্মীর-সহ 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল সকাল 7টা থেকে ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ 1 হাজার 717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 17 কোটিরও বেশি ভোটার ৷ লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷ ৷ হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজ্যের অধীর চৌধুরী, মহুয়া মৈত্র রয়েছেন ৷ উত্তরপ্রদেশের এসপি প্রধান অখিলেশ যাদব, হায়দরাবাদে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও তাঁর বিরুদ্ধে বিজেপির মাধবীলতার লড়াই জমজমাট ৷
সোমবার দেশের কোন কোন রাজ্যের কত আসনে লোকসভা ভোট
- জম্মু-কাশ্মীরের শ্রীনগর আসন
- বিহার- দ্বারভাঙা, উজিয়ারপুর, সমস্তিপুর, বেগুসরাই, মুঙ্গের
- ঝাড়খণ্ডের- সিংভূম, খুন্তি, লোহারদাগা, পালাম
- মধ্যপ্রদেশ- দেওয়াস, উজ্জয়িনী, মান্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন, খান্ডওয়া
- মহারাষ্ট্র- নান্দদুরবার, জলগাঁও, রাভের, জালনা, ঔরঙ্গাবাদ, মাভেল, পুনে, শিরুর, আহমেদনগর, শিরডি, বীড
- ওড়িশা- নবরঙ্গপুর, বেরহামপুর, কোরাপুট, কালাহাণ্ডি
- তেলেঙ্গানার 17টি লোকসভা আসনের সবক'টি
- অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা কেন্দ্রের সবক'টি
- উত্তরপ্রদেশের 11টি
- পশ্চিমবঙ্গ- রানাঘাট, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, বহরমপুর
18:16 May 13
আজ দেশজুড়ে চতুর্থ দফার ভোট ৷ জম্মু-কাশ্মীর-সহ 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল সকাল 7টা থেকে ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ 1 হাজার 717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 17 কোটিরও বেশি ভোটার ৷ লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷
- দেশজুড়ে চতুর্থ দফার ভোট মিটল প্রায় শান্তিপূর্ণভাবে ৷ অন্ধ্রপ্রদেশে ও পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে ৷ বিকেল 5টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়েছে 62 শতাংশের কিছু বেশি ৷ 2019 সালের 5 অগস্ট 370 ধারা অবলুপ্তির পর জম্মু-কাশ্মীরে লোকসভা নির্বাচন হচ্ছে ৷ আজ শ্রীনগরে ভোট হয়েছে ৷ তবে দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভূ-স্বর্গে সবচেয়ে কম 35.75 শতাংশ (বিকেল 5টা পর্যন্ত) ভোট পড়েছে ৷ তেলেঙ্গানার হায়দরাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী মাধবীলতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন মহিলা ভোটারের পরিচয়পত্র দেখছেন ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন ৷ ভোট দিয়েছেন তেলুগু তারকা মহেশ বাবু ও তাঁ স্ত্রী নম্রতা শিরোদকর, আল্লু অর্জুন, জুনিয়র এনটি আর, চিরঞ্জীবী, তাঁর পুত্র রাম চরণ ও স্ত্রী উপাসনা, নাগা চৈতন্য ৷ অন্ধ্রপ্রদেশেj গুন্টুরে একটি ভোটকেন্দ্রে ওয়াইএসআরসিপি নেতা বিএস শিবকুমার এক ভোটারকে চড় মারেন ৷ ওই নেতার বিরুদ্ধে কমিশন কড়া পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে ৷
17:46 May 13
- ভোটের দিন সকাল থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন পাঁচ-পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী ৷ বেলা শেষে তিনি ভোট দিলেন ৷
17:33 May 13
বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে- 62.31 শতাংশ
- তেলেঙ্গানা- 61.16 শতাংশ
- মহারাষ্ট্র- 52.49 শতাংশ
- বিহার- 54.14 শতাংশ
- মধ্যপ্রদেশ- 68.01 শতাংশ
- পশ্চিমবঙ্গ- 75.66 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 68.04 শতাংশ
- ওড়িশা- 62.96 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 35.75 শতাংশ
- ঝাড়খণ্ড- 63.14 শতাংশ
- উত্তরপ্রদেশ- 56.35 শতাংশ
