ETV Bharat / bharat

পিষে দিল ঘাতক লরি, দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 4 সদস্যের - Road Accident - ROAD ACCIDENT

Four Persons crushed to Death: ট্যাঙ্কার-বাইক সংঘর্ষ ৷ তিরুনেলভেলিতে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 4 সদস্যের ৷ গ্রেফতার করা হয়েছে ঘাতক ট্যাঙ্কারের চালককে ৷

Four Persons crushed to Death
দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 4 সদস্যের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 3:47 PM IST

তিরুনেলভেলি, 17 সেপ্টেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 4 সদস্য ৷ জানা গিয়েছে, বাইকে চেপে যাচ্ছিলেন তাঁরা ৷ মাঝরাস্তাতে একটি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলিতে ৷

কান্নান (45) তিরুনেলভেলি জেলার গঙ্গাইকোন্ডনের রাজাপতি এলাকার বাসিন্দা । তিনি তাঁর দুই মেয়ে মারিসওয়ারি (12) এবং সামিরা (7) এবং শাশুড়ি অণ্ডালকে (65) নিয়ে ভানারপেটের দিকে যাচ্ছিলেন । তাঁদের বাইকটি যখন থাচানাল্লুর বাইপাসের উলাগামান মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ডিজেল বোঝাই একটি ট্যাঙ্কার তাঁদের পিষে দেয় ৷

পুলিশ সূত্রে খবর, চেরানমহাদেবী থেকে থাচানাল্লুর পেট্রোল ডিপোর দিক থেকে আসছিল ঘাতক ট্যাঙ্কারটি । সেটি চালাচ্ছিলেন পদ্মাদাই এলাকার গণেশান নামে এক ব্যক্তি । সংঘর্ষে বাইকে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়েন । স্থানীয়রা থাচানাল্লুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ।

তিরুনেলভেলি সিটি ট্রাফিক পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে ৷ গ্রেফতার করা হয়েছে ট্রাক চালক গণেশনকে । তিরুনেলভেলির পুলিশ কমিশনার রূপেশ কুমার মীনা দুর্ঘটনাস্থলে পৌঁছে বলেন, ‘‘তিরুনেলভেলির 27টি স্থানকে উচ্চ দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে । দুর্ঘটনা রোধে সেসব এলাকায় প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে । গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় 25 শতাংশ কমেছে । একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাইপাসকে চার লেনে সম্প্রসারণ করার কাজ শেষ হলে নিরাপত্তা আরও বাড়বে ।

তিরুনেলভেলি, 17 সেপ্টেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 4 সদস্য ৷ জানা গিয়েছে, বাইকে চেপে যাচ্ছিলেন তাঁরা ৷ মাঝরাস্তাতে একটি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলিতে ৷

কান্নান (45) তিরুনেলভেলি জেলার গঙ্গাইকোন্ডনের রাজাপতি এলাকার বাসিন্দা । তিনি তাঁর দুই মেয়ে মারিসওয়ারি (12) এবং সামিরা (7) এবং শাশুড়ি অণ্ডালকে (65) নিয়ে ভানারপেটের দিকে যাচ্ছিলেন । তাঁদের বাইকটি যখন থাচানাল্লুর বাইপাসের উলাগামান মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ডিজেল বোঝাই একটি ট্যাঙ্কার তাঁদের পিষে দেয় ৷

পুলিশ সূত্রে খবর, চেরানমহাদেবী থেকে থাচানাল্লুর পেট্রোল ডিপোর দিক থেকে আসছিল ঘাতক ট্যাঙ্কারটি । সেটি চালাচ্ছিলেন পদ্মাদাই এলাকার গণেশান নামে এক ব্যক্তি । সংঘর্ষে বাইকে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়েন । স্থানীয়রা থাচানাল্লুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ।

তিরুনেলভেলি সিটি ট্রাফিক পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে ৷ গ্রেফতার করা হয়েছে ট্রাক চালক গণেশনকে । তিরুনেলভেলির পুলিশ কমিশনার রূপেশ কুমার মীনা দুর্ঘটনাস্থলে পৌঁছে বলেন, ‘‘তিরুনেলভেলির 27টি স্থানকে উচ্চ দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে । দুর্ঘটনা রোধে সেসব এলাকায় প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে । গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় 25 শতাংশ কমেছে । একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাইপাসকে চার লেনে সম্প্রসারণ করার কাজ শেষ হলে নিরাপত্তা আরও বাড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.