বিকেল 5টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 67.99 শতাংশ ও ওড়িশা বিধানসভার প্রথম দফায় 62.96 শতাংশ ভোট পড়েছে
16:55 May 13
- স্ত্রী উপাসনা কামিনেনিকে নিয়ে ভোট দিতে এলেন দক্ষিণের বিখ্যাত অভিনেতা রাম চরণ ৷ তিনি হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দেন ৷
16:50 May 13
আজ দেশজুড়ে চতুর্থ দফার ভোট ৷ জম্মু-কাশ্মীর-সহ 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল সকাল 7টা থেকে ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ 1 হাজার 717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 17 কোটিরও বেশি ভোটার ৷ লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷
- হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন তেলেগু অভিনেতা মহেশ বাবু ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী নম্রতা শিরোদকর ৷
15:43 May 13
বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে- 52.60 শতাংশ
- তেলেঙ্গানা- 52.34 শতাংশ
- মহারাষ্ট্র- 42.35 শতাংশ
- বিহার- 45.23 শতাংশ
- মধ্যপ্রদেশ- 59.63 শতাংশ
- পশ্চিমবঙ্গ- 66.05 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 55.49 শতাংশ
- ওড়িশা- 52.91 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 29.93 শতাংশ
- ঝাড়খণ্ড- 56.42 শতাংশ
- উত্তরপ্রদেশ- 48.41 শতাংশ
দুপুর 3টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 55.49 শতাংশ ও ওড়িশা বিধানসভার প্রথম দফায় 52.91 শতাংশ ভোট পড়েছে
14:01 May 13
দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে- 40.32 শতাংশ
- তেলেঙ্গানা- 40.38 শতাংশ
- মহারাষ্ট্র- 30.85 শতাংশ
- বিহার- 34.44 শতাংশ
- মধ্যপ্রদেশ- 48.52 শতাংশ
- পশ্চিমবঙ্গ- 51.87 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 40.26 শতাংশ
- ওড়িশা- 39.30 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 23.57 শতাংশ
- ঝাড়খণ্ড- 43.80 শতাংশ
- উত্তরপ্রদেশ- 39.68 শতাংশ
দুপুর 1টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 40.26 শতাংশ ও ওড়িশা বিধানসভার প্রথম দফায় 39.30 শতাংশ ভোট পড়েছে
13:01 May 13
- ভোটের মধ্যে হাতাহাতি ৷ অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় হঠাৎ লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটারকে চড় মারলেন ওয়াইএসআরসিপি নেতা বিএস শিবকুমার ৷ ভোটকেন্দ্রে ধুন্ধুমার কাণ্ড ৷
12:51 May 13
- ভোটের দিন সকালে একটি ভিডিয়োয় দেখা যায়, হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাধবীলতা কয়েকজন ভোটারের পরিচয়পত্র দেখছেন ৷ বুথে গিয়ে পোলিং অফিসারদের সঙ্গেও কথা বলছেন ৷ এই ভিডিয়ো নিয়ে প্রশ্ন করা হলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, "বিজেপি যা করছে, তাতে আসাদউদ্দিন ওয়াইসিকে সাহায্য করা হচ্ছে ৷ বিজেপির কোনও সুবিধে হবে না ৷ আমি বিজেপি ক্যাডারদেরও কংগ্রেসকে ভোট দিতে বলেছি ৷"
12:35 May 13
- প্রচারে একে অপরকে কটাক্ষ করেছেন দুই বিরোধী প্রার্থী ৷ আজ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোটের দিনে মুখোমুখি হয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন বিজেপির দিলীপ ঘোষ এবং তৃণমূলের কীর্তি আজাদ ৷
12:28 May 13
- হায়দরাবাদে ভোট দিলেন দেশের টেনিস তারকা সানিয়া মির্জার পরিবার ৷ তাঁর বাবা বলেন, "ভোটিং শুধু অধিকার নয়, দায়িত্বও ৷ দেশের উন্নয়নে মানুষের অংশ নেওয়া উচিত ৷ তা হতে পারে ভোটদানের মাধ্য়মে ৷"
12:10 May 13
- তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি আর ভোট দিলেন ৷ তিনি সিদ্দিপেটের চিন্তামাডাকায় ভোট দেন ৷ 2023 সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে পরাজিত হয় শাসকদল বিআরএস ৷ মন্ত্রী হন কংগ্রেসের রেবন্ত রেড্ডি ৷
11:52 May 13
- বহরমপুর কেন্দ্র ঘুরে দেখলেন প্রাক্তন ক্রিকেটার অলরাউন্ডার ইউসুফ পাঠান ৷ তিনি পাঁচ-পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন ৷ অন্যদিকে কৃষ্ণনগর কেন্দ্রে সকাল থেকে টহল দিলেন তৃণমূলের মহুয়া মৈত্র ৷
11:44 May 13
সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে- 24.87 শতাংশ
- তেলেঙ্গানা- 24.31
- মহারাষ্ট্র- 17.51 শতাংশ
- বিহার- 22.54 শতাংশ
- মধ্যপ্রদেশ- 32.38
- পশ্চিমবঙ্গ- 15.24 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 23.10 শতাংশ
- ওড়িশা- 23.28 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 14.94 শতাংশ
- ঝাড়খণ্ড-27.40 শতাংশ
- উত্তরপ্রদেশ- 27.12 শতাংশ
সকাল 11টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 23 শতাংশ ও ওড়িশা বিধানসভার প্রথম দফায় 23.28 শতাংশ ভোট পড়েছে
11:41 May 13
- উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আজ ভোট হচ্ছে ৷ এই কেন্দ্রের প্রার্থী অজয় মিশ্র টেনি বনভীরপুরের বুথে ভোট দিলেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী সমাজবাদী পার্টির উৎকর্ষ বার্মা এবং বিএসপি-র অনাশায় কালরা ৷
11:10 May 13
- তেলেগু অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি ভোট দিলেন হায়দরাবাদের একটি বুথে ৷
11:01 May 13
- দক্ষিণের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সকাল সকাল বুথে যেন চাঁদের হাট ৷ ভোট দিলেন মিউজিক কম্পোজার এমএম কিরাবাণী, পরিচালক রাজামৌলি, জনকল্যাণ সেনা পার্টির প্রধান পবন কল্যাণ, তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন ৷
10:04 May 13
- ভোট দিলেন 'নাটু, নাটু' গানের মিউজিক কম্পোজার এমএম কিরাবাণী ৷ এই গানটির জন্য তিনি শ্রেষ্ঠ অস্কার পুরস্কার পেয়েছেন ৷ হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দেন কিরাবাণী ৷
09:57 May 13
সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে-
- তেলেঙ্গানা- 9.48
- মহারাষ্ট্র- 6.45 শতাংশ
- বিহার- 10.18 শতাংশ
- মধ্যপ্রদেশ- 14.97
- পশ্চিমবঙ্গ- 15.24 শতাংশ
- অন্ধ্রপ্রদেশ- 9.05 শতাংশ
- ওড়িশা- 9.23 শতাংশ
- জম্মু-কাশ্মীর- 5.07 শতাংশ
- ঝাড়খণ্ড-11.78 শতাংশ
- উত্তর প্রদেশ- 11.67 শতাংশ
সকাল 9টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় 9.21 শতাংশ ও ওড়িশা বিধানসভা কেন্দ্রে 9.25 শতাংশ ভোট পড়েছে
09:50 May 13
- আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ তিনি এবার মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া ৷
09:42 May 13
- জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা, ছেলে ওমর আবদুল্লা ভোট দিলেন শ্রীনগরে ৷
09:09 May 13
- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের কন্যা জয়া ভোট দিলেন হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ৷
09:01 May 13
- ভোটের দিন সকালে ফের বিরোধী তৃণমূলকে কড়া আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ৷ এদিন তিনি ইউসুফ পাঠানকে 'বলির পাঁঠা' বলে উল্লেখ করেন ৷
08:25 May 13
- ভোট দিয়ে বেরিয়ে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু সাংবাদিকদের বলেন, "আমি সবাইয়ের কাছে আর্জি জানাচ্ছি, প্রত্যেকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন ৷"
08:07 May 13
- সপরিবার ভোটাধিকার প্রয়োগ করলেন এআইএমআইএম-এর বিদায়ী সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ সোমবার সকাল সকাল হায়দরাবাদের একটি বুথে তিনি ভোট দেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপির মাধবীলতা এবং বিআরএসের গদ্দাম শ্রীনিবাস যাদব ৷
08:03 May 13
- লোকসভা ভোটের পাশাপাশি আজ অন্ধ্রপ্রদেশের 175টি আসনে বিধানসভা ভোট চলছে ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু ভোট দিলেন গুন্টুরের একটি বুথে ৷
07:57 May 13
- ভোট দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি ৷ আজ সকাল সকাল কাডাপা কেন্দ্রের জয়মহল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভোট দেন তিনি ৷ কাডাপা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে প্রার্থী তাঁরই বোন কংগ্রেস প্রার্থী ওয়াইএস শর্মিলা, টিডিপি প্রার্থী চাডিপিরাল্লা ভূপেশ সুব্বারামি রেড্ডি এবং ওয়াইএসআরসিপি-র ওয়াইএস অবিনাশ রেড্ডি ৷ তিনি এই কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷
07:49 May 13
- সপরিবার ভোট দিলেন অভিনেতা জুনিয়র এনটি আর ৷ তিনি হায়দরাবাদের জুবিলি হিলসে ভোট দেন ৷
07:46 May 13
- সকাল সকাল আম জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তেলেগু তারকা আল্লু অর্জুন ৷
07:38 May 13
- দেশের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু তেলেঙ্গানার হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ঊষা নাইডু ৷ ভোট দিয়ে বেরিয়ে তাঁরা দু'জনেই ভোট দেওয়ার প্রমাণ দেখালেন ৷
07:33 May 13
- তেলেঙ্গানার হায়দরাবাদের একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি ৷ তিনিও এবার প্রার্থী হয়েছেন সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে ৷
07:26 May 13
- ভোট দিলেন বিজেপি প্রার্থী মাধবীলতা ৷ আজ তেলেঙ্গানার 17টি কেন্দ্রের সবক'টিতে ভোট হচ্ছে ৷ দক্ষিণের এই রাজ্যটির হায়দরাবাদ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই কেন্দ্রের এআইএমআইএম বিদায়ী সাংসদ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ ভারতীয় রাষ্ট্র সমিতি বা বিআরএসের গদ্দাম শ্রীনিবাস যাদবও এই আসন থেকে লড়ছেন ৷
07:12 May 13
- জম্মু-কাশ্মীরের শ্রীনগরে লোকসভা ভোটের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷
07:05 May 13
- ভোট শুরু হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ৷
06:10 May 13
দেশজুড়ে 96টি কেন্দ্রে লোকসভা ভোট...
আজ দেশজুড়ে চতুর্থ দফার ভোট ৷ জম্মু-কাশ্মীর-সহ 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হল সকাল 7টা থেকে ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ 1 হাজার 717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 17 কোটিরও বেশি ভোটার ৷ লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷ ৷ হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজ্যের অধীর চৌধুরী, মহুয়া মৈত্র রয়েছেন ৷ উত্তরপ্রদেশের এসপি প্রধান অখিলেশ যাদব, হায়দরাবাদে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও তাঁর বিরুদ্ধে বিজেপির মাধবীলতার লড়াই জমজমাট ৷
সোমবার দেশের কোন কোন রাজ্যের কত আসনে লোকসভা ভোট
- জম্মু-কাশ্মীরের শ্রীনগর আসন
- বিহার- দ্বারভাঙা, উজিয়ারপুর, সমস্তিপুর, বেগুসরাই, মুঙ্গের
- ঝাড়খণ্ডের- সিংভূম, খুন্তি, লোহারদাগা, পালাম
- মধ্যপ্রদেশ- দেওয়াস, উজ্জয়িনী, মান্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন, খান্ডওয়া
- মহারাষ্ট্র- নান্দদুরবার, জলগাঁও, রাভের, জালনা, ঔরঙ্গাবাদ, মাভেল, পুনে, শিরুর, আহমেদনগর, শিরডি, বীড
- ওড়িশা- নবরঙ্গপুর, বেরহামপুর, কোরাপুট, কালাহাণ্ডি
- তেলেঙ্গানার 17টি লোকসভা আসনের সবক'টি
- অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা কেন্দ্রের সবক'টি
- উত্তরপ্রদেশের 11টি
- পশ্চিমবঙ্গ- রানাঘাট, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, বহরমপুর